অনুভূতির অভয়ারণ্য

কবি মোঃ মামুন মিয়া কবিতাঃ অনুভূতির অভয়ারণ্যহে বসুধা,খুলে দাও দ্বারউন্মুক্ত কর তোমার উদার বক্ষশ্বাপদসংকুল পথ কর চিরায়ত মসৃণপ্রান্তের আধমরা অনুভূতিগুলোকে দাও হেঁচকা টানসবুজের সমারোহে পথ প্রান্তর,অসীম আকাশকালে কালে, মহাকাল দিবসেতুমি কর জীবকুলের বাসযোগ্যহও জীবন অনুভূতির অভয়ারণ্য।আমাজনের এ্যানাকোন্ডার ন্যায় আমারঅসহায় অনুভূতিগুলোকে পেঁচিয়ে…