জাতীয় কবিতা উৎসব আজ শুরু

জাতীয় কবিতা উৎসব আজ শুরু
মোরসালিন আহমেদ
ঢাকা : ১ ফেব্রুয়ারি ২০১৯

‘বাঙালির জয় কবিতার জয়’ এ স্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার থেকে দু’দিনব্যাপী জাতীয় কবিতা উৎসব শুরু হচ্ছে । ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে সকালে এ উৎসবের উদ্বোধন করবেন কবি আসাদ চৌধুরী।

কবিতা উ্ৎসবে দেশের কবিদের সঙ্গে ৯ দেশের আমন্ত্রিত ১৪ জন কবি অংশ নেবেন।স্বৈরাচারের বিরুদ্ধে শৃঙ্খল মুক্তির ডাক দিয়ে ১৯৮৭ সালে এ উৎসবের প্রচলন শুরু হয়।শনিবার এ উৎসব শেষ হবে।

কবিতা উ্ৎসবের দিন থেকে একই সঙ্গে বাংলা একাডেমি ও শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে মাসব্যাপী একুশে গ্রন্থমেলা শুরু হচ্ছে।বাংলা একাডেমিতে বিকাল তিনটায় এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুধু তাই নয়, ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারির প্রথম প্রহরে নানা কর্মসূচির মধ্য দিয়ে শুরু হয়। কেন্দ্রীয় শহীদ মিনারেও রয়েছে জমজমাট নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।এছাড়া রাজধানী ঢাকার বাইরে প্রতিটি জেলা ও বিভাগীয় শহরে এ মাসে বিভিন্ন সামাজিক ,রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে।

ফেব্রুয়ারি মাস একদিকে শোকাবহ হলেও অন্যদিকে আছে এর গৌরবোজ্জ্বল ইতিহাস।কারণ পৃথিবীর একমাত্র জাতি বাঙালি ভাষার জন্য এ মাসে জীবন দিয়েছিলেন।১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে দুর্বার আন্দোলনে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিকের রক্তের বিনিময়ে বাঙালি জাতি পেয়েছিলেন মাতৃভাষার মর্যাদা এবং আর্থ-সামাজিক ও রাজনৈতিক প্রেরণা। তারই পথ ধরে শুরু হয় বাঙালির স্বাধীকার আন্দোলন এবং একাত্তরে নয় মাস পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ফেব্রুয়ারি ছিল ঔপনিবেশিক প্রভুত্ব ও শাসন-শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষ।তাই তো ‘আমার ভাই এর রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ’ – রক্তে রাঙ্গানো সেই ফেব্রুয়ারি মাস- ভাষা আন্দোলনের মাস আজ শুরু থেকে শুরু হয়ে গেল। এ দিন থেকে বাঙ্গালী জাতি পুরা মাসজুড়ে ভাষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন তাদের নানা কর্মসূচির মাধ্যমে ভালোবাসা জানাবেন।

অচিনপুর.কম/এমএ

Post navigation

26 thoughts on “জাতীয় কবিতা উৎসব আজ শুরু

  1. Hey would you mind sharing which blog platform you’re working with? I’m looking to start my own blog soon but I’m having a hard time deciding between BlogEngine/Wordpress/B2evolution and Drupal. The reason I ask is because your design and style seems different then most blogs and I’m looking for something completely unique. P.S Sorry for being off-topic but I had to ask!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *