এখানে আমি আগন্তুক

কবিতা: এখানে আমি আগন্তুক পথ চলতে ছিলাম ভালোইমনে হয়েছিল এই শহরটাএই রাজপথ অলিগলিএই রমনা পার্ক, বটের মূল, শিল্পকলাএই বসন্ত, বাসন্তি রংসবি আমার চেনাজানা নিজের… এই কোকিল ডাকা ভোর, ময়ূরকণ্ঠী গাননীল আকাশ, মাদুরপাতা জোছনা রাতমুগ্ধেশরীর মুগ্ধতা, আকুতি-মিনতি করাশাপলা মোলায়েম শাপলা কলির…