প্রণয়ের প্রথম চুম্বন

– কায়কোবাদ (১)মনে কি পড়ে গো সেই প্রথম চুম্বন!যবে তুমি মুক্ত কেশেফুলরাণী বেশে এসে,করেছিলে মোরে প্রিয় স্নেহ-আলিঙ্গন!মনে কি পড়ে গো সেই প্রথম চুম্বন? (২)প্রথম চুম্বন!মানব জীবনে আহা শান্তি-প্রস্রবণ!কত প্রেম কত আশা,কত স্নেহ ভালবাসা,বিরাজে তাহায়, সে যে অপার্থিব ধন!মনে কি পড়ে…

সুখ

– কায়কোবাদ “সুখ সুখ” বলে তুমি, কেন কর হা-হুতাশ,সুখ ত পাবে না কোথা, বৃথা সে সুখের আশ !পথিক মরুভূ মাঝে খুঁজিয়া বেড়ায় জল,জল ত মিলে না সেথা, মরীচিকা করে ছল !তেমতি এ বিশ্ব মাঝে, সুখ ত পাবে না তুমি,মরীচিকা প্রায়…

প্রেম -প্রতিমা

– কায়কোবাদ ( ১ )আমি দেখিতাম শুধু তারে!মধুর চাঁদনীময়ী মধুরা যামিনী,শশধর হাসিত অম্বরে!সে থখন ধীরে ধীরে, এসে এই নদীতীরে,গাইত প্রেমের গীত মাতায়ে ধরণী ;তাহার মধুর স্বরে মুকুতা পড়িত ঝ’রেনীরবে বহিয়া যেত আকুলা তটিনী!আমি দেখিতাম শুধু তারে! ( ২ )সে আমার…

সায়াহ্নে

– কায়কোবাদ হে পান্থ, কোথায় যাও কোন্ দূরদেশেকার আশে? সে কি তোমা করিছে আহ্বান?সম্মুখে তামসী নিশা রাক্ষসীর বেশেশোন না কি চারিদিকে মরণের তান!সে তোমারে ওহে পান্থ, হাসিমুখে এসে,সে তোমারে ছলে বলে গ্রাসিবে এখনি |যেয়োনা একাকী পান্থ, সে দূর বিদেশে,ফিরে এসো,…

নিবেদন

– কায়কোবাদ ১আঁধারে এসেছি আমিআধারেই যেতে চাই !তোরা কেন পিছু পিছুআমারে ডাকিস্‌ ভাই !আমিতো ভিখারী বেশেফিরিতেছি দেশে দেশেনাহি বিদ্যা, নাহি বুদ্ধিগুণ তো কিছুই নাই !২আলো তো লাগে না ভালআধারি যে ভালবাসি !আমিতো পাগল প্রাণেকভূ কাঁদি, কভূ হাসি !চাইনে ঐশ্বর্য-ভাতি, চাইনে…

বিদায়ের শেষ চুম্বন

– কায়কোবাদ ( ১ )আবার, আবার সেই বিদায়-চুম্বন,আলেয়ার আলো প্রায়,আঁধারে ডুবায়ে যায়,স্মৃতিটি রাখিয়া হায় করিতে দাহন! ( ২ )বিদায়-চুম্বন,উভয়েরি প্রাণে করে অগ্নি বরিষণ,উভয়ে উভয় তরে,আকুলি ব্যাকুলি করে,উভয়েরি হৃদিস্তরে যাতনা-ভীষণ!এমনি কঠোর হায় বিদায়-চুম্বন! ( ৩ )প্রণয়ের মধুমাখা প্রথম চুম্বনে,শুধু সুখ সমুল্লাস…

সায়াহ্নে

– কায়কোবাদ হে পান্থ, কোথায় যাও কোন্ দূরদেশেকার আশে? সে কি তোমা করিছে আহ্বান?সম্মুখে তামসী নিশা রাক্ষসীর বেশেশোন না কি চারিদিকে মরণের তান!সে তোমারে ওহে পান্থ, হাসিমুখে এসে,সে তোমারে ছলে বলে গ্রাসিবে এখনি |যেয়োনা একাকী পান্থ, সে দূর বিদেশে,ফিরে এসো,…