কষ্টগুলো আমারি থাক

__ রেদোয়ান মাসুদ আমার কষ্টগুলো আমারি থাকবৃষ্টিগুলো আমার চোখ দিয়েই ঝরুকঝর্ণার জলগুলো শুধু আমার হৃদয় দিয়েই বের হোকসকল জল মিলে ঢেউ উঠলে আমার মনেই উঠুকআর সেই ঢেউয়ে ভেসে গেলে আমিই যাই।এ কষ্টের জীবনে অন্যকে জড়িয়ে কি লাভ?চোখ দিয়ে ঝরা জলের…

কি পেলাম তোমায় ভালবেসে

_ রেদোয়ান মাসুদ কি পেলাম তোমায় ভালবেসেকি পেলাম তোমার কাছে এসে?শুধু কষ্ট ছাড়া সব কিছুইকেড়ে নিয়েছ। কি দিয়েছ তুমি আমায় ভালবেসেকিইবা চেয়েছি তোমার কাছেশুধু ভালবাসা ছাড়া কিছুইচাইনি তোমার কাছে। কি চেয়েছ তুমি অন্যের কাছেকি পেয়েছ তুমি তার কাছে?অর্থ সম্পদ ছাড়া…

বিদায় বন্ধু বিদায়

__রেদোয়ান মাসুদ জীবনের শেষ তীরে এসে বলছি তোমায়হাসিভরা মুখে একবার দাওগো বিদায় ।এই অমানবিক পৃথিবীর প্রতিটি মুহূর্ত আমায়নিষ্ঠুর কুঠারের আঘাতে রক্ত ঝরিয়ে যায়।চক্ষু দুটি শুধু বার বার একদিক ঔদিক তাকায়যেদিক তাকায় সেদিকেই শুধু ভাঙ্গা হৃদয়।রক্ত ঝরাবে তবে কেন ভালবেসেছিলে আমায়কেন…