দারিদ্র্য

– কাজী নজরুল ইসলাম হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান্‌।তুমি মোরে দানিয়াছ খ্রীষ্টের সম্মানকন্টক-মুকুট শোভা।-দিয়াছ, তাপস,অসঙ্কোচ প্রকাশের দুরন্ত সাহস;উদ্ধত উলঙ্গ দৃষ্টি, বাণী ক্ষুরধার,বীণা মোর শাপে তব হ’ল তরবার! দুঃসহ দাহনে তব হে দর্পী তাপস,অম্লান স্বর্ণেরে মোর করিলে বিরস,অকালে শুকালে মোর…

বিদায়-স্মরণে

__কাজী নজরুল ইসলাম পথের দেখা এ নহে গো বন্ধুএ নহে পথের আলাপন।এ নহে সহসা পথ-চলা শেষেশুধু হাতে হাতে পরশন।।নিমেষে নিমেষে নব পরিচয়েহ’লে পরিচিত মোদের হৃদয়ে,আসনি বিজয়ী-এলে সখা হ’য়ে,হেসে হ’রে নিলে প্রাণ-মন।।রাজাসনে বসি’ হওনি ক’ রাজা,রাজা হ’লে বসি, হৃদয়ে,তাই আমাদের চেয়ে…

অ-নামিকা

__কাজী নজরুল ইসলাম তোমারে বন্দনা করিস্বপ্ন-সহচরীলো আমার অনাগত প্রিয়া,আমার পাওয়ার বুকে না-পাওয়ার তৃষ্ণা-জাগানিয়া!তোমারে বন্দনা করি….হে আমার মানস-রঙ্গিণী,অনন্ত-যৌবনা বালা, চিরন্তন বাসনা-সঙ্গিনী!তোমারে বন্দনা করি….নাম-নাহি-জানা ওগো আজো-নাহি-আসা!আমার বন্দনা লহ, লহ ভালবাসা….গোপণ-চারিণী মোর, লো চির-প্রেয়সী!সৃষ্টি-দিন হ’তে কাঁদ’ বাসনার অন্তরালে বসি’-ধরা নাহি দিলে দেহে।তোমার কল্যাণ-দীপ…

গোপন প্রিয়া

– কাজী নজরুল ইসলাম পাইনি ব’লে আজো তোমায় বাসছি ভালো, রাণি,মধ্যে সাগর, এ-পার ও-পার করছি কানাকানি!আমি এ-পার, তুমি ও-পার,মধ্যে কাঁদে বাধার পাথারও-পার হ’তে ছায়া-তরু দাও তুমি হাত্‌ছানি,আমি মরু, পাইনে তোমার ছায়ার ছোঁওয়াখানি। নাম-শোনা দুই বন্ধু মোরা, হয়নি পরিচয়!আমার বুকে কাঁদছে…

লিচু চোর

– কাজী নজরুল ইসলাম বাবুদের তাল-পুকুরেহাবুদের ডাল-কুকুরেসে কি বাস করলে তাড়া,বলি থাম একটু দাড়া। পুকুরের ঐ কাছে নালিচুর এক গাছ আছে নাহোথা না আস্তে গিয়েয়্যাব্বড় কাস্তে নিয়েগাছে গো যেই চড়েছিছোট এক ডাল ধরেছি, ও বাবা মড়াত করেপড়েছি সরাত জোরে।পড়বি পড়…

মোহর্‌রম

__কাজী নজরুল ইসলাম নীল সিয়া আসমা লালে লাল দুনিয়া,–‘আম্মা ! লাল তেরি খুন কিয়া খুনিয়া’।কাঁদে কোন্ ক্রদসী কারবালা ফোরাতে,সে কাঁদনে আঁসু আনে সীমারেরও ছোরাতে !রুদ্র মাতম্ ওঠে দুনিয়া দামেশকে–‘জয়নালে পরাল এ খুনিয়ারা বেশ কে?‘হায় হায় হোসেনা’ ওঠে রোল ঝন্‌ঝায়,তল্‌ওয়ার কেঁপে…

কোরবানি

__কাজী নজরুল ইসলাম ওরে হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’, শক্তির উদ্‌বোধন।দুর্বল! ভীরু! চুপ রহো, ওহো খাম্‌খা ক্ষুব্ধ মন!ধ্বনি ওঠে রণি দূর বাণীর,–আজিকার এ খুন কোর্‌বানির!দুম্বা-শির রুম্-বাসীরশহীদের শির-সেরা আজি। –রহমান কি রুদ্র নন?বাস্‍! চুপ খামোশ রোদন!আজ শোর ওঠে জোর ‘খুন দে, জান…

খেয়া-পারের তরণী

__কাজী নজরুল ইসলাম যাত্রীরা রাত্তিরে হতে এল খেয়া পার,বজ্রেরি তূর্যে এ গর্জেছে কে আবার?প্রলয়েরি আহ্বান ধ্বনিল কে বিষাণে!ঝন্‌ঝা ও ঘন দেয়া স্বনিল রে ঈশানে! নাচে পাপ-সিন্ধুতে তুঙ্গ তরঙ্গ!মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ!নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে,ত্রাসে কাঁপে তরণীর পাপী যত নিঃস্বে। তমসাবৃতা…

শাত-ইল-আরব

__কাজী নজরুল ইসলাম শাতিল্ আরব! শাতিল্ আরব!! পূত যুগে যুগে তোমার তীর।শহীদের লোহু, দিলিরের খুন ঢেলেছে যেখানে আরব-বীর।যুঝেছে এখানে তুর্কি-সেনানী,য়ুনানি, মিস্‌রি, আর্‌বি, কেনানি–লুটেছে এখানে মুক্ত আজাদ্‌ বেদুঈন্‌দের চাঙ্গা শির!নাঙ্গা-শির্–শম্‌শের হাতে, আঁসু-আঁখে হেথা মূর্তি দেখেছি বীর-নারীর!শাতিল্ আরব! শাতিল্ আরব!! পূত যুগে…

রণ-ভেরী

__কাজী নজরুল ইসলাম [গ্রীসের বিরুদ্ধে আঙ্গোরা-তুর্ক-গভর্ণমেন্ট যে যুদ্ধ চালাইতেছিলেন, সেই যুদ্ধে কামাল পাশার সাহায্যের জন্য ভারতবর্ষ হইতে দশ হাজার স্বেচ্ছা-সৈনিক প্রেরণের প্রস্তাব শুনিয়া লিখিত] ওরে আয়!ঐ মহা-সিন্ধুর পার হতে ঘন রণ-ভেরী শোনা যায়–ওরে আয়!ঐ ইস্‌লাম ডুবে যায়!যত শয়তানসারা ময়দানজুড়ি খুন…

কামাল পাশা

__কাজী নজরুল ইসলাম [তখন শরৎ-সন্ধ্যা। আস্মানের আঙিনা তখন কার্বালা ময়দানের মতো খুনখারাবির রঙে রঙিন। সেদিনকার মহা-আহবে গ্রীক-সৈন্য সম্পূর্ণরূপে বিধ্বস্ত হইহা গিয়াছে। তাহাদের অধিকাংশ সৈন্যই রণস্থলে হত অবস্থায় পড়িয়া রহিয়াছে। বাকি সব প্রাণপণে পৃষ্ঠ প্রদর্শন করিতেছে। তুরস্কের জাতীয় সৈন্যদলের কাণ্ডারী বিশ্বত্রাস…

ধূমকেতু

__কাজী নজরুল ইসলাম আমি যুগে যুগে আসি, আসিয়াছি পুন মহাবিপ্লব হেতুএই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু!সাত— সাতশো নরক-জ্বালা জলে মম ললাটে,মম ধূম-কুণ্ডলী করেছে শিবের ত্রিনয়ন ঘন ঘোলাটে।আমি অশিব তিক্ত অভিশাপ,আমি স্রষ্টার বুকে সৃষ্টি-পাপের অনুতাপ-তাপ-হাহাকার—আর মর্তে সাহারা-গোবি-ছাপ,আমি অশিব তিক্ত অভিশাপ! আমি সর্বনাশের…

আগমনী

__কাজী নজরুল ইসলাম একি রণ-বাজা বাজে ঘন ঘন– ঝন রনরন রন ঝনঝন! সেকি দমকি দমকি ধমকি ধমকি দামা-দ্রিমি-দ্রিমি গমকি গমকি ওঠে চোটে চোটে, ছোটে লোটে ফোটে বহ্নি-ফিনিকি চমকি চমকি ঢাল-তলোয়ারে খনখন! একি রণ-বাজা বাজে ঘন ঘন রণ ঝনঝন ঝন রণরণ!…

রক্তাম্বরধারিণী মা 

__কাজী নজরুল ইসলাম রক্তাম্বর পর মা এবারজ্বলে পুড়ে যাক শ্বেত বসন।দেখি ঐ করে সাজে মা কেমনবাজে তরবারি ঝনন-ঝন।সিঁথির সিঁদুর মুছে ফেল মা গোজ্বাল সেথা জ্বাল কাল্-চিতা।তোমার খড়গ-রক্ত হউকস্রষ্টার বুকে লাল ফিতা।এলোকেশে তব দুলুক ঝন্‌ঝাকাল-বৈশাখী ভীম তুফান,চরণ-আঘাতে উদ্গারে যেনআহত বিশ্ব রক্ত-বান।নিশ্বাসে…

বিদ্রোহী

 – কাজী নজরুল ইসলাম বল বীর –বল উন্নত মম শির!শির নেহারি’ আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!বল বীর –বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি’চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি’ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়াখোদার আসন ‘আরশ’ ছেদিয়া,উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ববিধাতৃর!মম ললাটে রুদ্র ভগবান জ্বলে রাজ-রাজটীকা দীপ্ত…

প্রলয়োল্লাস

 __কাজী নজরুল ইসলাম তোরা সব জয়ধ্বনি কর্ !তোরা সব জয়ধ্বনি কর্ !!ঐ নূতনের কেতন ওড়ে কাল্-বোশেখীর ঝড় !তোরা সব জয়ধ্বনি কর্ !তোরা সব জয়ধ্বনি কর্ !!আসছে এবার অনাগত প্রলয়-নেশার নৃত্য-পাগল,সিন্ধু-পারের সিংহ-দ্বারে ধমক হেনে ভাঙল আগল !মৃত্যু-গহন অন্ধকূপেমহাকালের চণ্ড-রূপে—বজ্র-শিখার মশাল জ্বেলে…

কুলি-মজুর

 __কাজী নজরুল ইসলাম দেখিনু সেদিন রেলে,কুলি ব’লে এক বাবু সা’ব তারে ঠেলে দিলে নীচে ফেলে!চোখ ফেটে এল জল,এমনি ক’রে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল?যে দধীচিদের হাড় দিয়ে ঐ বাষ্প-শকট চলে,বাবু সা’ব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে।বেতন দিয়াছ?-চুপ রও…

কারার ঐ লৌহ-কপাট

গান: কারার ঐ লৌহ-কপাট ১কারার ঐ লৌহকপাট,ভেঙ্গে ফেল, কর রে লোপাট,রক্ত-জমাটশিকল পূজার পাষাণ-বেদী।ওরে ও তরুণ ঈশান!বাজা তোর প্রলয় বিষাণ!ধ্বংস নিশানউড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। ২গাজনের বাজনা বাজা!কে মালিক? কে সে রাজা?কে দেয় সাজামুক্ত স্বাধীন সত্যকে রে?হা হা হা পায় যে হাসি,ভগবান…

পথহারা

কবিতা: পথহারা বেলা শেষে উদাস পথিক ভাবে,সে যেন কোন অনেক দূরে যাবে –উদাস পথিক ভাবে। ‘ঘরে এস’ সন্ধ্যা সবায় ডাকে,‘নয় তোরে নয়’ বলে একা তাকে;পথের পথিক পথেই বসে থাকে,জানে না সে কে তাহারে চাবে।উদাস পথিক ভাবে। বনের ছায়া গভীর ভালোবেসেআঁধার…

Posts navigation