সাবিলা রওশন ঢাকা। কবিতা: আছি ভালোবাসার প্রলেপে ভেসে যাবে নীল পদ্ম মেঘে, ঘূর্ণীয়মান কোন অবিচল প্রান্তরে, স্মৃতির কোলাজে আটকে যাবে মুহূর্ত, বিমূর্ত রূপের অবগাহনে মেতে উঠব আবার সহস্র অভিযোগে বিনি সুতোয় বেঁধেছি যাকে, তাকে এতো জলদি হারাতে চাই না, তাই…
Tag: সাবিলা রওশন
বিষণ্ণ
সাবিলা রওশন ঢাকা। (একগুচ্ছ কবিতা) কবিতাঃ বিষন্ন ইচ্ছেরা ইচ্ছেহীন, গলি থেকে রাজপথ, সবই বেনামী চিঠি! হঠাৎ আবির্ভাব অচেনা অজানা দূরত্বের। গুরুত্বের কাছে আজ সবটাই নেকাব, বিশ্বাসের গলায় যেন ফাঁসির আদেশ। রোজ রোজ অপমান গুলো অজুহাতের বায়না ধরে, বিষন্ন বিহঙ্গের মতো…
দূরত্ব টেনেছি
সাবিলা রওশন ঢাকা। কবিতাঃ দূরত্ব টেনেছি এখন দূরত্ব টেনেছি নিজের ভেতর, মলাট বাঁধা ডায়রিতে আবদ্ধ করেছি চঞ্চলতাকে, ভালোবাসা গুলোকে আঁচলে পুরে গিট দিয়েছি চিরতরে, বিশ্বাসকে বলি দিয়েছি হাজার মানুষের ভীড়ে। তুমি চলে গেলে যেদিন, সেদিন থেকে দিন আর রাতের ফারাক…