কাঁদতে আসিনি, ফাঁসির দাবী নিয়ে এসেছি

– মাহবুবুল আলম চৌধুরী ওরা চল্লিশজন কিংবা আরো বেশিযারা প্রাণ দিয়েছে ওখানে—রমনাররৌদ্রদগ্ধ কৃষ্ণচূড়ার গাছের তলায়ভাষার জন্য, মাতৃভাষার জন্য—বাংলার জন্য।যারা প্রাণ দিয়েছে ওখানেএকটি দেশের মহান সংস্কৃতির মর্যাদারজন্যআলাওলের ঐতিহ্যকায়কোবাদ, রবীন্দ্রনাথ ও নজরুলেরসাহিত্য ও কবিতার জন্যযারা প্রাণ দিয়েছে ওখানেপলাশপুরের মকবুল আহমদেরপুঁথির জন্যরমেশ শীলের…