জাগরণী

__কাজী নজরুল ইসলাম কোরাস্:—ভিক্ষা দাও! ভিক্ষা দাও!ফিরে চাও ওগো পুরবাসী,সন্তান দ্বারে উপবাসী,দাও মানবতা ভিক্ষা দাও!জাগো গো,জাগো গো,তন্দ্রা-অলস জাগো গো,জাগো রে! জাগো রে! ১মুক্ত করিতে বন্দিনী মা’য়কোটি বীরসুত ঐ হেরো ধায়মৃত্যু-তোরণ-দ্বার-পানে—কার টানে?দ্বার খোলো দ্বার খোলো!একবার ভুলে ফিরিয়া চাও। কোরাস্:— ভিক্ষা দাও……

সর্বহারা

__কাজী নজরুল ইসলাম ব্যথার সাতার-পানি-ঘেরাচোরাবালির চর,ওরে পাগল! কে বেঁধেছিসসেই চরে তোর ঘর?শূন্যে তড়িৎ দেয় ইশারা,হাট তুলে দে সর্বহারা,মেঘ-জননীর অশ্র”ধারাঝ’রছে মাথার’ পর,দাঁড়িয়ে দূরে ডাকছে মাটিদুলিয়ে তর”-কর।। কন্যারা তোর বন্যাধারায়কাঁদছে উতরোল,ডাক দিয়েছে তাদের আজিসাগর-মায়ের কোল।নায়ের মাঝি! নায়ের মাঝি!পাল তু’লে তুই দে রে…

ফরিয়াদ

__কাজী নজরুল ইসলাম এই ধরণীর ধূলি-মাখা তব অসহায় সন্তানমাগে প্রতিকার, উত্তর দাও, আদি-পিতা ভগবান!-আমার আঁখির দুখ-দীপ নিয়াবেড়াই তোমার সৃষ্টি ব্যাপিয়া,যতটুকু হেরি বিস্ময়ে মরি, ভ’রে ওঠে সারা প্রাণ!এত ভালো তুমি? এত ভালোবাসা? এত তুমি মহীয়ান্‌?ভগবান! ভগবান! তোমার সৃষ্টি কত সুন্দর, কত…

ছাত্রদলের গান

__কাজী নজরুল ইসলাম আমরা শক্তি আমরা বলআমরা ছাত্রদল।মোদের পায়ের তলায় মুর্সে তুফানউর্ধ্বে বিমান ঝড়-বাদল।আমরা ছাত্রদল।। মোদের আঁধার রাতে বাধার পথেযাত্রা নাঙ্গা পায়,আমরা শক্ত মাটি রক্তে রাঙাইবিষম চলার ঘায়!যুগে-যুগে রক্তে মোদেরসিক্ত হ’ল পৃথ্বীতল!আমরা ছাত্রদল।।মোদরে কক্ষচ্যুত ধুমকেতু-প্রায়লক্ষহারা প্রাণ,আমরা ভাগ্যদেবীর যজ্ঞবেদীরনিত্য বলিদান।যখন লক্ষ্মীদেবী…

কাণ্ডারী হুশিয়ার!

– কাজী নজরুল ইসলাম ১দুর্গম গিরি কান্তার-মরু দুস্তর পারাবারলঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়ার!দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভূলিতেছে মাঝি পথ,ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ?কে আছ জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যত।এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে…

আমার কৈফিয়ৎ

__কাজী নজরুল ইসলাম বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই ‘নবী’,কবি ও অকবি যাহা বলো মোরে মুখ বুঁজে তাই সই সবি!কেহ বলে, ‘তুমি ভবিষ্যতে যেঠাঁই পাবে কবি ভবীর সাথে হে!যেমন বেরোয় রবির হাতে সে চিরকেলে-বাণী কই কবি?’দুষিছে সবাই, আমি তবু গাই…

১৪০০ সাল

__কাজী নজরুল ইসলাম [কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের “আজি হতে শতবর্ষ পরে” পড়িয়া] আজি হ’তে শত বর্ষ আগে!কে কবি, স্মরণ তুমি ক’রেছিলে আমাদেরে শত আনুরাগে,আজি হ’তে শত বর্ষ আগে। ধেয়ানী গো, রহস্য-দুলাল!উতারি’ ঘোমটাখানি তোমার আঁখির আগেকবে এল সুদূর আড়াল? আনাগত আমাদের দখিন-দূয়ারীবাতায়ন…

বাতায়ন-পাশে গুবাক-তরুর সারি

__কাজী নজরুল ইসলাম বিদায়, হে মোর বাতায়ন-পাশে নিশীথ জাগার সাথী !ওগো বন্ধুরা, পান্ডুর হ’য়ে এল বিদায়ের রাতি !আজ হ’তে হ’ল বন্ধ আমার জানালার ঝিলিমিলি,আজ হ’তে হ’ল বন্ধ মোদের আলাপন নিরিবিলি —— অস্ত-আকাশ-অলিন্দে তার শীর্ণ-কপোল রাখি’কাঁদিতেছে চাঁদ, “মুসাফির জাগো, নিশি আর…

বর্ষা-বিদায়

__কাজী নজরুল ইসলাম ওগো বাদলের পরী!যাবে কোন্ দূরে ঘাটে বাঁধা তব কেতকী পাতার তরী!ওগো ও ক্ষণিকায়, পুব-অভিসার ফুরাল কি আজ তব?পহিল ভাদরে পড়িয়াছে মনে কোন্ দেশ অভিনব? তোমার কপোল-পরশ না পেয়ে পাণ্ডুর কেয়া-রেণু/তোমারে স্মরিয়া ভাদরের ভরা নদীতটে কাঁদে বেনু। কুমারী…

তোমারে পড়িছে মনে

__কাজী নজরুল ইসলাম তোমারে পড়িছে মনেআজি নীপ-বালিকার ভীরু-শিহরণে,যুথিকার অশ্রুসিক্ত ছলছল মুখেকেতকী-বধূর অবগুন্ঠিত ও বুকে-তোমারে পড়িছে মনে।হয়তো তেমনি আজি দূর বাতায়নেঝিলিমিলি-তলেম্লান লুলিত অঞ্ছলেচাহিয়া বসিয়া আছ একা,বারে বারে মুছে যায় আঁখি-জল-লেখা।বারে বারে নিভে যায় শিয়রেরে বাতি,তুমি জাগ, জাগে সাথে বরষার রাতি। সিক্ত-পক্ষ…

সাম্যবাদী

__কাজী নজরুল ইসলাম আদি উপসনালয়-উঠিল আবার নতুন করিয়া- ভুত প্রেত সমুদয়তিন শত ষাট বিগ্রহ আর আমুর্তি নতুন করি’বসিল সোনার বেদীতে রে হায় আল্লার ঘর ভরি’। সহিতে না পারি’ এ দৃশ্য, এই স্রষ্টার অপমান,ধেয়ানে মুক্তি-পথ খোঁজে নবী, কাঁদিয়া ওঠে পরান।“খদিজারে কন-…

হিন্দু-মুসলিম যুদ্ধ

__কাজী নজরুল ইসলাম মাভৈঃ! মাভৈঃ! এতদিনে বুঝি জাগিল ভারতে প্রাণসজীব হইয়া উঠিয়াছে আজ শ্মশান গোরস্থান!ছিল যারা চির-মরণ-আহত,উঠিয়াছে জাগি’ ব্যথা-জাগ্রত,‘খালেদ’ আবার ধরিয়াছে অসি, ‘অর্জুন’ ছোঁড়ে বাণ।জেগেছে ভারত, ধরিয়াছে লাঠি হিন্দু-মুসলমান! মরিছে হিন্দু, মরে মুসলিম এ উহার ঘায়ে আজ,বেঁচে আছে যারা মরিতেছে…

সব্যসাচী

__কাজী নজরুল ইসলাম ওরে ভয় নাই আর, দুলিয়া উঠেছে হিমালয়-চাপা প্রাচী,গৌরশিখরে তুহিন ভেদিয়া জাগিছে সব্যসাচী!দ্বাপর যুগের মৃত্যু ঠেলিয়াজাগে মহাযোগী নয়ন মেলিয়া,মহাভারতের মহাবীর জাগে, বলে ‘আমি আসিয়াছি।’নব-যৌবন-জলতরঙ্গে নাচে রে প্রাচীন প্রাচী! বিরাট কালের অজ্ঞাতবাস ভেদিয়া পার্থ জাগে,গান্ডীব ধনু রাঙিয়া উঠিল লক্ষ…

পথের দিশা

__কাজী নজরুল ইসলাম চারিদিকে এই গুণ্ডা এবং বদমায়েসির আখ্‌ড়া দিয়েরে অগ্রদূত, চ’লতে কি তুই পারবি আপন প্রাণ বাঁচিয়ে?পারবি যেতে ভেদ ক’রে এই বক্র-পথের চক্রব্যুহ?উঠবি কি তুই পাষাণ ফুঁড়ে বনস্পতি মহীরুহ?আজকে প্রাণের গো-ভাগাড়ে উড়ছে শুধু চিল-শকুনি,এর মাঝে তুই আলোকে-শিশু কোন্‌ অভিযান…

নারী

– কাজী নজরুল ইসলাম সাম্যের গান গাই-আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই!বিশ্বে যা-কিছু মহান্‌ সৃষ্টি চির-কল্যাণকর,অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।বিশ্বে যা-কিছু এল পাপ-তাপ বেদনা অশ্রুবারি,অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী।নরককুন্ড বলিয়া কে তোমা’ করে নারী হেয়-জ্ঞান?তারে বলো,…

বারাঙ্গনা

__কাজী নজরুল ইসলাম কে তোমায় বলে বারাঙ্গনা মা, কে দেয় থুতু ও-গায়ে?হয়ত তোমায় স-ন্য দিয়াছে সীতা-সম সতী মায়ে।না-ই হ’লে সতী, তবু তো তোমরা মাতা-ভগিনীরই জাতি;তোমাদের ছেলে আমাদেরই মতো, তারা আমাদের জ্ঞাতি;আমাদেরই মতো খ্যাতি যশ মান তারাও লভিতে পারে,তাহাদের সাধনা হানা…

পাপ

__কাজী নজরুল ইসলাম সাম্যের গান গাই!-যত পাপী তাপী সব মোর বোন, সব হয় মোর ভাই।এ পাপ-মুলুকে পাপ করেনি করেনিক’ কে আছে পুরুষ-নারী?আমরা ত ছার; পাপে পঙ্কিল পাপীদের কাণ্ডারী!তেত্রিশ কোটি দেবতার পাপে স্বর্গ সে টলমল,দেবতার পাপ-পথ দিয়া পশে স্বর্গে অসুর দল!আদম…

মানুষ

– কাজী নজরুল ইসলাম গাহি সাম্যের গান-মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান্‌ ।নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি,সব দেশে সব কালে ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।-‘পূজারী দুয়ার খোলো,ক্ষুধার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে পূজার সময় হ’ল!’স্বপন দেখিয়া আকুল পূজারী খুলিল ভজনালয়,দেবতার বরে…

ঈশ্বর

__কাজী নজরুল ইসলাম কে তুমি খুঁজিছ জগদীশ ভাই আকাশ পাতাল জুড়ে’কে তুমি ফিরিছ বনে-জঙ্গলে, কে তুমি পাহাড়-চূড়ে?হায় ঋষি দরবেশ,বুকের মানিকে বুকে ধ’রে তুমি খোঁজ তারে দেশ-দেশ।সৃষ্টি রয়েছে তোমা পানে চেয়ে তুমি আছ চোখ বুঁজে,স্রষ্টারে খোঁজো-আপনারে তুমি আপনি ফিরিছ খুঁজে!ইচ্ছা-অন্ধ! আঁখি…

সাম্যবাদী

__কাজী নজরুল ইসলাম গাহি সাম্যের গান-যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধানযেখানে মিশছে হিন্দু-বৌদ্ধ-মুস্‌লিম-ক্রীশ্চান।গাহি সাম্যের গান!কে তুমি?- পার্সী? জৈন? ইহুদী? সাঁওতাল, ভীল, গারো?কন্‌ফুসিয়াস্‌? চার্বআখ চেলা? ব’লে যাও, বলো আরো!বন্ধু, যা-খুশি হও,পেটে পিঠে কাঁধে মগজে যা-খুশি পুঁথি ও কেতাব বও,কোরান-পুরাণ-বেদ-বেদান্ত-বাইবেল-ত্রিপিটক-জেন্দাবেস্তা-গ্রন্থসাহেব প’ড়ে…

পূজারিণী

__কাজী নজরুল ইসলাম এত দিনে অবেলায়-প্রিয়তম!ধূলি-অন্ধ ঘূর্ণি সমদিবাযামীযবে আমিনেচে ফিরি র”ধিরাক্ত মরণ-খেলায়-এ দিনে অ-বেলায়জানিলাম, আমি তোমা’ জন্মে জন্মে চিনি।পূজারিণী!ঐ কন্ঠ, ও-কপোত- কাঁদানো রাগিণী,ঐ আখি, ঐ মুখ,ঐ ভুর”, ললাট, চিবুক,ঐ তব অপরূপ রূপ,ঐ তব দোলো-দোলো গতি-নৃত্য দুষ্ট দুল রাজহংসী জিনি’-চিনি সব…

পিছু-ডাক

__কাজী নজরুল ইসলাম সখি! নতুন ঘরে গিয়ে আমায় প’ড়বে কি আর মনে?সেথা তোমার নতুন পূজা নতুন আযোজনে!প্রথম দেখা তোমায় আমায়যে গৃহ-ছায় যে আঙিনায়,যেথায় প্রতি ধূলিকণায়,লতাপাতার সনেনিত্য চেনার বিত্ত রাজে চিত্ত-আরাধনে,শূন্য সে ঘর শূন্য এখন কাঁদছে নিরজনে।। সেথা তুমি যখন ভুল্‌তে…

পথহারা

__কাজী নজরুল ইসলাম বেলা শেষে উদাস পথিক ভাবে,সে যেন কোন অনেক দূরে যাবে –উদাস পথিক ভাবে। ‘ঘরে এস’ সন্ধ্যা সবায় ডাকে,‘নয় তোরে নয়’ বলে একা তাকে;পথের পথিক পথেই বসে থাকে,জানে না সে কে তাহারে চাবে।উদাস পথিক ভাবে। বনের ছায়া গভীর…

কবি-রাণী

__কাজী নজরুল ইসলাম তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি।আমার এ রূপ-সে যে তোমায় ভালোবাসার ছবি।।আপন জেনে হাত বাড়ালো-আকাশ বাতাস প্রভাত-আলো,বিদায়-বেলার সন্ধ্যা-তারাপুবের অরুণ রবি,-তুমি ভালোবাস ব’লে ভালোবাসে সবি? আমার আমি লুকিয়েছিল তোমার ভালোবাসায়,তুমিই আমার মাঝে আসি’অসিতে মোর বাজাও বাঁশি,আমার পূজার…

আজ সৃষ্টি-সুখের উল্লাসে

__কাজী নজরুল ইসলাম আজ সৃষ্টি সুখের উল্লাসে–মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টগবগিয়ে খুন হাসেআজ সৃষ্টি-সুখের উল্লাসে। আজকে আমার রুদ্ধ প্রাণের পল্বলে –বান ডেকে ঐ জাগল জোয়ার দুয়ার – ভাঙা কল্লোলে।আসল হাসি, আসল কাঁদনমুক্তি এলো, আসল বাঁধন,মুখ ফুটে আজ…

অভিশাপ

– কাজী নজরুল ইসলাম যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে,অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে-বুঝবে সেদিন বুঝবে!ছবি আমার বুকে বেঁধেপাগল হ’লে কেঁদে কেঁদেফিরবে মর” কানন গিরি,সাগর আকাশ বাতাস চিরি’যেদিন আমায় খুঁজবে-বুঝবে সেদিন বুঝবে! স্বপন ভেঙে নিশুত্‌ রাতে জাগবে হঠাৎ চমকে,কাহার…

অবেলার ডাক

__কাজী নজরুল ইসলাম অনেক ক’রে বাসতে ভালো পারিনি মা তখন যারে,আজ অবেলায় তারেই মনে পড়ছে কেন বারে বারে।। আজ মনে হয় রোজ রাতে সে ঘুম পাড়াত নয়ন চুমে,চুমুর পরে চুম দিয়ে ফের হান্‌তে আঘাত ভোরের ঘুমে।ভাব্‌তুম তখন এ কোন্‌ বালাই!কর্‌ত…

চাঁদনী-রাতে

__কাজী নজরুল ইসলাম কোদালে মেঘের মউজ উঠেছে গগনের নীল গাঙে,হাবুডুবু খায় তারা-বুদবুদ, জোছনা সোনায় রাঙে!তৃতীয়া চাঁদের “সাম্পানে” চড়ি চলিছে আকাশ প্রিয়া,আকাশ-দরিয়া উতলা হ’ল গো পুতলায় বুকে নিয়া।তৃতীয়া চাঁদের বাকি “তের কলা” আবছা কালোতে আঁকানীলিম-প্রিয়ার নীলা “গুল রুখ” অব-গুণ্ঠনে ঢাকা।সপ্তর্ষির তারা-পালঙ্কে…

বধূ-বরণ

__কাজী নজরুল ইসলাম এতদিন ছিলে ভূবনের তুমিআজ ধরা দিলে ভবনে,নেমে এলে আজ ধরার ধূলাতেছিলে এতদিন স্বপনে!শুধু শোভাময়ী ছিলে এত দিনকবির মানসে কলিকা নলিন,আজ পরশিলে চিত্ত- পুলিনবিদায় গোধূলি- লগনে।ঊষার ললাট-সিন্দুর-টিপসিথিঁতে উড়াল পবনে।। প্রভাতে ঊষা কুমারী, সেজেছেসন্ধ্যায় বধূ ঊষসী,চন্দন- টোপা- তারা- কলঙ্কেভ’রেছে…

ফাল্গুনী

__কাজী নজরুল ইসলাম সখি পাতিসনে শিলাতলে পদ্মপাতা,সখি দিসনে গোলাব-ছিটে খাস্‌ লো মাথা!যার অন্তরে ক্রন্দনকরে হৃদি মন্থনতারে হরি-চন্দনকমলী মালা-সখি দিসনে লো দিসনে লো, বড় সে জ্বালা!বল কেমনে নিবাই সখি বুকের আগুন!এল খুন-মাখা তৃণ নিয়ে খু’নেরা ফাগুন!সে যেন হানে হুল্‌-খুনসুড়ি,ফেটে পড়ে ফুলকুঁড়িআইবুড়ো…

Posts navigation