– হাসন রাজা নিশা লাগিল রে, নিশা লাগিল রে,বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে।হাসন রাজার পিয়ারীর প্রেমে মজিল রে।।ছটফট করে হাসন রাজা দেখিয়া চাঁন মুখহাসন জানের মুখ দেখিয়া জন্মের গেল দুখ।।হাসন জানের রূপটা দেখি ফালদি ফালদি উঠেচিড়া বাড়া হাসন রাজার…
Tag: হাসন রাজা
হাসন রাজা
দেওয়ান অহিদুর রাজা চৌধুরী বা দেওয়ান হাসন রাজা চৌধুরী (ছদ্মনাম) (২১ ডিসেম্বর ১৮৫৪ – ৬ ডিসেম্বর ১৯২২;৭ পৌষ ১২৬১ – ২২ অগ্রহায়ণ ১৩২৯ বঙ্গাব্দ) ছিলেন বাংলাদেশের একজন মরমী কবি এবং বাউল শিল্পী। তার প্রকৃত নাম ছিল অহিদুর রাজা সিলেটিরা রাজা শব্দটিকে রেজা বা রজা বলেন বা লিখেন তাই উনাদের নামে রেজা বা রজা লিখা ছিল তবে আসলে শব্দটি রাজা হবে । আসল শব্দ বা নামটি হলো অহিদুর রাজা কিন্তু তিনি হাসন রাজা নামেই সুপরিচিত ছিলেন । মরমী সাধনা বাংলাদেশে দর্শনচেতনার সাথে সঙ্গীতের এক অসামান্য সংযোগ ঘটিয়েছে। অধিকাংশ বিশেষজ্ঞের মতে লালন শাহ্ এর প্রধান পথিকৃৎ। এর পাশাপাশি নাম করতে হয় ইবরাহীম তশ্না দুদ্দু শাহ্, পাঞ্জ শাহ্, পাগলা কানাই, রাধারমণ দত্ত, আরকুম শাহ্, শিতালং শাহ, জালাল খাঁ এবং আরো অনেকে। তবে দর্শনচেতনার নিরিখে লালনের পর যে বৈশিষ্ট্যপূর্ণ নামটি আসে, তা হাসন রাজার।
জীবনী
জন্ম ও বংশপরিচয়
হাছন রাজার পূর্বপুরুষেরা হিন্দু ছিলেন। তাদেরই একজন বীরেন্দ্রচন্দ্র সিংহদেব মতান্তরে বাবু রায় চৌধুরী ইসলাম ধর্ম গ্রহণ করেন।হাছন রাজার পুর্বপুরুষের অধিবাস ছিল অয্যোধ্যায়। সিলেটে আসার আগে তারা দক্ষিণবঙ্গের যশোর জেলার কাগদি নামক গ্রামের অধিবাসী ছিলেন। ষোড়শ শতাব্দীর শেষের দিকে সিলেট জেলার বিশ্বনাথ থানার কোণাউরা গ্রামে তার পূর্ব পুরুষ বিজয় সিংহ বসতি শুরু করেন, পরে কোন একসময় বিজয় সিংহ কোণাউরা গ্রাম ত্যাগ করে একই এলাকায় নতুন আরেকটি গ্রামের গোড়াপত্তন করেন এবং তার বংশের আদি পুরুষ রামচন্দ্র সিংহদেবের নামের প্রথমাংশ “রাম” যোগ করে নামকরণ করেন রামপাশা।
মৃত্যু
হাছন রাজা ৭ই ডিসেম্বর ১৯২২ সালে মৃত্যুবরণ করেন। সুনামগঞ্জ পৌর এলাকাধীণ গাজীর দরগা নামক পারিবারিক কবরস্থানে রয়েছে তার সমাধি।
চলচ্চিত্র
- হাসন রাজার জীবনের উপর ভিত্তিকৃত প্রথম চলচ্চিত্র ‘হাসন রাজা‘ ২০০২ সালে মুক্তি পায়। এটির পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম এবং প্রযোজনা করেন এই চলচ্চিত্রের মূখ্য অভিনেতা হেলাল খান। এতে আরো অভিনয় করেছেন ববিতা, সিমলা, অমল বোস প্রমূখ।
- হাসন রাজার জীবনের উপর ভিত্তিকৃত দ্বিতীয় চলচ্চিত্র ‘হাসন রাজা” ২০১৭ সালে মুক্তি পায়। বাংলাদেশ – ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এ চলচ্চিত্রের পরিচালনা করেন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক রুহুল আমিন। এতে অভিনয় করেন ভারতীয় অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং অভিনেত্রী রাইমা সেন।
রচনাবলী
- হাসন উদাস – দেওয়ান হাছনরাজা কর্তৃক সংকলিত
- শৌখিন বাহার
- হাছন বাহার
সোনা বন্ধে আমারে
– হাসন রাজা সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলোসোনা বন্ধে আমারে পাগল করিল।আরে না জানি কি মন্ত্র করি জাদু করিল।।রূপের ঝলক দেখিয়া তার আমি হইলাম কানাসেই অবধি লাগল আমার শ্যাম পিরিতির টানা।।হাসন রাজা হইল পাগল লোকের হইল জানানাচে নাচে পালায় পালায়…
লোকে বলে বলেরে
– হাসন রাজা লোকে বলে বলেরেঘর-বাড়ি ভালা নাই আমারকি ঘর বানাইমু আমি শূণ্যেরও মাঝার।।ভালা কইরা ঘর বানাইয়াকয়দিন থাকমু আরআয়না দিয়া চাইয়া দেখিপাকনা চুল আমার।।এ ভাবিয়া হাসন রাজাঘর-দুয়ার না বান্ধেকোথায় নিয়া রাখব আল্লায়তাই ভাবিয়া কান্দে।।জানত যদি হাসন রাজাবাঁচব কতদিনবানাইত দালান-কোঠাকরিয়া রঙিন।।
এগো মইলা
– হাসন রাজা এগো মইলা, তোমার লাগিয়ে হাছন রাজা বাউলা।ভাবতে ভাবতে হাছন রাজা হইল এমন আউলা।।দিনে রাইতে উঠে মনে, প্রেমানলের শওলা।আর কত সহিব প্রাণে, তুই বন্ধের জ্বালা।।সোনার রং অঙ্গ আমার, হইয়াছে রে কালা।অন্তরে বাহিরে আমার জ্বলিয়ে রহিল কয়লা।।লোকে বলে হাছন…
রঙ্গিয়া রঙ্গে আমি
– হাসন রাজা রঙ্গিয়া রঙ্গে আমি মজিয়াছি রে।মজিয়াছি রে, আমি ডুবিয়াছি রে।।আরশি পড়শী যাই চল, যাইমু বন্ধের সনে রে।কিবা ক্ষণে গিয়াছিলাম সুরমা নদীর গাঙ্গে।বন্ধে মোরে ভুলাইলো, রঙ্গে আর ঢঙ্গে রে।।হাটিয়া যাইতে খসিয়া যায় বন্ধে অঙ্গে, অঙ্গে।ধনকড়ি তোর কিছু চায় না,…
পিরীত করিয়ে পিরীত
-হাসন রাজা পিরীত করিয়ে, পিরীত করিয়ে মোর মন উদাসী।প্রাণ গেল প্রাণ গেল, বন্ধুরে ভালবাসি।।কথা কয় প্রাণ বন্ধে, যখন হাসি হাসি।দেখিয়ে তাঁর রূপের বাহার, আইসে মোর বেহুশী।।পিরীত আজব চিজ্ জগতের প্রধান।।পিরীত কর প্রেমিকেরা, ছাড়িয়ে কুল মান।পিরীত রত্ন কর যত্ন, পিরীতি জানিয়া…
আমি না লইলাম
– হাসন রাজা আমি না লইলাম আল্লাজির নাম।না কইলাম তার কাম।বৃথা কাজে হাছন রাজায় দিন গুয়াইলাম।।ভবের কাজে মত্ত হইয়া দিন গেল গইয়া।আপন কার্য না করিলাম, রহিলাম ভুলিয়া।।নাম লইব নাম লইব করিয়া আয়ু হইল শেষ।এখনও না করিলাম প্রাণ বন্ধের উদ্দেশ।।আশয় বিষয়…