গতানুগতিক 

 – সিকান্দার আবু জাফর আমার জবাব পেলাম।তোমার বিরুদ্ধে অভিযোগ করেছি কিনা?না! আমরা যে সমাজের জীবতারই ধারায় তুমি ভাসমান তৃণ।ইতিহাস পরিবর্তনের দিন এলেহৃদয় নিয়ে তুমি খেলবেনা,আমি জানি।

সংগ্রাম চলবেই

– সিকান্দার আবু জাফর জনতার সংগ্রাম চলবেই, আমাদের সংগ্রাম চলবেই। হতমানে অপমানে নয়, সুখ সম্মানেবাঁচবার অধিকার কাড়তেদাস্যের নির্মোক ছাড়তেঅগণিত মানুষের প্রাণপণ যুদ্ধচলবেই চলবেই,আমাদের সংগ্রাম চলবেই। প্রতারণা প্রলোভন প্রলেপেহ’ক না আঁধার নিশ্ছিদ্রআমরা তো সময়ের সারথীনিশিদিন কাটাবো বিনিদ্র। দিয়েছি তো শান্তি আরও…

সংগ্রাম চলবেই

– সিকান্দার আবু জাফর রক্তচোখের আগুন মেখে ঝলসে যাওয়া আমার বছরগুলোআজকে যখন হাতের মুঠোয় কণ্ঠনালীর খুন পিয়াসী ছুরিকাজ কি তবে আগলে রেখে বুকের কাছে কেউটে সাপের ঝাপিআমার হাতেই নিলাম আমার নির্ভরতার চাবিতুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়াতুমি বাংলা ছাড়ো…

মানা

 – সিকান্দার আবু জাফর হাটে-মাঠে-গঞ্জে-ঘাটে সুদূর গাঁয়ের পথেনদীর তীরে, বালুর চরে, সমুদ্র সৈকতেছড়িয়ে আছে জীবন যেন আনন্দে আটখানাতুমিই যে তার ভাগ নেবে না তোমার শুধু মানা।ও-জঙ্গলে দোয়েল নাচে, শালিক ডাকে গাছেঘুঘুর ছানা মিটমিটিয়ে হয়তো চেয়ে আছেবুলবুলিটার লাল টুপিটা দেখার নেশায়…