– নাজিম হিকমত ১ প্রিয়তমা আমারতেমার শেষ চিঠিতেতুমি লিখেছ ;মাথা আমার ব্যথায় টন্ টন্ করছেদিশেহারা আমার হৃদয়। তুমি লিখেছ ;যদি ওরা তেমাকে ফাঁসী দেয়তেমাকে যদি হারাইআমি বাঁচব না। তুমি বেঁচে থাকবে প্রিয়তমা বধু আমারআমার স্মৃতি কালো ধোঁয়ার মত হাওয়ায় মিলিয়ে…
Tag: নাজিম হিকমত
নাজিম হিকমত
নাজিম হিকমত (জন্ম : ১৫ জানুয়ারি, ১৯০২ – মৃত্যু : ৩ জুন, ১৯৬৩) বিংশ শতাব্দী আবির্ভূত সর্বাগ্রগণ্য একজন তুর্কি ভাষার কবি ও নাট্যকার। উনিশ বৎসর বয়সে তিনি তুরস্কের স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছিলেন। স্বীয় রাজনৈতিক মতাদর্শের বিড়ম্বনায় তাকে বারবার কারাগারে নিক্ষেপ করা হয়েছে। তাঁর সারা জীবনের অর্ধেক রচনার প্রসূতিগার কারা অন্তরালের অপরিসর স্থানে ও সময়ের প্রাচুর্য্যে। তাঁর জন্ম হয়েছিল ১৯০২ সালে এবং মৃত্যু সোভিয়েত ইউনিয়নে ১৯৬৩ সালে। কখনো বলা হয়েছে তিনি “রোমান্টিক কমিউনিস্ট”, “জেলখানার কবি”; কখনো বলা হয়েছে তিনি তিনি “রোমান্টিক বিপ্লবী”। কণ্ঠে বিপ্লব ও মুক্তির গান গাইলেও নাজিম হিকমতের কবিতা গীতিময়তায় ঋদ্ধ। নিপীড়ন অধ্যুষিত বিংশ শতাব্দীর বিশ্বে বহু ভাষায় অনূদিত হয়েছে তাঁর কবিতা।
একটি কবিতায় পাবলো নেরুদা লিখেছেনঃ
“ | সদ্য মুক্তি পাওয়া বন্দীদের একজন নাজিম হিকমত তার কবিতার মতো লাল রং সোনার সুতায় বোনা জামা উপহার দিয়েছে আমায়। |
” |
১৯৫০ সালে তাঁকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়।
পরিবার
নাজিম হিকমতের নিজ তথ্য মতে, পিতা তুর্কি এবং মাতা জার্মান, পোলিশ, জর্জিয়া মিশ্র বংশোদ্ভূত। নাজিম হিকমেতের মা সার্কাসিয়া আদিগে শিকড়ের একটি বিশিষ্ট পোলিশ অসাম্প্রদায়িক পরিবার থেকে এসেছেন।