আদর

__বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১মরুভূমি মাঝে যেন, একই কুসুম,পূর্ণিত সুবাসে।বরষার রাত্রে যেন, একই নক্ষত্র,আঁধার আকাশে ||নিদাঘ সন্তাপে যেন, একই সরসী,বিশাল প্রান্তরে।রতন শোভিত যেন, একই তরণী,অনন্ত সাগরে।তেমনি আমার তুমি, প্রিয়ে, সংসার-ভিতরে || ২চিরদরিদ্রের যেন, একই রতন,অমূল্য, অতুল।চিরবিরহীর যেন, দিনেক মিলন,বিধি অনুকূল ||চিরবিদেশীর যেন,…

সাবিত্রী

__বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১ তমিস্রা রজনী ব্যাপিল ধরণী,দেখি মনে মনে পরমাদ গণি,বনে একাকিনী বসিলা রমণীকোলেতে করিয়া স্বামীর দেহ।আঁধার গগন ভুবন আঁধার,অন্ধকার গিরি বিকট আকারদুর্গম কান্তার ঘোর অন্ধকার,চলে না ফেরে না নড়ে না কেহ || ২ কে শুনেছে হেথা মানবের রব?কেবল গরজে…

অধঃপতন সঙ্গীত

__বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১ বাগানে যাবি রে ভাই? চল সবে মিলে যাই,যথা হর্ম্ম্য সুশোভন, সরোবরতীরে।যথা ফুটে পাঁতি পাঁতি, গোলাব মল্লিকা জাতি,বিগ্নোনিয়া লতা দোলে মৃদুল সমীরে ||নারিকেল বৃক্ষরাজি, চাঁদের কিরণে সাজি,নাচিছে দোলায় মাথা ঠমকে ঠমকে।চন্দ্রকরলেখা তাহে, বিজলি চমকে || ২ চল যথা…

আকাঙ্ক্ষা

__বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (সুন্দরী) ১ কেন না হইলি তুই, যমুনার জল,রে প্রাণবল্লভ!কিবা দিবা কিবা রাতি, কূলেতে আঁচল পাতিশুইতাম শুনিবারে, তোর মৃদুরব ||রে প্রাণবল্লভ! ২ কেন না হইলি তুই, যমুনাতরঙ্গ,মোর শ্যামধন!দিবারাতি জলে পশি, থাকিতাম কালো শশি,করিবারে নিত্য তোর, নৃত্য দরশন ||ওহে শ্যামধন!…

রাজার উপর রাজা

__বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গাছ পুঁতিলাম ফলের আশায়,পেলাম কেবল কাঁটা।সুখের আশায় বিবাহ করিলামপেলাম কেবল ঝাঁটা ||বাসের জন্য ঘর করিলামঘর গেল পুড়ে।বুড়ো বয়সের জন্য পুঁজি করিলামসব গেল উড়ে ||চাকুরির জন্যে বিদ্যা করিলাম,ঘটিল উমেদারি।যশের জন্য কীর্ত্তি করিলাম,ঘটিল টিটকারী ||সুদের জন্য কর্জ্জ দিলাম,আসল গেল মারা।প্রীতির…

দুর্গোৎসব

__বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গোৎসব 5 ১ বর্ষে বর্ষে এসো যাও এ বাঙ্গালা ধামেকে তুমি ষোড়শী কন্যা, মৃগেন্দ্রবাহিনি?চিনিয়াছি তোরে দুর্গে, তুমি নাকি ভব দুর্গে,দুর্গতির একমাত্র সংহারকারিণী ||মাটি দিয়ে গড়িয়াছি, কত গেল খড় কাছি,সৃজিবারে জগতের সৃজনকারিণী।গড়ে পিটে হলো খাড়া, বাজা ভাই ঢোল কাড়া,কুমারের…

ভাই ভাই

__বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (সমবেত বাঙ্গালিদিগের সভা দেখিয়া) ১এক বঙ্গভূমে জনম সবার,এক বিদ্যালয়ে জ্ঞানের সঞ্চার,এক দুঃখে সবে করি হাহাকার,ভাই ভাই সবে, কাঁদ রে ভাই।এক শোকে শীর্ণ সবার শরীর,এক শোকে বয় নয়নের নীর,এক অপমানে সবে নতশির,অধম বাঙ্গালি মোরা সবাই || ২নাহি ইতিবৃত্ত নাহিক…

জলে ফুলে

__বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১ কে ভাসাল জলে তোরে কানন-সুন্দরী!বসিয়া পল্লবাসনে, ফুটেছিলে কোন্ বনেনাচিতে পবন সনে, কোন্ বৃক্ষোপরি?কে ছিঁড়িল শাখা হতে শাখার মঞ্জরী? ২ কে আনিল তোরে ফুল তরঙ্গিণী-তীরে?কাহার কুলের বালা, আনিয়া ফুলের ডালা,ফুলের আঙ্গুলে তুলে ফুল দিল নীরে?ফুল হতে ফুল খসি,…

মন এবং সুখ

 __বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই মধুমাসে, মধুর বাতাসে,শোন লো মধুর বাঁশী।এই মধু বনে, শ্রীমধুসূদনে,দেখ লো সকলে আসি ||মধুর সে গায়, মধুর বাজায়,মধুর মধুর ভাষে।মধুর আদরে, মধুর অধরে,মধুর মধুর হাসে ||মধুর শ্যামল, বদন কমল,মধুর চাহনি তায়। ।কনক নূপুর, মধুকর যেন,মধুর বাজিছে পায় ||মধুর…

আকবর শাহের খোষ রোজ 

 __বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১ রাজপুরী মাঝে কি সুন্দর আজি।বসেছে বাজার, রসের ঠাট,রমণীতে বেচে রমণীতে কিনেলেগেছে রমণীরূপের হাট ||বিশালা সে পুরী নবমীর চাঁদ,লাখে লাখে দীপ উজলি জ্বলে।দোকানে দোকানে কুলবালাগণেখরিদদার ডাকে, হাসিয়া ছলে ||ফুলের তোরণ, ফুল আবরণফুলের স্তম্ভেতে ফুলের মালা।ফুলের দোকান, ফুলের নিসান,ফুলের…

বায়ু

__বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১জন্ম মম সূর্য্য-তেজে, আকাশ মণ্ডলে।যথা ডাকে মেঘরাশি,হাসিয়া বিকট হাসি,বিজলি উজলে ||কেবা মম সম বলে,হুহুঙ্কার করি যবে, নামি রণস্থলে।কানন ফেলি উপাড়ি,গুঁড়াইয়া ফেলি বাড়ী,হাসিয়া ভাঙ্গিয়া পাড়ি,অটল অচলে।হাহাকার শব্দ তুলি এ সুখ অবনীতলে || ২পর্ব্বতশিখরে নাচি, বিষম তরসে,মাতিয়া মেঘের সনে,পিঠে করি…

সংযুক্তা

__বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সংযুক্তা1 ১। স্বপ্ন ১ নিশীথে শুইয়া, রজত পালঙ্কেপুষ্পগন্ধি শির, রাখি রামা অঙ্কে,দেখিয়া স্বপন, শিহরে সশঙ্কে,মহিষীর কোলে, শিহরে রায়।চমকি সুন্দরী, নৃপে জাগাইল,বলে প্রাণনাথ, এ বা কি হইল,লক্ষ যোধ রণে, যে না চমকিলমহিষীর কোলে সে ভয় পায়! ২ উঠিয়া নৃপতি…