– চন্দ্রাবতী ধারাস্রোতে ফুলেশ্বরী নদী বহি যায়।বসতি যাদবানন্দ করেন তথায়।।ভট্টাচার্য্য বংশে জন্ম, অঞ্জনা ঘরণী।বাঁশের পাল্লায় তালপাতার ছাউনি।।ঘট বসাইয়া সদা পূজে মনসায়।কোপ করি সেই হেতু লক্ষ্মী ছেড়ে যায়।।দ্বিজবংশী পুত্র হৈল মনসার বরে।ভাসান গাইয়া যিনি বিখ্যাত সংসারে।।ঘরে নাই ধান-চাল, চালে নাই ছানি।আকর…
Tag: চন্দ্রাবতী
চন্দ্রাবতী
চন্দ্রাবতী ষোড়শ শতাব্দীর কবি এবং বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম বাঙালি মহিলা কবি৷ এই বিদুষী নারী অন্যান্য কাব্য ছাড়াও পিতার আদেশে বাংলা ভাষায় রামায়ণ রচনা করেছিলেন। পরবর্তীকালে, মৈমনসিংহ গীতিকার এক কবি নয়ানচাঁদ ঘোষ চন্দ্রাবতী চরিতকথা রচনা করেন।
জন্ম ও পরিবার
তার পিতা মনসা মঙ্গল কাব্যের অন্যতম রচয়িতা বংশীদাস ভট্টাচার্য এবং মাতার নাম সুলোচনা বা অঞ্জনা৷ দীনেশচন্দ্র সেনের মতে তিনি আনুমানিক ১৫৫০ সালে জন্মেছিলেন।নিবাস অধুনা বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার পাতুয়ার বা পাটোয়ারী গ্রামে৷ জীবনকাল ষোড়শ শতাব্দীর দ্বিতীয়ার্ধ। স্বরচিত রামায়ণের ভূমিকায় চন্দ্রাবতী আত্মপরিচয় দিয়েছেন
সাহিত্যকর্ম
মৈমনসিংহ গীতিকায় তার নিজের রচিত ‘মলুয়া’ গীতিকাব্যে এবং তার জীবনী অবলম্বনে পরবর্তী সময়কার কবি নয়ানচাঁদ ঘোষ রচিত ‘চন্দ্রাবতী’ পালায় তার কথা পাওয়া যায়৷ তার জীবনের ট্র্যাজেডি নিয়ে রচিত লোকগাঁথা শতাব্দীর পর শতাব্দী ধরে অবিভক্ত ময়মনসিংহ জেলার মানুষের মুখে মুখে ফিরে এসেছে৷ তার রচিত রামায়ণ কিছুকাল আগেও ময়মনসিংহ অঞ্চলের মেয়েরা বিবাহোপলক্ষে গান করত। চন্দ্রাবতী নিজের কাব্য ছাড়াও পিতা বংশীদাসের মনসামঙ্গল কাব্যের অনেকাংশ রচনা করেছিলেন।
চন্দ্রাবতীর রচিত কাব্যগুলি হল
- মলুয়া,
- দস্যু কেনারামের পালা (মনসার ভাসান, রচনাকাল: ১৫৭৫ শকাব্দ),
- রামায়ণ(অসমাপ্ত)।
ড. দীনেশচন্দ্র সেন ১৯৩২ সালে চন্দ্রাবতীর রামায়ণ প্রকাশ করেন। লৌকিক মানবিক ও কিছু মৌলিক উপাদান সংযোগের ফলে এই রামায়ণ কাব্যটি বিশেষ মর্যাদা লাভ করেছে। দীনেশচন্দ্রের মতে, মাইকেল মধুসূদন দত্ত তার মেঘনাদবধ কাব্যের সীতা-সরমার কথোপকথনের অংশটি ‘চন্দ্রাবতীর রামায়ণ’ থেকে গ্রহণ করেছিলেন।
জন সংস্কৃতিতে চন্দ্রাবতী
গীত ও পালাঃ ষোড়শ শতক হতে ময়মনসিংহে ঘরে ঘরে চন্দ্রাবতীর পালা ও গীত পঠিত হয়েছে। তাঁর রামায়ণ গান পশ্চিমবঙ্গের অনেক স্থানে পঠিত ও মহিলাদের দ্বারা গীত হয়েছে।
নাটকঃ কবি নয়ান চাঁদের ‘চন্দ্রাবতী পালা’ অবলম্বনে কুষ্টিয়ার বোধন থিয়েটার ও ঢাকার সংস্কার নাট্যদল ‘চন্দ্রাবতী কথা’ ও ‘গীতি চন্দ্রাবতী’ নামক দুইটি মঞ্চ নাটকে কবি চন্দ্রাবতীর জীবনালেখ্য পরিবেশন করে।
চলচ্চিত্রঃ কবি নয়ান চাঁদের ‘চন্দ্রাবতী পালা’ অবলম্বনে এন রাশেদ চৌধুরীর পরিচালনায় ‘চন্দ্রাবতী কথা‘ নামক পূর্ণ্যদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মিত হয়েছে।