_ রেদোয়ান মাসুদ ভালোবাসা ( Valobasa ) বলতে মানুষের মনের আবেগ ও অনুভূতিকে বুঝায়। যা দেখা যায় না, ধরাও যায় না কিন্তু অনুভব করা যায়। মানুষ সেই ভালোবাসাকে তার মুখের কথা, চোখের ইশারা, বা তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে প্রকাশ…
Tag: রেদোয়ান মাসুদ
রেদোয়ান মাসুদ
রেদোয়ান মাসুদ (Redwan Masud) বাংলাদেশের একজন জনপ্রিয় কবি ও ঔপন্যাসিক। তার লেখায় প্রেম-ভালোবাসা, দুঃখ-কষ্ট, বিরহ, দেশপ্রেম, শিশুতোষ, মানবপ্রেম, আবেগ ও অনুভূতি জড়ানো। কবিতা দিয়ে সাহিত্য জগতে প্রবেশ করলেও একজন ঔপন্যাসিক হিসেবেই সবচেয়ে বেশি পরিচিত।
রেদোয়ান মাসুদের জন্ম ৬ই জানুয়ারী শরীয়তপুরে। তিনি বাংলাদেশের সর্ববৃহৎ তথ্য ভান্ডার “বাংলাকোষ” এর প্রতিষ্ঠাতা ও সি ই ও, হেলথ এইড হাসপাতাল লিঃ এর পরিচালক ও জনপ্রিয় নিউজ পোর্টাল মোড়ল নিউজ এর প্রকাশক।
তিনি বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি করেন। ২০১৪ সালে একুশে বইমেলায় প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ‘মায়ের ভাষা’। ২০১৮ সালে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস ‘অপেক্ষা-১’। ২০২২ সালে প্রকাশিত হয় তার প্রথম ম্যাক্সিম ‘জোছনায় পোড়া চোখ’।
তিনি কবিতা লেখার পাশাপাশি ইতিহাস চর্চাও করে যাচ্ছেন। ইতিহাসের উপর কয়েকটি বই প্রকাশের জন্য তিনি ইতোমধ্যে কাজ শুরু করছেন।
ভ্রমণ করা, মাছ ধরা, বাগান করা ইত্যাদি তার অন্যতম শখ। তিনি ইতিপূর্বে দেশের আনাচে-কাচারের বেশির ভাগ স্থানই ঘুরে দেখেছেন। তাই তার কবিতার মধ্যে দেশের সৌন্দর্য ও দেশ প্রেম একটি উল্লেখযোগ্য বিষয়।
রেদোয়ান মাসুদ দুঃখ-দুর্দশাগ্রস্থ মানুষকে খুব বেশি ভালবাসেন। শত ঝামেলার মাঝেও তিনি তাদের পাশে দাঁড়াতে কার্পণ্য বোধ করেন না। তিনি তার কবিতার মধ্যে গরীব, দুঃখি, চাষা ও মাঝি মাল্লাদের করুণ চিত্রও ফুটিয়ে তুলেছেন যেন আপন তুলিতে।
তিনি ততোটা জাঁকজমকপূর্ণ জীবনযাপনে আগ্রহী নন। তাই আধুনিকতার এই যুগে একেবারে সাধারণ জীবনযাপন করছেন।
প্রকাশিত বইয়ের সংখ্যা: ১১ টি (২০২২ সাল পর্যন্ত)
কবিতাঃ
১) মায়ের ভাষা (২০১৪)
২) মনে পড়ে তোমাকে (২০১৫)
৩) অনেক কথা ছিল বলার (২০১৭)
৪) তবুও মনে রেখো (২০১৯)
৫) মন বলে তুমি ফিরবে (২০২০)
উপন্যাসঃ
১) অপেক্ষা-১ (২০১৮)
২) অপেক্ষা-২ (২০১৯)
৩) অপেক্ষা-৩ (২০২০)
৪) ভাঙন (২০২১)
৫) তুষানল (২০২২)
ম্যাক্সিমঃ
১) জোছনায় পোড়া চোখ (২০২২)
নীল পাঞ্জাবীওয়ালা বাবুটা
– রেদোয়ান মাসুদ একটা ছেলে যখন একটা মেয়েকে নক দেয়, প্রথম দুই একদিন মেয়েটি কিছু না বললেও কয়েকদিন যেতেই মেয়েটি ছেলেটির সাথে খারাপ ব্যবহার শুরু করে দেবে, অপমান করবে, রাগ দেখাবে অথবা ছেলেটির কোনো কথার আর কোনো উত্তর দেবে না।…
খেলা
– রেদোয়ান মাসুদ এই যে খোকা করছো তুমি কতো রকম খেলাসূর্য ডুবছে সন্ধ্যা হচ্ছে চলে যাচ্ছে বেলাচেয়ে দ্যাখো দূর আকাশে উঠছে কত তারামায়ের কথা ভুলে গেছ খুঁজছে পুরো পাড়া।দুই চোখেতে জলের রাশি পায় না তোমার খোঁজএভাবে আর কত ফেলবে তার…
আমি চাইনি এভাবে বিদায় নিতে
– রেদোয়ান মাসুদ আমি চাইনি এভাবে বিদায় নিতেচাইনি মায়া ভরা ঐ দু চোখে অশ্রু ঝরাতেচাইনি বেচে থেকে দূরে থাকতেএক পলক দেখার জন্য আকাশের দিকে চেয়ে থাকতেচেয়েছি সকাল বেলা শিশির ভেজা ঘাসে পা ভিজাতে। আমি চাইনি এভাবে অপেক্ষা করতেচাইনি বাশ বাগানের…
মানুষ চেনা বড় দায়
__ রেদোয়ান মাসুদ একই মাটির সৃষ্টি মানুষএকই রঙের রক্তএকই কথা বলে সবাইভিন্ন কাজে রপ্ত।.উপরে সবার একই ভাবভিতরে ভিন্ন বর্ণনানা রঙের মানুষ তাইনানান তাঁদের কর্ম।.এক এক সময় এক এক কথাবলাই তাঁদের ধর্মসময়ের সাথে পরিবর্তন হওয়ায়খুবই তারা পোক্ত।.সার্থের জন্য ভাইকে তারাকরে রক্তাক্তপরের…
যে কথা হয়নি বলা
__রেদোয়ান মাসুদ যে কথা হয়নি বলাতোমাকে কোন দিন,এখন আর বলে কি হবেবাজছে যে জীবনের বীণ।কত ভালবাসা, কত আশাজেগেছিল অভাগার মনে,সে কথা কখনও হয় নি বলাতোমার সনে।আকাশে প্রতিদিন ই চাঁদ উঠেকখনও বা মেঘে ঢাকা থাকে।কিন্ত সব চাঁদ ঈদের চাঁদ নয়তোমাকে না…
শুধু ভালবাসি তোমায়
__রেদোয়ান মাসুদ হাজার কাজের ভিড়ে ভুলতে চেয়েছি তোমায়পারিনি ভুলতে তোমায় স্মৃতিগুলো শুধু কাঁদায়।আকাশে বাতাসে শুনি শুধু তোমারি প্রতিধ্বনিমেঘের আড়ালে ভেসে ওঠে তোমারি প্রতিচ্ছবি।রাতের বেলা ঘুমের জন্য চোখ বুজে শুয়ে থাকিঘুম আসেনা চোখে তাই সারা রাত জেগে থাকি।বিছানা থেকে উঠে জানালার…
যদি কখনও হারিয়ে যাই
__ রেদোয়ান মাসুদ যদি কখনও হারিয়ে যাই না ফেরার দেশে,আমার কথা কখনও কি পড়বে তোমার মনে।যদি কখনও খবর পাও আমার চলে যাওয়ার কথা,হৃদয়ে জাগবে কি তোমার একটুখানি ব্যাথা?চলে গেলে দিও বিদায় হাসি ভরা মুখে,আমার জন্য এক ফোটা জল ফেলোনা ঐ…
হারিয়ে গেছে সে
– রেদোয়ান মাসুদ হারিয়ে গেছে সে কোন এক মেঘলা দিনেবৃষ্টির সাথে ঝড়ো হাওয়া হয়েরোদ্রের সাথে কোন এক ভোরবেলায় কুয়াশা হয়েকোন এক শেষ বিকেলে গোধূলি লগনে।হারিয়ে গেছে সে কোন এক অমাবস্যার রাতেভয়ংকর কালো অন্ধকার হয়েঘন কালো মেঘের আড়ালে কোন এক বর্ষা…
আমি কাদতেই এসেছি
__রেদোয়ান মাসুদ ভালোবাসি বলেই তো কাঁদাওআমি কাদতেই এসেছি।হাসতে আসিনি।দেখি কতটুকু পার কাঁদাতেআমি কাঁদতে বড় ভালোবাসিতা যদি হয় তোমার জন্যভালোই হলো!দিতে থাকো আঘাততোমার দেয়া প্রতিটা আঘাতইআমার হৃদয়ের মাঝে নতুন পরশযেন ভোরবেলা শিশিরের ছোঁয়া।আমি নরক থেকেই এসেছিতাই আমাকে যন্ত্রণার ভয় দেখিয়েকোন লাভ…
নীরবেই কাঁদব
__ রেদোয়ান মাসুদ আমি নীরবেই কাঁদবনীরবেই হাসব,কখনও বলব না আরআমার কান্না পাচ্ছে দেখে যাও একবার ।.আমি নীরবেই জ্বলবনীরবেই মরবকখন বলব না আরমরার বেলা এই তৃষ্ণার্ত ঠোটে একফোটা জল দাও একবার।.আমি নীরবেই সইবনীরবেই দেখবকখনও বলব না আরপোড়া হৃদয়খানি দেখে যাও একবার…
অনেক কথা ছিল বলার
_ রেদোয়ান মাসুদ অনেক কথা ছিল বলারবলা হলো না।অনেক কথা ছিল জানারজানা হলো না।অনেক কষ্ট ছিল মনেদেখানো গেলো না।অনেক স্বপ্ন ছিল মনেসত্যি হলো না।অনেক কান্না ছিল বুকেকেউ দেখলো না।অনেক হাসি ছিল মুখেহাসা হলো না।অনেক গান ছিল শোনারশোনা হলো না।অনেক গান…
অলীক স্বপ্ন
__ রেদোয়ান মাসুদ যতোটা না কাছের ছিলামতার চেয়ে অনেক বেশি দূরের হয়ে গেলাম।আপন ভেবেই কাছে টেনেছিলামআপন ভেবেই ঝিনুকের মত আগলে রেখেছিলামবুকের মাঝে, অতল তলে।জানা ছিল না জমে থাকাভালোবাসার মাঝে কখনও আবারসূর্যের রশ্মি উকি দিবে,আর গলে গলে ক্ষয়ে পড়বেঝর্ণার মত চোখের…
আমার ভাবনা
__ রেদোয়ান মাসুদ আমার ভাবনার মাঝে তোমার ছায়াপ্রতি ছায়া হয়ে থাকে।আমার চোখের মাঝে তোমার ছবিঅবিরাম ভেসে উঠে।আমার কানের মাঝে তোমার সূরএখনও বেঝে উঠে।আমার হাতের সাথে তোমার স্পর্শএখনও শিহরন জাগে।আমার আকাশ তোমার জন্য এখনওমেঘে ঢাকা থাকে।আমার চলার পথ তোমার আশায়এখনও থেমে…
অভিশাপ
_রেদোয়ান মাসুদ এত ভালোবাসা কোথায় রাখি বলো?সারা দিন তোমার কথা ভেবে মন করে ছলোমলো।হৃদয়ে তোমার দিতে যদি একটুখানি ঠাইযত ভালোবাসা সব তোমায় দিয়ে যেতে চাই।জানি তোমার হৃদয়ে আজ বেধেছে অন্য কেউ বাসাভালোবাসা রাখার জায়গা নেই তাই আমাকে দিয়েছো ধোকা।সাগরের যত…
আবদার
__ রেদোয়ান মাসুদ আমাকে একটু ঘুমাতে দাওসেই কত রাত ঘুমাতে পারি না।আমাকে এক ফোটা জল দাওসেই কতকাল বৃষ্টি দেখি না।আমাকে একটু অক্সিজেন দাওসেই কতকাল শ্বাস প্রশ্বাস চলে না।আমাকে একটু জ্যোৎস্না দাওসেই কতকাল আলো দেখি না।আমাকে এক বিন্দু শিশির দাওসেই কতকাল…
একটি কবিতা লিখবো বলে
__ রেদোয়ান মাসুদ একটি কবিতা লিখবো বলেজেগে আছি হাজার রাতচেয়ে আছি তোমার পানেডায়রি খুলে বসে আছি আজ। একটি কথা বলবো বলেমুখ খুলতে চেয়েছি শতবারবলতে পারিনি বলেমন খারাপ করে আছি অতপর। একটিবার তোমাকে ছুবো বলেএগিয়ে রেখেছি দুটি হাতছুঁতে গিয়েও পারিনি অবশেষেমুখেতে…
শুধু একটুখানি ভালোবাসা চাই
_ রেদোয়ান মাসুদ আমি সুখ চাই নাদুঃখগুলো চাইহাজার দাবীর মাঝে শুধু একটি দাবীযেন একটুখানি ভালোবাসা পাই। আমি কান্না চাই নাকাঁদাতেও চাই নাশুধু একবুক জলের মাঝে যেন এক ফোটাশিশিরের বিন্দু পাই। আমি ঝর্ণা চাই নাঝরের বেগে ভালোবাসাও চাই নাশুধু হাজার আঘাতের…
কচু পাতা
_রেদোয়ান মাসুদ কচুপাতা যতই ভিজুকনা কেন, বৃষ্টির জলেরাখতে পারেনা পানি, ধরে শরীরের উপরে।কখন যেন বেয়ে পরে মাটির উপরেনিজেও বুঝতে না পারে।কিছু কিছু মানুষের জীবনঠিক যেন কচুপাতারই মতন।সুখের দেখা যদি কখনও মিলেচোখ দিয়ে তা তখনি ঝরে পড়ে।আসা আর যাওয়ার মাঝেনেই কোন…
কত দিন দেখিনা তোমায়
_রেদোয়ান মাসুদ কত দিন ধরে দেখিনা তোমায়,মন তো মানে না শুধু কাদায়।মাঝে মাঝে চলার পথে থেমে যাইকি করব বল শুধু কান্না মাখামুখটি কোনভাবে হাসিতে লুকাই।পথে-ঘাটে, বন-জঙ্গলে যেখানেই যাইমায়া ভরা মুখটি তোমার খুজে বেড়াই।চোখের সামনে ভেসে থাকা ছবিযতই ভুলতে যাই ততোই…
কতদিন দেখি না তারে
_রেদোয়ান মাসুদ কতদিন দিন দেখিনা তারেকতদিন দেখেনা সে আমারেআমি তারে খুঁজিনয়তো সে আমারে খুজে।মাঝখানে একটি দেয়ালেআবদ্ধ রয়েছে একটি ভালোবাসাদুই দিকে দু’টি পথ ধরে।কে কাকে খোজে বড় কথা নয়কেউ কাউকে দেখিনা এটাই বড় মনে হয়।জানিনা সে কোথায় আছে,কোথায় থাকে, কার সাথে…
কষ্ট
_ রেদোয়ান মাসুদ আমাকে কষ্ট দিতে চাও?দাও!আমি কষ্ট নিতেই এসছি।আমাকে কাঁদাতে চাও?কাঁদাও!আমি কাঁদতেই এসেছি।আমাকে হারাতে চাও?হারাও!আমি হারতেই এসেছি।আমাকে সাগরে ভাসাতে চাও?ভাসাও!আমি ভাসতেই এসেছি।আমাকে পোড়াতে চাও?পোড়াও!আমি পুড়তেই এসছি।আমাকে বুকে টেনে নাওনিবে না?আমি সবকিছু সয়েই এসছি।
কষ্টগুলো আমারি থাক
__ রেদোয়ান মাসুদ আমার কষ্টগুলো আমারি থাকবৃষ্টিগুলো আমার চোখ দিয়েই ঝরুকঝর্ণার জলগুলো শুধু আমার হৃদয় দিয়েই বের হোকসকল জল মিলে ঢেউ উঠলে আমার মনেই উঠুকআর সেই ঢেউয়ে ভেসে গেলে আমিই যাই।এ কষ্টের জীবনে অন্যকে জড়িয়ে কি লাভ?চোখ দিয়ে ঝরা জলের…
কষ্টের পাহাড়
_ রেদোয়ান মাসুদ কেন আমি একা একা কাঁদিতুমি কেন কাঁদো না?কেন তুমি একা একা হাসোআমি কেন হাসতে পারি না?কেন আমি সাগরে ভাসিতুমি কেন ভাসো না?কেন তুমি আকাশে উড়োআমি কেন উড়তে পারিনা?কেন গোলাপের কাঁটা আমার হাতে বিঁধেতোমার হাতে বিঁধে না?কেন ফুলের…
কেউ রাখেনি মনে
_ রেদোয়ান মাসুদ কেউ ছিল না সাথে আমার কেউ ছিল না পথেএসেছিল শুধু সন্ধাবেলা চলে গেছে আবার রাতে।কেউ ছিল না পাশে আমার কেউ রাখেনি হাত হাতেবসেছিল শুধু বিকেল বেলা সবুজ মাখা দূর্বা ঘাসে।কেউ রাখেনি কথা আমার কেউ থাকেনি অবশেষেজাগিয়েছিল শুধু…
জানি তুমি আসবে
__রেদোয়ান মাসুদ জানি তুমি আসবে,দু’চোখে তোমার অশ্রু ঝরবেহৃদয়ে তোমার ভালবাসা জাগবেআমার জন্য তোমার হৃদয় কাদবেযেদিন থাকবোনা আমিথাকবে শুধু তুমিআর সেদিন ই তুমি আমায় খুজবে।জানি তুমি আসবে।জানি তুমি ভালবাসবে !!
তুমি আসলে না
_ রেদোয়ান মাসুদ অনেক দিন ছিল সময়তুমি আসলে না।অনেক দিন ছিলাম অপেক্ষায়তুমি আসলে না।অনেকটা পথ এগিয়েছিলামতুমি আসলে না।কোন একদিন আসবেকোন একদিন আমায় খুঁজবে।কতোটা ভালোবসে ছিলাম তোমায়যেদিন তুমি বুঝবে।হয়তো সেদিন সূর্য পূর্ব আকাশ থেকেপশ্চিম আকাশে হেলান দিবে,অন্ধকারে ছেয়ে যাবে পৃথিবীহারিয়ে যাবো…
তুমি নেই
_ রেদোয়ান মাসুদ এ জীবন বড় মধুরই ছিলস্বপ্ন ছিল, আশা ছিল, ভালবাসা ছিলসাথে মুখে চাঁদের হাসিও ছিল।এখনও জীবন আছে স্বপ্ন আছেআকাশে চাঁদও আছে,কিন্তু আশা নেইকারন এখন আর পাশে তুমি নেই।
তোমাকে ভুলতে গিয়ে
_ রেদোয়ান মাসুদ তোমাকে ভুলতে গিয়েসাগরের জল আছড়ে পরে চোখেপাথরের টুকরো এসে লাগে বুকেমরুভূমির বালি এসে লাগে গায়ে।তোমাকে ভুলতে গিয়েবজ্রপাত এসে পরে মাথার উপরেসুনামির তীব্র আঘাত লাগে হৃদয়েসাগর তীরের চোড়াবালি আকড়ে ধরে পায়েবৃষ্টির শীতল পানি গলায় ঠেকে।তোমাকে ভুলতে গিয়েপথ চলার…
তোমায় ভালবাসি বলেইতো বেঁচে আছি
_রেদোয়ান মাসুদ তোমায় ভালবাসি বলেই তো বেঁচে আছিসেই কতদিন না দেখার পরেও অপেক্ষায় আছি।তুমি যেখানেই থাক, আকাশে না হয় বাতাসেআমিতো তোমাকে সাগরের জলে ভাসিয়ে দেইনিসাত সাগর তের নদীও পাড়ি দেইনি,আগে যেখানে ছিলাম, সেখানেই আছিআর তুমিতো আমার এই হৃদয়েই আছো।তোমার কি…