রাজবাড়ি

কবি মলয় কুমার মন্ডল কবিতাঃ রাজবাড়িভালোবাসার রাজপ্রাসাদ আজ,একাকিত্বের বেদনায় বড়ো বিবর্ণ,যে অঙ্গনে ব্যক্ত হতো কতশত কাহিনি একদিনতার প্রাঙ্গণ আজ বড়ো বেদনাদীর্ণ।একদিন না জানি কত ব্যস্ত ছিলআজকের এই শূন্য জনপদ,সিংহদুয়ারে কত পুরুষসিংহের ছিল আনাগোনাআজ শুধু শূন্যতার হাহাকার, সবকিছু নিশ্চুপ নীরব!রাজসিংহের রোষানল, অথবা রাজনীতির…