মনে পড়বে আমায়

অভ্রনীল আজাদ
দক্ষিণ সুদান।

কবিতা: মনে পড়বে আমায়

মনে পড়তে পড়তে একদিন ঠিক ভুলে যাব
বিগত স্মৃতির মত তুমিও হয়ে যাবে বিস্মৃত…
কত দিন এলো গেল,
কত শরৎ–হেমন্ত ভোরের শিশির হারিয়ে বিগত,
কত মাঘী শীত,
বসন্ত শুধু বাড়ালোই আগুন!
কতই না সয়েছি প্রলয়…
কাঠফাটা চৈত্রের তীব্রতা,
রুক্ষ-শুষ্ক গ্রীষ্মের দাবদাহ,
অগুনতি এলোমেলো ঝড়—বেহিসেবী আষাঢ়-শ্রাবণ!
এই ক্ষুদ্র জীবনে এলো কতই না প্লাবন!
তবু ভুলিনি কখনও তোমায়; যদিও বিচ্ছিন্ন যুগল—
দৃষ্টির অগোচর—হৃদয় তো এক!
কত শত পথ পাড়ি দিয়ে যে যার মতন—কে কারে করেছে পর?
সপ্তাহ-মাস-বছর পেরিয়ে চলে গেছে কয়েক যুগ
ভুলতো হতেই পারে— তাই ভুলিনি কখনও—
যে তুমি ভুলতে চেয়েছ আমায়—পেরেছ কি?
মনে পড়তে পড়তে ঠিক ভুলে যাব
তোমার হয়তো হবে উল্টো—
ভুলতে ভুলতে খুব করে মনে পড়বে আমায়।

অচিনপুর ডেস্ক / এসএসববি

Post navigation