ছড়া: মূর্তি

সালাম ফারুক সেগুনবাগিচা, ঢাকা। ছড়া: মূর্তি নড়া নয় চড়া নয়, নয় চলা-ফেরা; যা কিছু ঘটে যাক চলবে না জেরা। খেলারামে খেলবে দেখবে না কেউ, ঝড় হবে, তুফানও কত-শত ঢেউ। ঠায় রবে দাঁড়িয়ে যেন ঠিক মূর্তি, হাসবে না একটুও যতো হোক…