আমিই তো চিকিৎসক – ফিরে এসো চাকা

– বিনয় মজুমদার আমিই তো চিকিৎসক, ভ্রান্তিপূর্ণ চিকিৎসায় তারমৃত্যু হলে কি প্রকার ব্যাহত আড়ষ্ট হয়ে আছি।আবর্তনকালে সেই শবের সহিত দেখা হয়;তখন হৃদয়ে এক চিরন্তন রৌদ্র জ্বলে ওঠে।অথচ শবের সঙ্গে কথা বলা স্বাভাবিক কিনাভেবে-ভেবে দিন যায়; চোখাচুখি হলেলজ্জা ভয়েদ্রুত অন্য দিকে…