তুই কি কেবল বন্ধু আমার!

শামসুল বারী উৎপল ঢাকা। কবিতা: তুই কি কেবল বন্ধু আমার! এই তো সেদিন ঘোর লাগা এক বিকেলবেলা লালচে আকাশ, খুব মনে হয় একটু যদি হাতটা ধরে বসতি রে তুই আমার পাশে, বুকের জমাট কষ্ট গুলো এক লহমায় মিলিয়ে যেত তোর…