__মুহম্মদ জাফর ইকবাল যাদের আছে টাকাসবাইকে দিতে তাদের পকেট হল ফাঁকা। আমার কিছুই নেইকেমন করে কাউকে কিছু দেই?শুধু জানি বুকের ভিতর ঠাসাআছে শুধু সলিড ভালোবাসা। সেখান থেকে তোমায় দিলাম কিছুযখন তুমি হেঁটে এলে আমার পিছু পিছু।পথের পাশে ছোট মেয়েটা বিক্রি…
Tag: মুহম্মদ জাফর ইকবাল
মুহম্মদ জাফর ইকবাল
মুহম্মদ জাফর ইকবাল (জন্ম: ২৩ ডিসেম্বর ১৯৫২) হলেন একজন বাংলাদেশী কথাসাহিত্যিক ও বিজ্ঞান কল্পকাহিনী লেখক, কলাম লেখক, পদার্থবিদ, শিক্ষাবিদ ও আন্দোলনকর্মী। তিনি ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ক্যলিফোর্নিয়া ইন্সটিটিউট অব টেকনলজি ও বেল কমিউনিকেশনস রিসার্চে ১৮ বছর কাজ করার পর তিনি বাংলাদেশে ফিরে আসেন ও ১৯৯৪ সালের ডিসেম্বরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত একই বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। ২০১৮ সালে ৩ অক্টোবর তিনি অবসরে যান।তিনি বিভিন্ন গল্প, উপন্যাস, বৈজ্ঞানিক কল্পকাহিনী লিখেছন। তার লেখা কিছু উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত হয়েছে। তাকে বাংলাদেশের অন্যতম শীর্ষ স্থানীয় বিজ্ঞান কল্পকাহিনী লেখক হিসেবে বিবেচনা করা হয়।
প্রাথমিক জীবন
১৯৫২ সালের ২৩ ডিসেম্বর, পিতার কর্মস্থল সিলেটে মুহম্মদ জাফর ইকবালের জন্ম। তার নাম আগে ছিল বাবুল। তার পিতা মুক্তিযোদ্ধা শহীদ ফয়জুর রহমান আহমদ এবং মা আয়েশা আখতার খাতুন।বাবা ফয়জুর রহমান আহমদের পুলিশের চাকরির সুবাদে তার ছোটবেলা কেটেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। পিতা লেখালেখির চর্চা করতেন এবং পরিবারের এই সাহিত্যমনস্ক পরিবেশে জাফর ইকবাল খুব অল্প বয়স থেকেই লিখতে শুরু করেন। তিনি তার প্রথম বিজ্ঞান কল্পকাহিনী লেখেন সাত বছর বয়সে। ১৯৭১ সালের ৫ মে পাকিস্তানি সেনাবাহিনী এক নদীর ধারে তার পিতাকে গুলি করে হত্যা করে। বিশ্ববিদ্যালয়-পড়ুয়া জাফর ইকবালকে পিতার কবর খুঁড়ে তার মাকে স্বামীর মৃত্যুর ব্যাপারটি বিশ্বাস করাতে হয়েছিল।
শিক্ষাজীবন
জাফর ইকবাল ১৯৬৮ সালে বগুড়া জিলা স্কুল থেকে এসএসসি এবং ১৯৭০ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন।তিনি ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হন। ১৯৭৬ সালে স্নাতক পাশ করে তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি অর্জন করতে যান। তার বিষয় ছিল “প্যারিটি ভায়োলেশন ইন হাইড্রোজেন অ্যাটম” (হাইড্রোজেন পরমাণুতে সমতা লঙ্ঘন)। সেখানে ১৯৮২ সালে পিএইচডি সম্পন্ন করার পর ক্যালটেক থেকে তার ডক্টরেট-উত্তর গবেষণা সম্পন্ন করেন।
কর্মজীবন
ড. জাফর ইকবাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৫ ও ১৯৭৬ সালে যথাক্রমে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৭৫ সালে অনার্সে দুই নম্বরের ব্যবধানে প্রথম শ্রেণীতে ২য় স্থান অধিকার করেন। পরে তিনি যুক্তরাষ্ট্রে যান ও ১৯৮২ সালে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি সম্পন্ন করেন। পিএইচডি ডিগ্রি অর্জনের পরে, জাফর ইকবাল ১৯৮৩ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (ক্যালটেক) ডক্টরেটোত্তর গবেষক হিসেবে কাজ করেন (প্রধানত নরম্যান ব্রিজ ল্যাবরেটরি অফ ফিজিক্সে)। এরপর তিনি বেল কমিউনিকেশনস রিসার্চ (বেলকোর)-এ গবেষক হিসাবে যোগদান করেন (এটি বেল ল্যাবস থেকে পৃথক একটি কর্পোরেশন, বর্তমানে যা টেলকোরডিয়া টেকনোলজিস নামে পরিচিত)। ১৯৯৪ সালে তিনি প্রতিষ্ঠানটি ত্যাগ করেন।
সাহিত্য
জাফর ইকবাল বিশ্ববিদ্যালয় জীবন থেকেই লেখালেখি করেন। তার প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনী কপোট্রনিক ভালোবাসা সাপ্তাহিক বিচিত্রায় প্রকাশিত হয়েছিল। গল্পটি পড়ে একজন পাঠক দাবি করেন সেটি বিদেশি গল্প থেকে চুরি করা। দাবিটিকে মিথ্যে প্রমান করতে তিনি গল্পটির চরিত্রগুলোকে নিয়ে আরও কিছু গল্প রচনা করেন এবং সাপ্তাহিক বিচিত্রায় প্রকাশ করেন।মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানকালে এই গল্পগুলো নিয়ে কপোট্রনিক সুখ-দুঃখ নামে একটি বই প্রকাশিত হয়। এই বইটি পড়ে শহীদ-জননী জাহানারা ইমাম প্রশংসা করেন। আমেরিকাতে বসেই তিনি বেশ কয়েকটি বৈজ্ঞানিক কল্পকাহিনী রচনা করেন। দেশে ফিরে এসেও তিনি নিয়মিত বিজ্ঞান-কল্পকাহিনী লিখে যাচ্ছেন, প্রতি বইমেলাতে তার নতুন সায়েন্স ফিকশন বা বিজ্ঞান কল্পকাহিনী প্রকাশিত হয়।
ব্যক্তিগত জীবন
প্রখ্যাত ঔপন্যাসিক, লেখক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ ছিলেন তার বড় ভাইএবং রম্য ম্যাগাজিন উন্মাদের সম্পাদক ও কার্টুনিস্ট, সাহিত্যিক আহসান হাবীব তার ছোট ভাই।তার বোন তিনজন- সুফিয়া হায়দার, মমতাজ শহীদ ও রুখসানা আহমেদ।
পুরস্কার ও সম্মাননা
- বাংলা একাডেমি পুরস্কার, ২০০৪
- শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে ২০০৫ সালে মেরিল-প্রথম আলো পুরস্কার
- কাজী মাহবুবুল্লা জেবুন্নেছা পদক, ২০০২
- খালেদা চৌধুরি সাহিত্য পদক, বাংলা ১৪১০
- শেলটেক সাহিত্য পদক ২০০৩
- ইউরো শিশুসাহিত্য পদক ২০০৪
- মোহা. মুদাব্বর-হুসনে আরা সাহিত্য পদক ২০০৫
- মার্কেন্টাইল ব্যাংক সম্মাননা পদক ২০০৫
- আমেরিকা অ্যালুমনি এ্যসোসিয়েশন পদক ২০০৫
- ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালুমনি এ্যাসোসিয়েশন পদক ‘০৫
- শ্রেষ্ঠ কাহিনীকার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১১
- জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কার আজীবন সম্মাননা
ডিজিটাল বন্ধু
__মুহম্মদ জাফর ইকবাল পিংকিকে জিজ্ঞেস করে সুজনবল তো মেয়ে বন্ধু তোমার ক’জন? পিংকি বলে, হ্যাঁএকজনই তো,পাশের বাসার মেয়ে। শুনে সুজন হা হা করে হাসেচোখ দুটো তার বড় হল ঘোর অবিশ্বাসে।মাত্র একজন,কী আজব ব্যাপারবন্ধু আমার পাকা সাতাশ হাজার!ফেসবুকে তাদের সাথেই থাকিবন্ধু…
Big Bang
__মুহম্মদ জাফর ইকবাল ফিজিক্স পড়ার সখ ছিল বিশেষ করে Big Bangক্লাশে গিয়ে হতবাক বসে আছে Big ব্যাঙ!
বেআইনি কাজ
__মুহম্মদ জাফর ইকবাল গতরাতে পুলিশ এসে ধরে নিয়ে গেছে মতিকেধরতে তো পারেই,খবর পেয়ে গেছো কোনো এক গতিকে। একটা বেআইনি কাজ করেছে মতি,করেছে সে গোপনেকেন যে করতে গেল!কে জানে কী ছিল তার মনে।কাজটা যে বেআইনি সেটা তো গোপন কিছু নয়মতি কেন…
ভয়
__মুহম্মদ জাফর ইকবাল জয় কয়, ভয় হয়। কয় toy লয়?চয় কয়,বয়। ৯ টায় লয়জয় বয়। চয় ৯ টায় লয়চয় কয়, নয়,ভয় নয়। ৬ টায় থয়তয় ভয় ক্ষয় হয়।জয় toy ধয়(জয় boy চয় boy নয়) চয় সয়চয় জয় রয় তয়? শয়…
রাজকন্যা ও রাজপুত্র
__মুহম্মদ জাফর ইকবাল গল্প পুরো সত্যগহীন এক জঙ্গলে থাকতো বড় দৈত্য।ভাটার মত চোখ ছিল তার মুলার মত দাঁতঢেঁকির মত পা ছিল আর গাছের মত হাত। সেই রাজ্যের রাজকন্যা কাজল কালো চোখরূপ দেখে তার মুগ্ধ ছিল রাজ্যের সব লোক। একদিন সেই…
ভেসে থাকা
__মুহম্মদ জাফর ইকবাল মাটি থেকে ভেসে থাকা সোজা একটা কাজকেমন করে করতে হয় শিখিয়ে দেব আজ। তুমি তুলবে আমাকে এই রকম করে,আমি তুলব তোমাকে শক্ত করে ধরে।তারপরেদুইজন দুইজনকে ধরে রাখব মাটির উপরে।
জীবন
__মুহম্মদ জাফর ইকবাল দুইজন বাচ্চার ঝগড়া চলছেডাবলিউ লেখা আছে একজন বলছে।এম লেখা, এম এটা অন্যজন বলল,তারপর কী ভীষণ চেঁচামেচি চলল। দুজনেই ঠিক তারা,যদি সেটা জানতোঝগড়া থামিয়ে তবে হয়ে যেত শান্ত।উল্টো দিক থেকে দেখলেই জানবে-জীবনটাও এরকম কবে তারা মানবে?
শত প্রশ্ন
__মুহম্মদ জাফর ইকবাল ক্রিকেট মানে যদি ঝিঁঝিঁ পোকা হয়ফুটবল মানে কেন তেলাপোকা নয়? ব্যাট মানে যদি চামচিকে হয়বল মানে তবে কেন ইন্দুর নয়? ‘হায়’ মানে যদি কী খবর হয়হুতাশ মানে কেন ভালো আছ নয়? স্যান্ডেল মানে যদি চন্দন হয়জুতা মানে…
টেলিফোন
__মুহম্মদ জাফর ইকবাল -হ্যালো, কে বলছ?-আমি।-আমি কে?-আমি রাজিব।-আজিব?-আজিব না রাজিব। র আকার রা জ ইকারে জি–র আকারে রা, গ ইকারে গি?-না না। গ ইকারে গি না জ ইকারে জি। জিলাপির জি।-খিলাপীর খি?-খিলাপীর খি না, জিলাপীর জি। জ ইকারে জি, ল…
চা বাগান
__মুহম্মদ জাফর ইকবাল চা বাগানে মেয়েরা কই তুলছে?ও আচ্ছাগাছে গাছে টি-ব্যাগ ঝুলছে!
ঝাপসা
__মুহম্মদ জাফর ইকবাল মেয়েটার নাম হল হাফসাযখনই ছবি তোলে, ছবি ওঠে আবছা। ক্যামেরাটা ঠিক আছেহাফসা মেয়েটাই আসলে বেশ ঝাপসা।
সেই ছেলে হবে কবে
__মুহম্মদ জাফর ইকবাল আমাদের দেশে সেই ছেলে হবে কবেযারা কোথায় না বড় হয়ে কাজে বড় হবে। তর্ক না করে তারা কিলঘুষি দেবেচোখের পলকে সব কেড়ে ধরে নেবে।লাঠির আঘাতে তারা মাথা ফাটাবেশার্টের কলার ধরে পথে হাঁটাবে।অপমান করে তারা লোক হাসাবেচাকু দিয়ে…
বৃষ্টিতে ভিজে এল
__মুহম্মদ জাফর ইকবাল ছাতা ছাড়া বের হয়েছে গেণ্ডারিয়ার মতিহঠাৎ দেখি বৃষ্টি এল কী হবে তার গতি?শার্ট ভিজল প্যান্ট ভিজল ভিজল জুতো জোড়ামাথা ভিজল ঘাড় ভিজল ভিজল পায়ের গোড়া।নাক ভিজল চোখ ভিজল ভিজল কানের লতিবৃষ্টিতে আজ ধরা খেল গেণ্ডারিয়ায় মতি। ভিজে…
সন্ত্রাসীদের প্রথম পাঠ
__মুহম্মদ জাফর ইকবাল অ অজ্ঞান পার্টি অজ্ঞান পার্টি আসছে ঐআ আগুন আগুন দেব আন বই।ই ইভ টিজিং ইভ টিজিং ভারি মজাঈ ঈর্ষা ঈর্ষা করা কত সোজা।উ উত্তম মধ্যম উত্তম মধ্যম খেতে চাওঊ ঊর্ধ্বশ্বাস ঊর্ধ্বশ্বাসে ছুটে যাও।ঋ ঋণ খেলাপি ঋণ খেলাপি…
না
__মুহম্মদ জাফর ইকবাল কিছুতেই রাজি নয় বল বাবাজিনারাজি নারাজি নারাজি।হাত থেকে দান নেই বল দেখি চাননাদান নাদান নাদান।কোনভাবে খুশি নয় বল চেপে রোশনাখোশ নাখোশ নাখোশ।একেবারে পাক নয় বল দিয়ে হাঁকনাপাক নাপাক নাপাক।কিছুতেই ছাড়ে না যে বল দিয়ে জোরনাছোড় নাছোড় নাছোড়।এতটুকু…