– যোগীন্দ্রনাথ সরকার এক যে আছে মজার দেশ, সব রকমে ভালো,রাত্তিরেতে বেজায় রোদ, দিনে চাঁদের আলো !আকাশ সেথা সবুজবরণ গাছের পাতা নীল;ডাঙ্গায় চরে রুই কাতলা জলের মাঝে চিল !সেই দেশেতে বেড়াল পালায়, নেংটি-ইঁদুর দেখে;ছেলেরা খায় ‘ক্যাস্টর-অয়েল’ -রসগোল্লা রেখে !মণ্ডা-মিঠাই তেতো…
Tag: যোগীন্দ্রনাথ সরকার
যোগীন্দ্রনাথ সরকার
যোগীন্দ্রনাথ সরকার (২৮ অক্টোবর, ১৮৬৬ খ্রিষ্টাব্দ ; ১২ কার্তিক ১২৭৩ বঙ্গাব্দ – ২৬ জুন,১৯৩৭ খ্রিষ্টাব্দ ; ১২ আষাঢ় ১৩৪৪ বঙ্গাব্দ)ছিলেন একজন খ্যাতনামা ভারতীয় বাঙালি শিশুসাহিত্যিক। ছোটোদের অক্ষর পরিচয় থেকে সাহিত্যরস পরিবেশনের এক আকর্ষণীয় ও অভিনব কৌশল অবলম্বন করে তিনি বাংলা শিশুসাহিত্যে পথিকৃতের সম্মান লাভ করেন। তিনি বাংলা শিশুসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ছড়াকার বলে সম্মানিত হন।
প্রথম জীবন
দক্ষিণ চব্বিশ পরগণার নেতড়াতে তিনি জন্মগ্রহণ করেন। তার আদি নিবাস যশোহর। তার পিতার নাম নন্দলাল সরকার । নন্দলাল সরকার যশোরের একটি দরিদ্র কায়স্থ পরিবারের মানুষ ছিলেন। তিনি পরবর্তী কালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগরে থাকতে আরম্ভ করেন। বিখ্যাত চিকিৎসক ও শিক্ষাবিদ নীলরতন সরকার যোগীন্দ্রনাথ সরকারের দাদা। যোগীন্দ্রনাথ সরকার ব্রাহ্ম ধর্মাবলম্বী ছিলেন। দেওঘর উচ্চ বিদ্যালয় থেকে এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি কলকাতা সিটি কলেজে ভর্তি হন। কিন্তু তিনি নিজের প্রথাগত পড়াশোনা শেষ করতে পারেন নি।
কর্মজীবন ও সাহিত্যপ্রতিভা
সিটি কলেজিয়েট স্কুলে তিনি শিক্ষকতা করতে আরম্ভ করেন মাত্র পনের টাকা বেতনে। এ সময় থেকেই তিনি শিশু সাহিত্যের প্রতি আগ্রহী হন এবং শিশুসাহিত্য রচনা আরম্ভ করেন। আজগুবী ছড়া রচনায় তিনি খুব দক্ষ ছিলেন। তার সঙ্কলিত বই হাসি ও খেলা ১৮৯১ সালে প্রকাশিত হয় । তিনি সখা, সখী, মুকুল, বালকবন্ধু, বালক, সন্দেশ প্রভৃতি ছোটদের পত্রিকায় লিখতেন। তিনি মুকুল পত্রিকাটি সম্পাদনাও করেছিলেন ।
মৃত্যু
১৯২৩ খ্রিষ্টাব্দে প্রবল কর্মব্যস্ততার ফলে উচ্চরক্তচাপজনিত কারণে মস্তিষ্কের শিরা ছিঁড়ে জ্ঞান হারান তিনি। বহু চিকিৎসার পর প্রাণরক্ষা পেলেও শরীরের ডান ভাগ পক্ষাঘাতগ্রস্থ হয়। কিন্তু অসুস্থতার মধ্যেও তিনি তাঁর রচনা ও প্রকাশনার কাজ চালিয়ে যান।এই পরিস্থিতির মধ্যেই ১৯৩৬ সালে তাঁর শেষ সংকলন ‘গল্প সঞ্চয়’ প্রকাশিত হয়।তার রচিত মোট গ্রন্থের সংখ্যা ৭৮টি।
১৯৩৭ সালের ২৭শে জুন (মতান্তরে ২৬শে জুন) ৭১ বছর বয়সে মৃত্যু হয় যোগীন্দ্রনাথ সরকারের।
কাজের ছেলে
– যোগীন্দ্রনাথ সরকার দাদখানি চাল, মুসুরির ডাল,চিনি-পাতা দৈ,দু’টা পাকা বেল, সরিষার তেল, ডিমভরা কৈ।পথে হেঁটে চলি, মনে মনে বলি, পাছে হয় ভুল;ভুল যদি হয়, মা তবে নিশ্চয়,”” ছিঁড়ে দেবে চুল।দাদখানি চাল, মুসুরির ডাল, চিনি-পাতা দৈ,দু’টা পাকা বেল, সরিষার তেল, ডিমভরা…
প্রার্থনা সঙ্গীত
– যোগীন্দ্রনাথ সরকার ছোটো শিশু মোরা তোমার করুণা হৃদয়ে মাগিয়া লবজগতের কাজে জগতের মাঝে আপনা ভুলিয়া রব।ছোটো তারা হাসে আকাশের গায়ে ছোটো ফুল ফুটে গাছে;ছোটো বটে তবু তোমার জগতে আমাদেরো কাজ আছে।দাও তবে প্রভু হেন শুভমতি প্রাণে দাও নব আশা;জগত…
কাকাতুয়া
– যোগীন্দ্রনাথ সরকার কাকাতুয়া, কাকাতুয়া, আমার যাদুমণি,সোনার ঘড়ি কি বলিছে, বল দেখি শুনি ? বলিছে সোনার ঘড়ি, “টিক্ টিক্ টিক্,যা কিছু করিতে আছে, করে ফেল ঠিক।সময় চলিয়া যায়-নদীর স্রোতের প্রায়,যে জন না বুঝে, তারে ধিক্ শত ধিক।”বলিছে সোনার ঘড়ি, “টিক্…
হারাধনের দশটি ছেলে
– যোগীন্দ্রনাথ সরকার হারাধনের দশটি ছেলেঘোরে পাড়াময়,একটি কোথা হারিয়ে গেলরইল বাকি নয়।হারাধনের নয়টি ছেলেকাটতে গেল কাঠ,একটি কেটে দু’খান হলরইল বাকি আট।হারাধনের আটটি ছেলেবসলো খেতে ভাত,একটির পেট ফেটে গেলরইল বাকি সাত।হারাধনের সাতটি ছেলেগেল জলাশয়,একটি সেথা ডুবে ম’লরইল বাকি ছয়।হারাধনের ছয়টি ছেলেচ’ড়তে…