আজব লড়াই

__সুকান্ত ভট্টাচার্য ফেব্রুয়ারী মাসে ভাই, কলকাতা শহরেঘটল ঘটনা এক, লম্বা সে বহরে!লড়াই লড়াই খেলা শুরু হল আমাদের,কেউ রইল না ঘরে রামাদের শ্যামাদের;রাস্তার কোণে কোণে জড়ো হল সকলে,তফাৎ রইল নাকো আসলে ও নকলে,শুধু শুনি ‘ধর’ ‘ধর’ ‘মার’ ‘মার’ শব্দযেন খাঁটি যুদ্ধ…

অবৈধ

__সুকান্ত ভট্টাচার্য আজ মনে হয় বসন্ত আমার জীবনে এসেছিলউত্তর মহাসাগরের কূলেআমার স্বপ্নের ফুলেতারা কথা কয়েছিলঅস্পষ্ট পুরনো ভাষায়অস্ফুট স্বপ্নের ফুলঅসহ্য সূর্যের তাপেঅনিবার্য ঝরেছিলমরেছিল নিষ্ঠুর প্রগল্‌ভ হতাশায়। হঠাৎ চমকে ওঠে হাওয়াসেদিন আর নেই-নেই আর সূর্য-বিকিরণআমার জীবনে তাই ব্যর্থ হল বাসন্তীমরণ!শুনি নি স্বপ্নের…

আগামী

__সুকান্ত ভট্টাচার্য জড় নই, মৃত নই, নই অন্ধকারের খনিজ,আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ;মাটিতে লালিত ভীরু, শুদু আজ আকাশের ডাকেমেলেছি সন্দিগ্ধ চোখ, স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে।যদিও নগণ্য আমি, তুচ্ছ বটবৃক্ষের সমাজেতবু ক্ষুদ্র এ শরীরে গোপনে মর্মরধ্বনি বাজে,বিদীর্ণ করেছি…

পঁচিশে বৈশাখের উদ্দেশে

__সুকান্ত ভট্টাচার্য আমার প্রার্থনা শোনো পঁচিশে বৈশাখ,আর একবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথের।হাতাশায় স্তব্ধ বাক্য; ভাষা চাই আমরা নির্বাক,পাঠাব মৈত্রীর বাণী সারা পৃথিবীকে জানি ফের।রবীন্দ্রনাথের কণ্ঠে আমাদের ভাষা যাবে শোনাভেঙে যাবে রুদ্ধশ্বাস নিরুদ্যম সুদীর্ঘ মৌনতা,আমাদের দুঃখসুখে ব্যক্ত হবে প্রত্যেক রচনা।পীড়নের প্রতিবাদে…

চিরদিনের

__সুকান্ত ভট্টাচার্য এখানে বৃষ্টিমুখর লাজুক গাঁয়েএসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা,সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়েপথ নেই, তবু এখানে যে পথ হাঁটা। জোড়া দীঘি, তার পাড়েতে তালের সারিদূরে বাঁশঝাড়ে আত্মদানের সাড়া,পচা জল আর মশায় অহংকারীনীরব এখানে অমর কিষাণপাড়া। এ গ্রামের…

মনিপুর

__সুকান্ত ভট্টাচার্য এ আকাশ, এ দিগন্ত, এই মাঠ, স্বপ্নের সবুজ ছোঁয়া মাটি,সহস্র বছর ধ’রে এসে আমি জানি পরিপাটি,জানি এ আমার দেশ অজস্র ঐতিহ্য দিয়ে ঘেরা,এখানে আমার রক্তে বেঁচে আছে পূর্বপুরুষেরা।যদিও দলিত দেশ, তবু মুক্তি কথা কয় কানে,যুগ যুগ আমরা যে…

প্রিয়তমাসু

__সুকান্ত ভট্টাচার্য সীমান্তে আজ আমি প্রহরী।অনেক রক্তাক্ত পথ অতিক্রম ক’রেআজ এখানে এসে থমকে দাড়িয়েছি-স্বদেশের সীমানায়। ধূসর তিউনিসিয়া থেকে স্নিগ্ধ ইতালী,স্নিগ্ধ ইতালী থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সেনক্ষত্রনিয়ন্ত্রিত নিয়তির মতোদুর্নিবার, অপরাহত রাইফেল হাতে;– ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও। আজ দেহে আমার সৈনিকের কড়া…

মুক্ত বীরদের প্রতি

__সুকান্ত ভট্টাচার্য তোমরা এসেছ, বিপ্লবী বীর! অবাক অভ্যুদয়।যদিও রক্ত ছড়িয়ে রয়েছে সারা কলকাতাময়।তবু দেখ আজ রক্তে রক্তে সাড়া-আমরা এসেছি উদ্দাম ভয়হারা।আমরা এসেছি চারিদিক থেকে, ভুলতে কখনো পারি!একসূত্রে যে বাঁধা হয়ে গেছে কবে কোন্ যুগে নাড়ী।আমরা যে বারে বারেতোমাদের কথা পৌঁছে…

দিনবদলের পালা

__সুকান্ত ভট্টাচার্য আর এক যুদ্ধ শেষ,পৃথিবীতে তবু কিছু জিজ্ঞাসা উন্মুখ।উদ্দাম ঢাকের শব্দেসে প্রশ্নের উত্তর কোথায়?বিজয়ী বিশ্বের চোখ মুদে আসে,নামে এক ক্লান্তির জড়তা।রক্তাক্ত প্রান্তর তার অদৃশ্য দুহাতেনাড়া দেয় পৃথিবীকে,সে প্রশ্নের উত্তর কোথায়?তুষারখচিত মাঠে,ট্রেঞ্চে, শূন্যে, অরণ্যে, পর্বতেঅস্থির বাতাস ঘোরে দুর্বোধ্য ধাঁধায়,ভাঙা কামানের…

জনতার মুখে ফোটে বিদ্যুৎবাণী

__সুকান্ত ভট্টাচার্য কত যুগ, কত বর্ষান্তের শেষেজনতার মুখে ফোটে বিদ্যুৎবাণী;আকাশে মেঘের তাড়াহুড়ো দিকে দিকেবজ্রের কানাকানি।সহসা ঘুমের তল্লাট ছেড়েশান্তি পালাল আজ।দিন ও রাত্রি হল অস্থিরকাজ, আর শুধু কাজ!জনসিংহের ক্ষুদ্ধ নখরহয়েছে তীক্ষ্ণ, হয়েছে প্রখরওঠে তার গর্জন-প্রতিশোধ, প্রতিশোধ! হাজার হাজার শহীদ ও বীরস্বপ্নে…

অভিবাদন

__সুকান্ত ভট্টাচার্য হে সাথী, আজকে স্বপ্নের দিন গোনাব্যর্থ নয় তো, বিপুল সম্ভাবনাদিকে দিকে উদ্‌যাপন করছে লগ্ন,পৃথিবী সূর্য-তপস্যাতেই মগ্ন। আজকে সামনে নিরুচ্চারিত প্রশ্ন,মনের কোমল মহল ঘিরে কবোষ্ণক্রমশ পুষ্ট মিলিত উন্মাদনা,ক্রমশ সফল স্বপ্নের দিন গোনা। স্বপ্নের বীজ বপন করেছি সদ্য,বিদ্যুৎবেগে ফসল সংঘবদ্ধ!হে…

ছাড়পত্র

– সুকান্ত ভট্টাচার্য নগরে ও গ্রামে জমেছে ভিড়ভগ্ননীড়,-ক্ষুদিত জনতা আজ নিবিড়।সমুদ্রে জাগে না বাড়বানল,কী উচ্ছল,তীরসন্ধানী ব্যাকুল জল।কখনো হিংস্র নিবিড় শোকে;দাঁতে ও নখে-জাগে প্রতিজ্ঞা অন্ধ চোখে।তবু সমুদ্র সীমানা রাখে,দুর্বিপাকেদিগন্তব্যাপী প্লাবন ঢাকে।আসন্ন ঝড়ো অরণ্যময়যে বিস্ময়ছড়াবে, তার কি অযথা ক্ষয়?দেশে ও বিদেশে লাগে…

বিদ্রোহের গান

__সুকান্ত ভট্টাচার্য বেজে উঠল কি সময়ের ঘড়ি?এসো তবে আজ বিদ্রোহ করি,আমরা সবাই যে যার প্রহরীউঠুক ডাক। উঠুক তুফান মাটিতে পাহাড়েজ্বলুক আগুন গরিবের হাড়েকোটি করাঘাত পৌঁছোক দ্বারেভীরুরা থাক। মানবো না বাধা, মানবো না ক্ষতি,চোখে যুদ্ধের দৃঢ় সম্মতিরুখবে কে আর এ অগ্রগতি,সাধ্য…

বিক্ষোভ

__সুকান্ত ভট্টাচার্য দৃঢ় সত্যের দিতে হবে খাঁটি দাম,হে স্বদেশ, ফের সেই কথা জানলাম।জানে না তো কেউ পৃথিবী উঠছে কেঁপেধরেছে মিথ্যা সত্যের টুঁটি চেপে,কখনো কেউ কি ভূমিকম্পের আগেহাতে শাঁখ নেয়, হঠাৎ সবাই জাগে?যারা আজ এত মিথ্যার দায়ভাগী,আজকে তাদের ঘৃণার কামান দাগি।ইতিহাস,…

হে মহাজীবন

– সুকান্ত ভট্টাচার্য হে মহাজীবন, আর এ কাব্য নয়এবার কঠিন, কঠোর গদ্যে আনো,পদ-লালিত্য-ঝঙ্কার মুছে যাকগদ্যের কড়া হাতুড়িকে আজ হানো!প্রয়োজন নেই, কবিতার স্নিগ্ধতা-কবিতা তোমায় দিলাম আজকে ছুটি,ক্ষুধার রাজ্যে পৃথিবী-গদ্যময়ঃপূর্ণিমা-চাঁদ যেন ঝল্‌সানো রুটি।।

আঠারো বছর বয়স

– সুকান্ত ভট্টাচার্য আঠারো বছর বয়স কী দুঃসহর্স্পধায় নেয় মাথা তোলবার ঝুঁকি,আঠারো বছর বয়সেই অহরহবিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি। আঠারো বছর বয়সের নেই ভয়পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা,এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়-আঠারো বছর বয়স জানে না কাঁদা। এ বয়স…

এই নবান্নে

__সুকান্ত ভট্টাচার্য এই হেমন্তে কাটা হবে ধান,আবার শূন্য গোলায় ডাকবে ফসলের বান-পৌষপার্বণে প্রাণ-কোলাহলে ভরবে গ্রামের নীরব শ্মশান।তবুও এ হাতে কাস্তে তুলতে কান্না ঘনায়ঃহালকা হাওয়ায় বিগত স্মৃতিকে ভুলে থাকা দায়;গত হেমন্তে মরে গেছে ভাই, ছেড়ে গেছে বোন,পথে-প্রান্তরে খামারে মরেছে যত পরিজন;নিজের…

কৃষকের গান

__সুকান্ত ভট্টাচার্য এ বন্ধ্যা মাটির বুক চিরেএইবার ফলাব ফসল-আমার এ বলিষ্ঠ বাহুতেআজ তার নির্জন বোধন।এ মাটির গর্ভে আজ আমিদেখেছি আসন্ন জন্মেরাক্রমশ সুপুষ্ট ইঙ্গিতেঃদুর্ভিরে অন্তিম কবর।আমার প্রতিজ্ঞা শুনেছ কি?(গোপন একান্ত এক পণ)এ মাটিতে জন্ম দেব আমিঅগণিত পল্টন-ফসল।ঘনায় ভাঙন দুই চোখেধ্বংসস্রোত জনতা…

শত্রু এক

__সুকান্ত ভট্টাচার্য এদেশ বিপন্ন আজ; জানি আজ নিরন্ন জীবন-মৃত্যুরা প্রত্যহ সঙ্গী, নিয়ত শত্রুর আক্রমণরক্তের আল্পনা আঁকে, কানে বাজে আর্তনাদ সুর;তবুও সুদৃঢ় আমি, আমি এক ক্ষুধিত মজুরআমার সম্মুখে আজ এক শত্রুঃ এক লাল পথ,শত্রুর আঘাত আর বুভুক্ষায় উদ্দীপ্ত শপথ।কঠিন প্রতিজ্ঞা-স্তব্ধ আমাদের…

চিল

__সুকান্ত ভট্টাচার্য পথ চলতে চলতে হঠাৎ দেখলামঃফুটপাতে এক মরা চিল! চমকে উঠলাম ওর করুণ বীভৎস মূর্তি দেখে।অনেক উঁচু থেকে যে এই পৃথিবীটাকে দেখেছেলুণ্ঠনের অবাধ উপনিবেশ;যার শ্যেন দৃষ্টিতে কেবল ছিলতীব্র লোভ আর ছোঁ মারার দস্যু প্রবৃত্তি-তাকে দেখলাম, ফুটপাতে মুখ গুঁজে প’ড়ে।গম্বুজশিখরে…

দেশলাই কাঠি

__সুকান্ত ভট্টাচার্য আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠিএত নগণ্য, হয়তো চোখেও পড়ি নাঃতবু জেনোমুখে আমার উসখুস করছে বারুদ-বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস;আমি একটা দেশলাইয়ের কাঠি। মনে আছে সেদিন হুলস্থূল বেধেছিল?ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন-আমাকে অবজ্ঞাভরে না-নিভিয়ে ছুঁড়ে ফেলায়!কত ঘরকে দিয়েছি…

সিগারেট

__সুকান্ত ভট্টাচার্য আমরা সিগারেট।তোমরা আমাদের বাঁচতে দাও না কেন?আমাদের কেন নিঃশেষ করো পুড়িয়ে?কেন এত স্বল্প-স্থায়ী আমাদের আয়ু?মানবতার কোন্ দোহাই তোমরা পাড়বে?আমাদের দাম বড় কম এই পৃথিবীতে।তাই কি তোমরা আমাদের শোষণ করো?বিলাসের সামগ্রী হিসাবে ফেলো পুড়িয়ে?তোমাদের শোষণের টানে আমরা ছাই হই:তোমরা…

কাশ্মীর

__সুকান্ত ভট্টাচার্য সেই বিশ্রী দম-আটকানো কুয়াশা আর নেইনেই সেই একটানা তুষার-বৃষ্টি,হঠাৎ জেগে উঠেছে-সূর্যের ছোঁয়ায় চমকে উঠেছে ভূস্বর্গ।দুহাতে তুষারের পর্দা সরিয়ে ফেলেমুঠো মুঠো হলদে পাতাকে দিয়েছে উড়িয়ে,ডেকেছে রৌদ্রকে,ডেকেছে তুষার-উড়িয়ে-নেওয়া বৈশাখী ঝড়কে,পৃথিবীর নন্দন-কানন কাশ্মীর। কাশ্মীরের সুন্দর মুখ কঠোর হলপ্রচণ্ড সূর্যের উত্তাপে।গলে গলে…

লেনিন

__সুকান্ত ভট্টাচার্য লেনিন ভেঙেছে রুশে জনস্রোতে অন্যায়ের বাঁধ,অন্যায়ের মুখোমুখি লেনিন প্রথম প্রতিবাদ।আজকেও রুশিয়ার গ্রামে ও নগরেহাজার লেনিন যুদ্ধ করে,মুক্তির সীমান্ত ঘিরে বিস্তীর্ণ প্রান্তরে।বিদ্যুৎ-ইশারা চোখে, আজকেও অযুত লেনিনক্রমশ সংক্ষিপ্ত করে বিশ্বব্যাপী প্রতীক্ষিত দিন,বিপর্যস্ত ধনতন্ত্র, কণ্ঠরুদ্ধ, বুকে আর্তনাদ;– আসে শত্রুজয়ের সংবাদ। সযত্ন…

আগ্নেয়গিরি

__সুকান্ত ভট্টাচার্য কখনো হঠাৎ মনে হয়ঃআমি এক আগ্নেয় পাহাড়।শান্তির ছায়া-নিবিড় গুহায় নিদ্রিত সিংহের মতোচোখে আমার বহু দিনের তন্দ্রা।এক বিস্ফোরণ থেকে আর এক বিস্ফোরণের মাঝখানেআমাকে তোমরা বিদ্রূপে বিদ্ধ করেছ বারংবারআমি পাথরঃ আমি তা সহ্য করেছি। মুখে আমার মৃদু হাসি,বুকে আমার পুঞ্জীভূত…

কলম

 __সুকান্ত ভট্টাচার্য কলম, তুমি কত না যুগ কত না কাল ধ’রেঅক্ষরে অক্ষরেগিয়েছ শুধু ক্লান্তিহীন কাহিনী শুরু ক’রে।কলম, তুমি কাহিনী লেখো, তোমার কাহিনী কিদুঃখে জ্বলে তলোয়ারের মতন ঝিকিমিকি? কলম, তুমি শুধু বারংবার,আনত ক’রে ক্লান্ত ঘাড়গিয়েছ লিখে স্বপ্ন আর পুরনো কত কথা,সাহিত্যের…

একটি মোরগের কাহিনী 

– সুকান্ত ভট্টাচার্য একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেলবিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে,ভাঙা প্যাকিং বাক্সের গাদায়আরো দু’তিনটি মুরগীর সঙ্গে।আশ্রয় যদিও মিলল,উপযুক্ত আহার মিলল না।সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়েগলা ফাটাল সেই মোরগভোর থেকে সন্ধে পর্যন্ত-তবুও সহানুভূতি জানাল না সেই বিরাট শক্ত ইমারত।…

রবীন্দ্রনাথের প্রতি

 __সুকান্ত ভট্টাচার্য এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি,প্রত্যেক নিভৃত ক্ষণে মত্ততা ছড়ায় যথারীতি,এখনো তোমার গানে সহসা উদ্বেল হয়ে উঠি,নির্ভয়ে উপেক্ষা করি জঠরের নিঃশব্দ ভ্রূকুটি;এখনো প্রাণের স্তরে স্তরে,তোমার দানের মাটি সোনার ফসল তুলে ধরে।এখনো স্বগত ভাবাবেগে,মনের গভীর অন্ধকারে তোমার সৃষ্টিরা থাকে…

প্রস্তুত 

__সুকান্ত ভট্টাচার্য কালো মৃত্যুরা ডেকেছে আজকে স্বয়ম্বরায়,নানাদিকে নানা হাতছানি দেখি বিপুল ধরায়।ভীত মন খোঁজে সহজ পন্থা, নিষ্ঠুর চোখ;তাই বিষাক্ত আস্বাদময় এ মর্তলোক,কেবলি এখানে মনের দ্বন্দ্ব আগুন ছড়ায়। অবশেষে ভুল ভেঙেছে, জোয়ার মনের কোণে,তীব্র ভ্রূকুটি হেনেছি কুটিল ফুলের বনে;আভিশাপময় যে সব…

সিঁড়ি

__সুকান্ত ভট্টাচার্য আমরা সিঁড়ি,তোমরা আমাদের মাড়িয়েপ্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও,তারপর ফিরেও তাকাও না পিছনের দিকে;তোমাদের পদধূলিধন্য আমাদের বুকপদাঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় প্রতিদিন। তোমরাও তা জানো,তাই কার্পেটে মুড়ে রাখতে চাও আমাদের বুকের ক্ষতঢেকে রাখতে চাও তোমাদের অত্যাচারের চিহ্নকেআর চেপে রাখতে চাও…

Posts navigation

  • 1
  • 2