__মহাদেব সাহা এখানে প্রেমিক নেই আমি ছাড়াসর্বক্ষণ উদ্যত পুরুষহাতে যার যুদ্ধজয়ী পিতার কৃপাণহুলস্তুল মধ্যরাতেযখন পাল্টে যায় সবুজ দেয়ালছত্রখান হয়ে ভেঙে পড়ে অট্টালিকা, চাঁদকে পারে বদলে দিতে সে রাত্রিকে ফেরদিনের সমানসে তোমার গোপন প্রেমিক;তুমি তাকে চেনো না তেমন ভালোভাবেতাকে তুমি দেখো…
কাহিনী
কুড়ি বছর পরে
– জীবনানন্দ দাশ আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি!আবার বছর কুড়ি পরে-হয়তো ধানের ছড়ার পাশেকার্তিকের মাসে-তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে-তখন হলুদ নদীনরম নরম হয় শর কাশ হোগলায়-মাঠের ভিতরে! অথবা নাইকো ধান ক্ষেতে আর,ব্যস্ততা নাইকো আর,হাঁসের নীড়ের থেকে…
আজকের এক মুহূর্ত
__জীবনানন্দ দাশ হে মৃত্যু,তুমি আমাকে ছেড়ে চলছ ব’লে আমি খুব গভীর খুশি?কিন্তু আরো খানিকটা চেয়েছিলাম;চারি দিকে তুমি হাড়ের পাহাড় বানিয়ে রেখেছে;–যে ঘোড়ায় চ’ড়ে আমিঅতীত ঋষিদের সঙ্গে আকাশে নক্ষত্রে উড়ে যাবএই খানে মৃতবৎসা’ মাতাল, ভিখারি ও কুকুরদের ভিড়েকোথায় তাকে রেখে দিলে…