লেখক রাজেশ কান্তি দাশ

জন্মস্থান: সুনামগঞ্জ
জন্ম তারিখ: ৩০শে নভেম্বর ১৯৭৫ খ্রিঃ

লেখক জীবন

শৈশব, কৈশোর কেটেছে গ্রামের কোলাহল জড়িত প্রাকৃতিক পরিবেশে। সবুজ ঘনবন, ধানখেত, পাখির কিচিরমিচির আর সুরমার কলকল ঢেউয়ের মাঝে কবি বড় হয়েছেন। এর মধ্যেই খুঁজে পেয়েছেন কবিতার নির্যাস, তার পঙক্তিমালা। মাধ্যমিকে পড়ার সময়ে তিনি তার পারিবারিক লাইব্রেরিতে ডুবে থাকতেন।এখানে পড়েছেন সোভিয়েত ইউনিয়নের ইতিহাস, প্লেটো, এ্যারিষ্টটল, লেনিন। এই সময়ে ম্যাক্সিম গোর্কি, নেহেরু, সুকান্ত, বঙ্কিম, শরৎচন্দ্র, সৈয়দ ওয়ালীউল্লাহ, রবীন্দ্রনাথ ও নজরুলের বিভিন্ন রচনাবলীর সাথে তার পরিচয় ঘটে। ম্যাক্সিম গোর্কির মা, নেহেরুর মা মনিকে বাবা, ওয়ালীউল্লাহর লালসালু বই তিনটি কবি মনকে ভীষণ ভাবে নাড়া দিয়েছিল। সমাজ, মানুষ, প্রকৃতি সম্পর্কে গড়ে উঠেছিল এক গতিশীল ও ঋদ্ধ মানসিকতা।

কবি শৈশব থেকেই সংস্কৃতির প্রতি অনুরক্ত ছিলেন। খেলাধুলা, গান, নাটক, যাত্রাপালা তার মনকে দোলা দিত। কৈশোরাবস্হাতেই কবি তবল বাদক হিসেবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন। উদ্ভাবন, আঁকিবুঁকি, আবৃত্তি, গান, নৃত্য, বাগান করা ও ফটোগ্রাফির প্রতি তার রয়েছে বিশেষ সখ। স্কুলের গন্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে তার সামনে এক নতুন দিগন্ত খুলে যায়। তিনি একটি বর্ধিষ্ণু সংস্কৃতির সাথে পরিচিত হন। এবং নিজেকে নতুনভাবে ভাবার সুযোগ পান।

পিতা-রমেশ চন্দ্র দাশ ও মাতা-বাসন্তী বালা দাশের ঘরে জন্ম নেওয়া কবির মূলত বিশ্ববিদ্যালয় জীবন থেকেই লেখালেখির শুরু। তার প্রথম লেখা প্রকাশিত হয় সাপ্তাহিক সেবা নামে একটি পত্রিকায় আমলাতন্ত্রের সমস্যায় বাংলাদেশঃএকটি তাত্ত্বিক আলোচনা, এই শিরোনামে ১৯৯৫ সালে। ছয় ভাইয়ের মধ্যে কবি সর্ব কনিষ্ঠ। কবিতা কবির জীবনকে আষ্টেপৃষ্টে বেঁধে আছে। তার মাথায় সর্বক্ষণ কবিতা দোল খায়, ঘুরঘুর করে। তিনি ছন্দ ভেঙে ছন্দ গড়তে জানেন।

তার লেখাগুলো নিয়মিত সাহিত্যের বিভিন্ন পাতায় প্রকাশিত হয়। এর মধ্যে বিভিন্ন সাহিত্য পত্রিকা, ওয়েব পোর্টাল, ওয়েব ম্যাগাজিন, ছোট কাগজ রয়েছ। আন্তর্জাতিক সাহিত্য পত্রিকা নতুন তারা, ওয়েব পোর্টাল সকালের আলো, ওয়েব ম্যাগাজিন—কান্তার পল্লী, চন্দ্রমুখী, স্বভাব, শব্দনগর, ক্যাসিওপিয়া, শৈলদীঘি, অর্বাচীন, সাহিত্যাঙ্গনে তার অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তিনি ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকার সেরা লেখক সম্মাননা পেয়েছেন।

তিনি মূলতঃ কবিতার চাষি। সর্বক্ষণ কবিতার চাষে ব্যস্ত থাকেন। সাহিত্যের ছোট কাগজ চোখ সাহিত্য পত্রিকা, ঋষি-তে তার কবিতা প্রকাশিত হয়েছে। অনেক ওয়েব ম্যাগাজিন ও কাগজে তার কবিতা প্রকাশের অপেক্ষায় আছে। তিনি পথিক কবি। সুনীল আকাশের নীচে মেঠো পথে কুমারী জ্যোৎস্নায় হাঁটতে হাঁটতে কবিতা লিখেন। তার কবিতায় পরাবাস্তবতা, প্রকৃতি, প্রেম, সামাজিক অসামানঞ্জতা, দ্রোহ ও মানবতার গভীর ছোঁয়া পাওয়া যায়। পৃথিবীর স্বাদ, রস ও সৌন্দর্যকে তিনি পাঠকের সামনে নতুন করে তুলে ধরার চেষ্টা করেন যা পাঠক মনকে আন্দোলিত করে, গভীর ভাবে দোলা দেয়। তার কবিতার ব্যাপক পাঠকপ্রিয়তা রয়েছে। তার দুটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এর মধ্যে একটি সাধের খাতা অনুকাব্য গ্রন্থ ও অন্যটি অমরত্বের পথ।

করোনার কারণে ২০২১ বইমেলায় তার কোন বই বেরুয়নি। তবে তার কতগুলো কবিতার বই প্রকাশের অপেক্ষায় আছে। কবিতা ছাড়াও তিনি গান, ছড়া ও গল্প লিখেন। স্ত্রী রাজশ্রী পৈত্য এবং দুই কন্য রাই ও শ্রী’কে নিয়ে তার সুখের সংসার। তিনি বর্তমানে একটি সরকারি কলেজে শিক্ষকতায় নিয়োজিত রয়েছেন।

পরিশেষে লেখকের বক্তব্য:

আমি সর্বদাই আপনাদের পছন্দের লেখকের কোটায় থাকবার ইচ্ছা পোষণ করি। বরাবরই লেখালিখির সাথে রয়েছি এবং থাকবো। অচিনপুর এক্সপ্রেস ফেসবুক গ্রুপে আমি নিয়মিত লেখালেখি করি। এখানে গল্প, কবিতা, ছড়া, নাটক, উপন্যাস, গান, আবৃত্তি, নৃত্য, ছোটদের আঁকিবুঁকি-সহ বহুমাত্রিক সাহিত্য চর্চার সুযোগ রয়েছে। নতুন প্রতিভাবান লেখক সৃষ্টির লক্ষে একটি অন্যতম শিল্পমাধ্যম হিসেবে কাজ করছে “অচিনপুর এক্সপ্রেস”। আমি অচিনপুর এক্সপ্রেস এর সার্বিক সফলতা ও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি।

রাজেশ কান্তি দাশ
০৫-০২-২০২১

60 thoughts on “লেখক রাজেশ কান্তি দাশ

  1. Woah! I’m really loving the template/theme of this blog.
    It’s simple, yet effective. A lot of times it’s very hard to get that “perfect balance” between usability and visual
    appeal. I must say you have done a amazing job with this. In addition, the blog loads extremely
    quick for me on Chrome. Exceptional Blog!

  2. Coming across your blog was a delight. Brimming with insightful content and thought-provoking commentary, which is a rarity these days.
    cherish the time you’ve put into your work.
    Your writing style is refreshingly unique. You offer a novel
    viewpoint that is sparked my interest. Looking forward to seeing what you write next.

    I just had to leave a comment. Your content resonate with me
    on a profound level. If you’re thinking about offering a newsletter, sign me up!
    It would be a pleasure to have your insights delivered right to my inbox.

    Your article resonated with me. Rarely do you find a blog that encourages you to ponder.
    Keen to see more of your ideas and encourage you to keep writing.

    Your article was an eye-opener. With so much noise online, it’s wonderful to read content
    that’s as enriching and entertaining as yours.
    Looking forward to more

    This syntax provides a variety of options for creating a positive and encouraging blog comment that compliments the author’s
    work and expresses a desire to continue engaging with their content.

    Occasionally, I come across a blog that grabs my interest due to its compelling content.
    Yours is without a doubt one of those rare gems. The way you blend your
    words is not just enlightening but also remarkably entertaining.

    I commend the dedication you show towards
    your craft and eagerly await your future posts.

    In the vast expanse of the internet, it feels rewarding to come across a blogger who puts
    so much heart into their work. Your posts not only provide valuable insights but also provoke engaging discussions.
    You’ve gained a faithful follower from this point forward.

    Your blog has become a go-to resource for me, and I
    find myself check it frequently for fresh insights. Each post is like a lesson in your niche, conveyed
    with eloquence and charm. Might you offering a subscription service or a monthly
    newsletter? I would be delighted to get more
    of your wisdom directly to my inbox

    The unique angle you bring to topics is both refreshing and rare, it’s immensely appreciated in today’s internet landscape.
    Your ability to analyze complex concepts and offer them in a user-friendly way is a skill
    that should not go unnoticed. I am excited for your future publications and the discussions they’ll ignite.

    It’s rare to find a blog that provides both a cognitive challenge and a soulful dialogue.
    Your posts accomplish that, offering a perfect mix of intellectual stimulation and personal connection. The community you’re cultivating here is testament to your effect and expertise.
    I’m eager to see where you’ll take us next and I’m strapped in for
    the journey.

    Upon spending numerous hours navigating the depths
    of the internet today, I have to declare that your blog is like a beacon of knowledge.
    Not once have I stumbled upon such a collection of compelling ideas that resonate on a substantial level.
    Your ability for elucidating complex subjects with elegance and acuity is worthy of admiration. I’m patiently
    waiting for your upcoming piece, knowing it will enrich my understanding even further.

    In our modern digital age, where information overload is common, your blog stands out as a bastion of genuine content
    creation. It’s a rarity to discover a corner of the web that adheres to fostering mindful learning.

    Your articulate posts spark a desire for learning that many of us seek.
    I would be honored if there’s an option to subscribe
    for direct notifications, as I do not wish to miss any enlightening
    article.

    Your online presence is the epitome of what passionate writing should be.
    Every post you compose is brimming with priceless
    takeaways and rich narratives that keep me thinking
    long after I’ve finished reading. Your narrative is a much-needed addition to the frequently crowded internet space.
    Should you decide to an exclusive membership, count me
    as an eager participant to join. Your writing is deserving of sustaining.

    I find myself coming back to your blog time and again, drawn by
    the quality of conversation you provoke. It’s obvious that your blog is more than a medium for sharing concepts; it’s a hub for thinkers who are
    in search of meaningful engagement. Your
    commitment toOf course!

    When I started perusing your blog, I could tell it was something special.
    Your ability to plunge into challenging topics and clarify
    them for your audience is truly remarkable. Each entry you publish is a
    repository of insights, and I always find myself eager to see what you’ll uncover next.
    Your dedication to high-quality content is evident, and I hope that you’ll persist sharing such precious insights.

    Your blog serves as a beacon in the often turbulent
    seas of online content. Your in-depth analysis into varied
    subjects are not only educational but also extremely absorbing.

    I appreciate the way you meld thorough research with personal anecdotes, crafting posts that are both enlightening and
    entertaining. If there’s an opportunity to subscribe
    your blog or join a mailing list, I would be grateful
    to be kept in the loop of your latest musings.

    As a content creator, I’m motivated by the enthusiasm you inject into each article.
    You have a knack for making even the most complex topics accessible and compelling.
    The way you dissect ideas and relate them to broader themes is exceptionally artful.
    Kindly tell me if you have any workshops or digital resources in the works, as I would love to be guided by
    your expertise.

    It’s uncommon to encounter a blog that resonates with both heart and mind.
    Your articles are written with a degree of thoughtfulness that touches the core of the human experience.
    Whenever I check your blog, I come away with new knowledge and motivated.

    I’m keen to know whether you plan to

    From the moment I began exploring your blog, I realized
    it was something unique. Your talent to plunge into complex topics and demystify them for your audience is truly noteworthy.
    Each entry you publish is a repository of information, and I always find myself eager to see what
    you’ll explore next. Your dedication to excellence is apparent, and I trust that you’ll keep on providing such precious insights.

  3. Hi there! I know this is kind of off-topic however I had to ask.
    Does building a well-established website like yours require a large amount of work?

    I’m brand new to running a blog but I do write in my journal daily.
    I’d like to start a blog so I can easily share my own experience and feelings online.
    Please let me know if you have any recommendations or tips for brand new
    aspiring blog owners. Appreciate it!

  4. May I simply just say what a relief to find somebody who
    truly knows what they are discussing online. You certainly realize how to bring an issue to light and make it important.
    More and more people have to read this and understand this side
    of your story. I can’t believe you’re not more popular given that you most certainly
    possess the gift.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please visit...