আমি তো আর কবি নই

নাছরীন মিতা পাবনা। কবিতাঃ আমি তো আর কবি নই বন্ধুত্বের প্রগাঢ়তায় উন্মোচিত করি আজ কবিতার পাড়। বন্ধুত্ব গড়ে তুলি শব্দের ডালা সাজিয়ে, তুমি তো কবি – আমি কিন্তু কবি নই… তবুও ঝরে যাওয়া শুকনো পাতায় মিশ্রিত সুখের কাব্য লিখে রেখেছি…