তুই কি আমার দুঃখ হবি?

– আনিসুল হক তুই কি আমার দুঃখ হবি?এই আমি এক উড়নচণ্ডী আউলা বাউলরুখো চুলে পথের ধুলোচোখের নীচে কালো ছায়া।সেইখানে তুই রাত বিরেতে স্পর্শ দিবি।তুই কি আমার দুঃখ হবি? তুই কি আমার শুষ্ক চোখে অশ্রু হবি?মধ্যরাতে বেজে ওঠা টেলিফোনের ধ্বনি হবি?তুই…

ম’রে যেতে সাধ হয় 

__আনিসুল হক শাহানা, তুমি গোলাপী জামা প’রে জীবন্ত গোলাপের মতোক্যাম্পাসে এসো না, আমার খারাপ লাগে। সখী পরিবৃতা হয়ে মোগল-দুহিতার মতোকরিডোরে অমন ক’রে হেঁটো না, আমার খারাপ লাগে। শাহানা, তুমি চিবুক নাড়িয়েরাঙা মাড়িতেদুধ শাদা হাতেলালিম জিহ্বায়গিটারের তারের মতো বেজে উঠো না…

গরম

 __আনিসুল হক এত কেন গরম বর্ষাকালে? ঝড়ে উড়ে যায় যায় গোআমার মুখের বসনখানিআমার বুকের বসনখানিআমার রইল না লাজলজ্জা এত কেন গরম বর্ষাকালেআমার শরম ওড়ে মেঘের ফোলা পালেঘামে ভেজে আমার গৃহসজ্জাঘামে ভেজে আমার অলস শয্যা লোডশেডিং কেন বর্ষাকালে? এতই যদি গরম…

পড়শি 

__আনিসুল হক আমার একটা কদম বৃক্ষ আছে!আমি তাকে নীপ বলে ডাকি।আইনত গাছটা আমার নয়,আমি ঠিক তার পাশের বাসায় থাকি! কিন্তু তাকে ডেকে আমি বলি,ওগো নীপ তুমি কিন্তু আমার!তুমি আমার তুমি আমার শুধুই!তোমার ছায়ায় দিবারাত্র শুই। কদম আমার কথায় মাথা নাড়েন,চুলের…

ছাতা

__আনিসুল হক এমন দিনেই কেবল তোমাকে ভাবা যায়। এমন ঘনঘোর সরিষায়। ইলিশে। বৃষ্টি পড়বে। আমি তোমাকে ভাবব। বৃষ্টি পড়ছে না। আমি তোমাকে ভাবছি না। বৃষ্টি পড়ো পড়ো, ভাবনা ভাবনা আসি আসি। বৃষ্টি ঝরো ঝরো, দুজনে থরো থরো। রোদ উঠল। আমি…