এ ঘোর রজনী

– চণ্ডীদাস এ ঘোর রজনী, মেঘের ঘটা,কেমনে আইল বাটে?আঙ্গিনার কোণে তিতিছে বঁধুয়া,দেখিয়া পরাণ ফাটে।সই, কি আর বলিব তোরে,বহু পুণ্যফলে সে-হেন বঁধুয়াআসিয়া মিলল মোরে।ঘরে গুরুজন, ননদী দারুণ,বিলম্বে বাহির হৈনু –আহা মরি মরি, সংকেত করিয়া

মানবিক প্রেমের কয়েকটি পদ

– চণ্ডীদাস “ব্রহ্মাণ্ড ব্যাপিয়া আছয়ে যে জন, কেহ না জানয়ে তারে।প্রেমের আরতি যে জন জানয়ে সেই সে চিনিতে পারে।।” “মরম না জানে, মরম বাথানে, এমন আছয়ে যারা।কাজ নাই সখি, তাদের কথায়, বাহিরে রহুন তারা।আমার বাহির দুয়ারে কপাট লেগেছে – ভিতর…