কবিতা খুশি মনে জুন ৪, ২০২০অক্টোবর ৭, ২০২১ অচিনপুর এক্সপ্রেস নাসরীন মিতা পাবনা। কবিতা: খুশি মনে চাই না মোদের নতুন জামা চাই না নতুন জুতো মোরা নতুন জামা জুতা ছাড়াও চলবে মোদের ঈদ-আনন্দ। একমুঠো ভাত দাও এনে দাও জীবন বাঁচাই চলতি পথে চাই না মোদের পোলাও কোর্মা চাই না সেমাই…