__ রেদোয়ান মাসুদ আমার কষ্টগুলো আমারি থাকবৃষ্টিগুলো আমার চোখ দিয়েই ঝরুকঝর্ণার জলগুলো শুধু আমার হৃদয় দিয়েই বের হোকসকল জল মিলে ঢেউ উঠলে আমার মনেই উঠুকআর সেই ঢেউয়ে ভেসে গেলে আমিই যাই।এ কষ্টের জীবনে অন্যকে জড়িয়ে কি লাভ?চোখ দিয়ে ঝরা জলের…
Tag: রেদোয়ান মাসুদ .
রেদোয়ান মাসুদ
রেদোয়ান মাসুদ (Redwan Masud) বাংলাদেশের একজন জনপ্রিয় কবি ও ঔপন্যাসিক। তার লেখায় প্রেম-ভালোবাসা, দুঃখ-কষ্ট, বিরহ, দেশপ্রেম, শিশুতোষ, মানবপ্রেম, আবেগ ও অনুভূতি জড়ানো। কবিতা দিয়ে সাহিত্য জগতে প্রবেশ করলেও একজন ঔপন্যাসিক হিসেবেই সবচেয়ে বেশি পরিচিত।
রেদোয়ান মাসুদের জন্ম ৬ই জানুয়ারী শরীয়তপুরে। তিনি বাংলাদেশের সর্ববৃহৎ তথ্য ভান্ডার “বাংলাকোষ” এর প্রতিষ্ঠাতা ও সি ই ও, হেলথ এইড হাসপাতাল লিঃ এর পরিচালক ও জনপ্রিয় নিউজ পোর্টাল মোড়ল নিউজ এর প্রকাশক।
তিনি বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি করেন। ২০১৪ সালে একুশে বইমেলায় প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ‘মায়ের ভাষা’। ২০১৮ সালে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস ‘অপেক্ষা-১’। ২০২২ সালে প্রকাশিত হয় তার প্রথম ম্যাক্সিম ‘জোছনায় পোড়া চোখ’।
তিনি কবিতা লেখার পাশাপাশি ইতিহাস চর্চাও করে যাচ্ছেন। ইতিহাসের উপর কয়েকটি বই প্রকাশের জন্য তিনি ইতোমধ্যে কাজ শুরু করছেন।
ভ্রমণ করা, মাছ ধরা, বাগান করা ইত্যাদি তার অন্যতম শখ। তিনি ইতিপূর্বে দেশের আনাচে-কাচারের বেশির ভাগ স্থানই ঘুরে দেখেছেন। তাই তার কবিতার মধ্যে দেশের সৌন্দর্য ও দেশ প্রেম একটি উল্লেখযোগ্য বিষয়।
রেদোয়ান মাসুদ দুঃখ-দুর্দশাগ্রস্থ মানুষকে খুব বেশি ভালবাসেন। শত ঝামেলার মাঝেও তিনি তাদের পাশে দাঁড়াতে কার্পণ্য বোধ করেন না। তিনি তার কবিতার মধ্যে গরীব, দুঃখি, চাষা ও মাঝি মাল্লাদের করুণ চিত্রও ফুটিয়ে তুলেছেন যেন আপন তুলিতে।
তিনি ততোটা জাঁকজমকপূর্ণ জীবনযাপনে আগ্রহী নন। তাই আধুনিকতার এই যুগে একেবারে সাধারণ জীবনযাপন করছেন।
প্রকাশিত বইয়ের সংখ্যা: ১১ টি (২০২২ সাল পর্যন্ত)
কবিতাঃ
১) মায়ের ভাষা (২০১৪)
২) মনে পড়ে তোমাকে (২০১৫)
৩) অনেক কথা ছিল বলার (২০১৭)
৪) তবুও মনে রেখো (২০১৯)
৫) মন বলে তুমি ফিরবে (২০২০)
উপন্যাসঃ
১) অপেক্ষা-১ (২০১৮)
২) অপেক্ষা-২ (২০১৯)
৩) অপেক্ষা-৩ (২০২০)
৪) ভাঙন (২০২১)
৫) তুষানল (২০২২)
ম্যাক্সিমঃ
১) জোছনায় পোড়া চোখ (২০২২)
কি পেলাম তোমায় ভালবেসে
_ রেদোয়ান মাসুদ কি পেলাম তোমায় ভালবেসেকি পেলাম তোমার কাছে এসে?শুধু কষ্ট ছাড়া সব কিছুইকেড়ে নিয়েছ। কি দিয়েছ তুমি আমায় ভালবেসেকিইবা চেয়েছি তোমার কাছেশুধু ভালবাসা ছাড়া কিছুইচাইনি তোমার কাছে। কি চেয়েছ তুমি অন্যের কাছেকি পেয়েছ তুমি তার কাছে?অর্থ সম্পদ ছাড়া…
বিদায় বন্ধু বিদায়
__রেদোয়ান মাসুদ জীবনের শেষ তীরে এসে বলছি তোমায়হাসিভরা মুখে একবার দাওগো বিদায় ।এই অমানবিক পৃথিবীর প্রতিটি মুহূর্ত আমায়নিষ্ঠুর কুঠারের আঘাতে রক্ত ঝরিয়ে যায়।চক্ষু দুটি শুধু বার বার একদিক ঔদিক তাকায়যেদিক তাকায় সেদিকেই শুধু ভাঙ্গা হৃদয়।রক্ত ঝরাবে তবে কেন ভালবেসেছিলে আমায়কেন…