মনে থাকবে? 

– আরণ্যক বসু পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিকআমরা তখন প্রেমে পড়বোমনে থাকবে? বুকের মধ্যে মস্তো বড় ছাদ থাকবেশীতলপাটি বিছিয়ে দেব;সন্ধে হলে বসবো দু’জন।একটা দুটো খসবে তারাহঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে,কান্ত কবির গান গাইবেতখন আমি চুপটি ক’রে…

যেন বলে ওঠে

– আরণ্যক বসু আসলে কথারা সব বিলুপ্ত পাখির ঠোঁটে শিলালিপি হয়ে আছেআসলে কথারা সব নিঃশেষে মুছে গেছে আলোকবর্ষ দূরেতারাহীন নীল অন্ধকারেআসলে কথারা এসে ফিরে চলে গেছে সেইমটরশুঁটির ক্ষেতে, সবুজে সবুজে তুমি ফিরে এসে সেই শিলালিপি পাঠ করো প্রিয়বন্ধুকি কথা? কী…