শিক্ষাগুরুর মর্যাদা 

– কাজী কাদের নেওয়াজ বাদশাহ আলমগীর-কুমারে তাঁহার পড়াইত এক মৌলভী দিল্লীর।একদা প্রভাতে গিয়াদেখেন বাদশাহ- শাহজাদা এক পাত্র হস্তে নিয়াঢালিতেছে বারি গুরুর চরণেপুলকিত হৃদে আনত-নয়নে,শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরি পায়ের ধুলিধুয়ে মুছে সব করিছেন সাফ্ সঞ্চারি অঙ্গুলি।শিক্ষক মৌলভীভাবিলেন আজি নিস্তার…

মা 

– কাজী কাদের নেওয়াজ মা কথাটি চোট্ট অতিকিন্তু জেনো ভাই,ইহার চেয়ে নাম যে মধুরতিন ভুবনে নাই।সত্য ন্যায়ের ধর্ম থাকুকমাথার ‘পরে আজি,অন্তরে মা থাকুন মমঝরুক স্নেহরাজি।রোগ বিছানায় শুয়ে শুয়েযন্ত্রণাতে মরি,সান্তনা পাই মায়ের মধুনামটি হৃদে স্মরি।বিদেশ গেলে ঐ মধু নামজপ করি অন্তরে,মন…