– ইসমাইল হোসেন সিরাজী হউক সে মহাজ্ঞানী মহা ধনবান,অসীম ক্ষমতা তার অতুল সম্মান,হউক বিভব তার সম সিন্ধু জলহউক প্রতিভা তার অক্ষুণ্ন উজ্জ্বলহউক তাহার বাস রম্য হর্ম্য মাঝেথাকুক সে মণিময় মহামূল্য সাজেহউক তাহার রূপ চন্দ্রের উপমহউক বীরেন্দ্র সেই যেন সে রোস্তমশত…
Tag: ইসমাইল হোসেন সিরাজী
অনল-প্রবাহ
– ইসমাইল হোসেন সিরাজী আর ঘুমিও না নয়ন মেলিয়া,ঊঠরে মোসলেম ঊঠরে জাগিয়া,আলস্য জড়তা পায়েতে ঠেলিয়া,পূত বিভু নাম স্মরণ করি। যুগল নয়ন করি উন্মীলন,কর চারিদিকে কর বিলোকন,অবসর পেয়ে দেখ শত্রুগণ,করেছে কীদৃশ অনিষ্ট সাধন,দেখো চাহিয়া অতীত স্মরি।