__সৈয়দ শামসুল হক উঠানের সেই দিকে আন্ধারের ইয়া লম্বা লাশ,শিমের মাচার নিচে জোছনার সাপের ছলম,পরীরা সন্ধান করে যুবতীর ফুলের কলম,তারার ভিতরে এক ধুনকার ধুনায় কাপাশ,আকাশে দোলায় কার বিবাহের রুপার বাসন,গাবের বাবরি চুল আলখেল্লা পরা বয়াতির,গাভির ওলান দিয়া ক্ষীণ ধারে পড়তাছে…
Tag: সৈয়দ শামসুল হক
সৈয়দ শামসুল হক
জন্ম তারিখ | ২৭ ডিসেম্বর ১৯৩৫ |
---|---|
জন্মস্থান | কুড়িগ্রাম, বাংলাদেশ |
মৃত্যু | ২৭ সেপ্টেম্বর ২০১৬ |
পরানের গহীর ভিতর-১১
__সৈয়দ শামসুল হক কি আছে তোমার দ্যাশে? নদী আছে? আছে নাকি ঘর?ঘরের ভিতরে আছে পরানের নিকটে যে থাকে?উত্তর সিথানে গাছ, সেই গাছে পাখির কোটরআছে নাকি? পাখিরা কি মানুষের গলা নিয়া ডাকে?যখন তোমার দ্যাখা জানা নাই পাবো কি পাবো না,যখন গাছের…
পরানের গহীন ভিতর-১০
__সৈয়দ শামসুল হক কে য্যান কানতে আছে- তার শব্দ পাওয়া যায় কানে,নদীও শুকায়া যায়, আকালের বাতাস ফোঁপায়,মানুষেরা বাড়িঘর বানায় না আর এই খানে,গোক্ষুর লতায়া ওঠে যুবতীর চুলের খোঁপায়।বুকের ভিতর থিকা লাফ দিয়া ওঠে যে চিক্কুর,আমি তার সাথে দেই শিমুলের ফুলের…
পরানের গহীন ভিতর-৯
__সৈয়দ শামসুল হক একবার চাই এক চিক্কুর দিবার, দিমু তয়?জিগাই কিসের সুখে দুঃখ নিয়া তুমি কর ঘর?আঙিনার পাড়ে ফুলগাছ দিলে কি সোন্দর হয়,দুঃখের কুসুম ঘিরা থাকে যার, জীয়ন্তে কবর।পাথারে বৃক্ষের তরে ঘন ছায়া জুড়ায় পরান,গাঙের ভিতরে মাছ সারাদিন সাঁতরায় সুখে,বাসরের…
পরানের গহীন ভিতর-৮
__সৈয়দ শামসুল হক আমারে তলব দিও দ্যাখো যদি দুঃখের কাফনতোমারে পিন্ধায়া কেউ অন্যখানে যাইবার চায়মানুষ কি জানে ক্যান মোচড়ায় মানুষের মন,অহেতুক দুঃখ দিয়া কেউ ক্যান এত সুখ পায়?নদীরে জীবন কই, সেই নদী জল্লাদের মতোক্যান শস্য বাড়িঘর জননীর শিশুরে ডুবায়?যে তারে…
পরানের গহীন ভিতর-৭
__সৈয়দ শামসুল হক নদীর কিনারে গিয়া দেখি নাও নিয়া গ্যাছে কেউঅথচ এই তো বান্ধা আছিল সে বিকাল বেলায়।আমার অস্থির করে বুঝি না কে এমন খেলায়,আমার বেবাক নিয়া শান্তি নাই, পাচে পাছে ফেউ।পানির ভিতরে য্যান ঘুন্নি দিয়া খিলখিল হাসেযত চোর যুবতীরা,…
পরানের গহীন ভিতর-৬
__সৈয়দ শামসুল হক তোমার খামাচির দাগ এখনো কি টকটাকা লাল,এখনো জ্বলন তার চোৎরার পাতার লাহান।শয়তান, দ্যাখো না করছ কি তুমি কি সোন্দর গাল,না হয় দুপুর বেলা একবার দিছিলাম টান?না হয় উঠানে ছিল লোকজন কামের মানুষ,চুলায় আছিল ভাত, পোলাপান পিছের বাগানে,তোমারে…
পরানের গহীন ভিতর-৫
__সৈয়দ শামসুল হক তোমার দ্যাশের দিকে ইস্টিশানে গেলেই তো গাড়িসকাল বিকাল আসে, এক দন্ড খাড়ায়া চম্পট,কত লোক কত কামে দূরে যায়, ফিরা আসে বাড়ি-আমার আসন নাই, যাওনেরও দারুন সংকট।আসুম? আসার মতো আমি কোনো ঘর দেখি নাই।যামু যে? কোথায় যামু, বদলায়া…
পরানের গহীন ভিতর-৪
__সৈয়দ শামসুল হক আমি কার কাছে গিয়া জিগামু সে দুঃখ দ্যায় ক্যান,ক্যান এত তপ্ত কথা কয়, ক্যান পাশ ফিরা শোয়,ঘরের বিছান নিয়া ক্যান অন্য ধানখ্যাত রোয়?অথচ বিয়ার আগে আমি তার আছিলাম ধ্যান।আছিলাম ঘুমের ভিতরে তার য্যান জলপিপি,বাঁশির লহরে ডোবা পরানের…
পরানের গহীন ভিতর-৩
__সৈয়দ শামসুল হক সে কোন বাটিতে কও দিয়াছিলা এমন চুমুকনীল হয়া গ্যাছে ঠোঁট, হাত পাও শরীল অবশ,অথচ চাও না তুমি এই ব্যাধি কখনো সারুক।আমার জানতে সাধ, ছিল কোন পাতার সে রস?সে পাতা পানের পাতা মানুষের হিয়ার আকার?নাকি সে আমের পাতা…
পরানের গহীন ভিতর-২
__সৈয়দ শামসুল হক আন্ধার তোরঙ্গে তুমি সারাদিন কর কি তালাশ?মেঘের ভিতর তুমি দ্যাখ কোন পাখির চক্কর?এমন সরল পথ তবু ক্যান পাথরে টক্কর?সোনার সংসার থুয়া পাথারের পরে কর বাস?কি কামে তোমার মন লাগে না এ বাণিজ্যের হাটে?তোমার সাক্ষাৎ পাই যেইখানে দারুণ…
পরানের গহীর ভিতর-১
__সৈয়দ শামসুল হক জামার ভিতর থিকা যাদুমন্ত্রে বারায় ডাহুক,চুলের ভিতর থিকা আকবর বাদশার মোহর,মানুষ বেকুব চুপ,হাটবারে সকলে দেখুককেমন মোচড় দিয়া টাকা নিয়া যায় বাজিকর ৷চক্ষের ভিতর থিকা সোহাগের পাখিরে উড়াও,বুকের ভিতর থিকা পিরীতের পূর্ণিমার চান,নিজেই তাজ্জব তুমি – একদিকে যাইবার…
আমি একটুখানি দাঁড়াব
__সৈয়দ শামসুল হক আমি একটুখানি দাঁড়াব এবং দাঁড়িয়ে চলে যাব;শুধু একটু থেমেই আমি আবার এগিয়ে যাব;না, আমি থেকে যেতে আসিনি;এ আমার গন্তব্য নয়;আমি এই একটুখানি দাঁড়িয়েইএখান থেকেচলে যাব।আমি চলে যাবতোমাদের এই শহরের ভেতর দিয়ে খুব তাড়াতাড়িএর মার্চপাস্টের যে সমীকরণএবং এর…
এখন মধ্যরাত
__সৈয়দ শামসুল হক এখন মধ্যরাত।তখন দুপুরে রাজপথে ছিলো মানুষের পদপাত।মিছিলে মিছিলে টলমল ছিলো সারাদিন রাজধানী।এখন কেবল জননকূল ছল বুড়িগঙ্গার পানিশান্ত নীরবনিদ্রিত সব।ওই একজন জানালায় রাখে তার বিনিদ্র হাতছিলো একদিন তারউজ্জ্বল দিন, ছিলো যৌবন ছিলো বহু চাইবার।সারা রাত চষে ফিরেছে শহর…
তুমিই শুধু তুমি
__সৈয়দ শামসুল হক তোমার দেহে লতিয়ে ওঠা ঘন সবুজ শাড়ি।কপালে ওই টকটকে লাল টিপ।আমি কি আর তোমাকে ছেড়েকোথাও যেতে পারি?তুমি আমার পতাকা, আমার কৃষির বদ্বীপ। বুকে তোমার দুধের নদী সংখ্যা তেরো শত।পাহাড় থেকে সমতলে যে নামি− নতুন চরের মতো তোমার…
তোমাকে অভিবাদন, বাংলাদেশ
__সৈয়দ শামসুল হক তোমাকে অভিবাদন, বাংলাদেশ,তুমি ফিরে এসেছ তোমার মানচিত্রের ভেতরেযার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তেরো শো নদীর ধারা ;তোমাকে অভিবাদন, বাংলাদেশ,তুমি ফিরে এসেছ তোমার করতলে পাঙরাটির বুকেযার ডানা এখন রক্ত আর অশ্রুতে ভেজা ;তোমাকে অভিবাদন, বাংলাদেশ,তুমি ফিরে এসেছ তোমার…
কিছু শব্দ উড়ে যায়
– সৈয়দ শামসুল হক কিছু শব্দ উড়ে যায়, কিছু শব্দ ডানা মুড়ে থাকে,তরল পারার মতো কিছু শব্দ গলে পড়ে যায়।এমন সে কোন শব্দ নক্ষত্রের মতো ফুটে থাকে_তুমি কি দেখেছো তাকে হৃদয়েশ্বরের আয়নায়?দ্যাখোনি যখন কালো অন্ধকার উঠে আসে_ গ্রাসে।যখন সৌজন্য যায়…
একেই বুঝি মানুষ বলে
__সৈয়দ শামসুল হক নষ্ট জলে পা ধুয়েছো এখন উপায় কি?আচ্ছাদিত বুকের বোঁটা চুমোয় কেটেছি।কথার কোলে ইচ্ছেগুলো বাৎসায়নের রতি,মানে এবং অন্য মানে দুটোই জেনেছি।নষ্ট জলে ধুইয়ে দেবে কখন আমার গা,তোমার দিকে হাঁটবে কখন আমার দুটো পা?সেই দিকে মন পড়েই আছে, দিন…
আমার পরিচয়
__সৈয়দ শামসুল হক আমি জন্মেছি বাংলায়আমি বাংলায় কথা বলি।আমি বাংলার আলপথ দিয়ে, হাজার বছর চলি।চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে।তেরশত নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে ? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকেআমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর…
একুশের কবিতা
– সৈয়দ শামসুল হক সভ্যতার মণিবন্ধে সময়ের ঘড়িশিশুর জন্ম থেকে জরাদেহ ক্ষীণশ্বাস মানবের অবলুপ্তির সীমারেখায়বলে গেল সেই কথা। সেই কথা বলে গেল অনর্গল– তপ্তশ্বাস হাহুতাশ পাতাঝরা বিদীর্ণ বৈশাখীর জ্বালাকর দিগন্তেআষাঢ়ের পুঞ্জীভূত কালো মেঘ আসবেই ঠিক।সাগরের লোনাজলে স্নিগ্ধ মাটীর দ্বীপশ্যামলী স্বপ্নের…
আমি একটুখানি দাঁড়াব
সৈয়দ শামসুল হক আমি একটুখানি দাঁড়াবআমি একটুখানি দাঁড়াব এবং দাঁড়িয়ে চলে যাব;শুধু একটু থেমেই আমি আবার এগিয়ে যাব;না, আমি থেকে যেতে আসিনি;এ আমার গন্তব্য নয়;আমি এই একটুখানি দাঁড়িয়েইএখান থেকেচলে যাব।আমি চলে যাবতোমাদের এই শহরের ভেতর দিয়ে খুব তাড়াতাড়িএর মার্চপাস্টের যে…