– কাজী কাদের নেওয়াজ বাদশাহ আলমগীর-কুমারে তাঁহার পড়াইত এক মৌলভী দিল্লীর।একদা প্রভাতে গিয়াদেখেন বাদশাহ- শাহজাদা এক পাত্র হস্তে নিয়াঢালিতেছে বারি গুরুর চরণেপুলকিত হৃদে আনত-নয়নে,শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরি পায়ের ধুলিধুয়ে মুছে সব করিছেন সাফ্ সঞ্চারি অঙ্গুলি।শিক্ষক মৌলভীভাবিলেন আজি নিস্তার…
Tag: কাজী কাদের নেওয়াজ
কাজী কাদের নেওয়াজ
কাজী কাদের নেওয়াজ (১৫ জানুয়ারি, ১৯০৯ – ৩ জানুয়ারি, ১৯৮৩) একজন বিশিষ্ট কবি। প্রেম ও পল্লীর শ্যামল প্রকৃতি তার কবিতায় মনোজ্ঞভাবে প্রকাশিত। তিনি শিশুতোষ সাহিত্যেও খ্যাতিমান ছিলেন। ‘মরাল’ তার বহুল সমাদৃত কাব্যগ্রন্থ এবং ‘দাদুর বৈঠক’ তার একখানি সুপরিচিত শিশুরঞ্জক গদ্যরচনা। ‘নীল কুমুদী’ তার আরেকটি কাব্যগ্রন্থ এবং ‘দুটি তীরে’ একটি উপন্যাস।
জন্ম ও কর্মজীবন
কাদের নেওয়াজ মুর্শিদাবাদ জেলার মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস বর্ধমান জেলার মঙ্গলকোট গ্রামে। তিনি কর্মজীবনে মূলত ছিলেন সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক।তিনি স্থানীয় মাখরুন উচ্চ ইংরেজি বিদ্যালয় থেকে ১৯২৩ সালে এন্ট্রান্স এবং বহরমপুর কলেজ থেকে ১৯২৯ সালে ইংরেজিতে অনার্স পাস করেন। ১৯৪৭ সালের দেশ বিভাগের পর পশ্চিমবঙ্গ ত্যাগ করে ঢাকায় আসেন এবং নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার কর্মে যোগ দেন। ১৯৫১ সালে দিনাজপুর জেলা স্কুলের প্রধান শিক্ষক নিযুক্ত হন এবং ১৯৬৬-তে এই পদ থেকে অবসর গ্রহণ করেন। অতপর মাগুরা জেলার মুজদিয়া গ্রামে স্থায়ীভাবে বসবাস করেন। তিনি ১৯৬৩ সালে বাংলা একাডেমী পুরস্কার এবং প্রেসিডেন্ট পুরস্কার লাভ করেন।
- মরুচন্দ্রিকা (কাব্যগ্রন্থ)
মা
– কাজী কাদের নেওয়াজ মা কথাটি চোট্ট অতিকিন্তু জেনো ভাই,ইহার চেয়ে নাম যে মধুরতিন ভুবনে নাই।সত্য ন্যায়ের ধর্ম থাকুকমাথার ‘পরে আজি,অন্তরে মা থাকুন মমঝরুক স্নেহরাজি।রোগ বিছানায় শুয়ে শুয়েযন্ত্রণাতে মরি,সান্তনা পাই মায়ের মধুনামটি হৃদে স্মরি।বিদেশ গেলে ঐ মধু নামজপ করি অন্তরে,মন…