কবি পাভেল চৌধুরী কবিতাঃ আলোর বৃষ্টি আলোর বৃষ্টি নামবে,ধূসর ধূলোয় দিনমানমরিচীকার চিকচিক!মেঘ কাব্যের প্রতীক্ষায় আর কতকাল?আলোর বজ্রপাত হোকহোক আলোর বজ্রধ্বনি,আলোর পঞ্জিকায় উৎসব শুরু,মেঘবেলা ছায়া ঢাকনায়অনন্ত সময়াঙ্গনে অপরিপুষ্ট হৃদয়,ত্রিমাত্রিক হৃদয়ে মুখবন্ধ হোকতিলোত্তমা প্রেমঅহর্নিশ,ভাঙা-গড়া সহস্রাব্দ আকাশ তলেভালোবাসাময় হোক পৃথিবী!আলোর বলয়ে নামুকপ্রেমের জয়ধ্বনিভালোবাসা…