নানান দেশে নানান ভাষা

– রামনিধি গুপ্ত নানান্ দেশে নানান্ ভাসা (ভাষা)বিনে স্বদেশীয় ভাসে পূরে কি আশা ?কত নদী সরোবর,কি বা ফল চাতকীর |ধরাজল বিনে কভু ঘুচে কি ত্রিষা (তৃষা) ?

পিরীতি না জানে সখী

 – রামনিধি গুপ্ত পিরীতি না জানে সখী (সখি), সে জন সুখী বল কেমনে ?যেমন তিমিরালয় দেখ দীপ বিহনে ||প্রেমরস সুধাপান, নাহি করিল যে জন,বৃথায় তার জীবন, পশু সম গণনে || ১ ||

আসিবে হে প্রাণ কেমনে এখানে 

– রামনিধি গুপ্ত আসিবে হে প্রাণ কেমনে এখানে |ননদী দীরুণ অতি, আছে সে সন্ধানে ||রাখিতে পরাণ মোর, আমি নাহি পারি আর |পিরীতে এই সে হ’লো সংশয় জীবনে || ১ ||মদন রোদন করে, বিরস দেখিয়ে মোরে |লাজ ভয় কাল সম দয়া…