মেঘনায় ঢল 

– হুমায়ুন কবির শোন্ মা আমিনা, রেখে দে রে কাজ ত্বরা করে মাঠে চল,এল মেঘনায় জোয়ারের বেলা এখনি নামিবে ঢল।নদীর কিনার ঘন ঘাসে ভরামাঠ থেকে গরু নিয়ে আয় ত্বরাকরিস না দেরি–আসিয়া পড়িবে সহসা অথই জলমাঠ থেকে গরু নিয়ে আয় ত্বরা…