__নবকৃষ্ণ ভট্টাচার্য ব’সে ব’সে অঙ্ক ক’ষে পারি নে আর ভাই,কিছুতে আর অ্যানসারটা মিলছে না যে ছাই।যোগ ক’রে মিলল না যখন,বিয়োগ ক’রে দেখনু তখন,একে একে গুণ ভাগও ত ক’রতে ছাড়ি নাই,কিছুতে যে মিলছে না, তার উপায় কোথা পাই ! অঙ্ক নিয়েই…
Tag: নবকৃষ্ণ ভট্টাচার্য
কবি নবকৃষ্ণ ভট্টাচার্য ((Navkrishna Bhattacharya) ) বিশিষ্ট কবি ও শিশুসাহিত্যিক। তিনি জন্মগ্রহণ করেন ভারতের পশ্চিম বঙ্গের হাওড়ায় জেলায়। পিতার নাম রাজনারায়ণ তর্কবাচস্পতি।
নবকৃষ্ণ ভট্টাচার্য (Navkrishna Bhattacharya) সংক্ষিপ্ত জীবনী
নবকৃষ্ণ ভট্টাচার্য (Navkrishna Bhattacharya) শিশু সাহিত্যিক নবকৃষ্ণ ভট্টাচার্য ১৮৫৯ খ্রিস্টাব্দে আমতায়, হাওড়ার নারিটে জন্মগ্রহণ করেন। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল ছবির ছড়া, বালক পাঠ, কবিতা কুসুম, সুখবোধ ব্যাকরণ, ছেলেখেলা ইত্যাদি। তিনি সখা পত্রিকার সম্পাদক এবং মাসিক বসুমতী পত্রিকার সহসম্পাদক ছিলেন। ১৮৩৯ খ্রিস্টাব্দে নবকৃষ্ণ ভট্টাচার্যের মৃত্যু হয়।
গুরুত্বপূর্ণ লেখা
নবকৃষ্ণ ভট্টাচার্য (Navkrishna Bhattacharya) শিশু-সাহিত্যিক হিসেবে তিনি খ্যাতি পেয়েছিলেন। তাঁর রচনার মধ্যে রয়েছে “শিশুরঞ্জন রামায়ণ” (১৮৯১), “ছেলেখেলা” (১৮৯৮), “টুকটুকে রামায়ণ” (১৯১০), “পুষ্পাঞ্জলী” (১৯৩৪), “ছবির ছড়া” (১৯৩৬) প্রভৃতি। তাঁর জনপ্রিয় বিখ্যাত কবিতার মধ্যে রয়েছে “গোকুলে মধু ফুরায়ে গেল আঁধার আজি কুঞ্জবন”, “মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি” প্রভৃতি।