ব্যবধান

__হেলাল হাফিজ অতো বেশ নিকটে এসো না, তুমি পুড়ে যাবে,কিছুটা আড়াল কিছু ব্যবধান থাকা খুব ভালো।বিদ্যুত সুপারিবাহী দু’টি তারবিজ্ঞানসম্মত ভাবে যতোটুকু দূরে থাকেতুমি ঠিক ততোখানি নিরাপদ কাছাকাছি থেকো,সমূহ বিপদ হবে এর বেশী নিকটে এসো না। মানুষ গিয়েছে ভূলে কী কী…

বেদনা বোনের মত

__হেলাল হাফিজ একদিন আয়নার সামনে দাঁড়িয়ে দেখলামশুধু আমাকেই দেখা যায়,আলোর প্রতিফলন প্রতিসরণের নিয়ম না জানা আমিসেই থেকে আর কোনদিন আয়না দেখি না। জননীর জৈবসারে বর্ধিত বৃক্ষের নিচেকাঁদতাম যখন দাঁড়িয়েসজল শৈশবে, বড়ো সাধ হতোআমিও কবর হয়ে যাই,বহুদিন হলো আমি সেরকম কবর…

বাম হাত তোমাকে দিলাম

– হেলাল হাফিজ এই নাও বাম হাত তোমাকে দিলাম।একটু আদর করে রেখো, চৈত্রে বোশেখেখরা আর ঝড়ের রাত্রিতে মমতায় সেবা ওশুশ্রূষা দিয়েবুকে রেখো, ঢেকে রেখো, দুর্দিনে যত্ন নিওসুখী হবে তোমার সন্তান। এই নাও বাম হাত তোমাকে দিলাম।ও বড়ো কষ্টের হাত, দেখো…

ফেরীঅলা

– হেলাল হাফিজ কষ্ট নেবে কষ্টহরেক রকম কষ্ট আছেকষ্ট নেবে কষ্ট ! লাল কষ্ট নীল কষ্ট কাঁচা হলুদ রঙের কষ্টপাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট,আলোর মাঝে কালোর কষ্ট‘মালটি-কালার’ কষ্ট আছেকষ্ট নেবে কষ্ট । ঘরের কষ্ট পরেরর কষ্ট পাখি এবং পাতার…

প্রস্থান

– হেলাল হাফিজ এখন তুমি কোথায় আছো কেমন আছো, পত্র দিয়ো৷এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালী তাল পাখাটাখুব নিশীথে তোমার হাতে কেমন আছে, পত্র দিয়ো৷ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিতডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে, পত্র দিয়ো৷কোন কথাটা অষ্টপ্রহর কেবল…

প্রত্যাবর্তন

__হেলাল হাফিজ প্রত্যাবর্তনের পথেকিছু কিছু ‘কস্ট্‌লি’ অতীত থেকে যায়।কেউ ফেরে, কেউ কেউ কখনো ফেরে না।কেউ ফিরে এসে কিছু পায়,মৌলিক প্রেমিক আর কবি হলে অধিক হারায়। তবু ফেরে, কেউ তো ফেরেই,আর জীবনের পক্ষে দাঁড়ায়,ভালোবাসা যাকে খায় এইভাবে সবটুকু খায়। প্রত্যাবর্তনের প্তহেপিতার…

প্রতিমা

__হেলাল হাফিজ প্রেমের প্রতিমা তুমি, প্রণয়ের তীর্থ আমার। বেদনার করুণ কৈশোর থেকে তোমাকে সাজাবো বলেভেঙেছি নিজেকে কী যে তুমুল উল্লাসে অবিরামতুমি তার কিছু কি দেখেছো? একদিন এই পথে নির্লোভ ভ্রমণেমৌলিক নির্মাণ চেয়ে কী ব্যাকুল স্থপতি ছিলাম,কেন কালিমা না ছুঁয়ে শুধু…

পৃথক পাহাড়

__হেলাল হাফিজ আমি আর কতোটুকু পারি ? কতোটুকু দিলে বলো মনে হবে দিয়েছি তোমায়,আপাতত তাই নাও যতোটুকু তোমাকে মানায়। ওইটুকু নিয়ে তুমি বড় হও,বড় হতে হতে কিছু নত হওনত হতে হতে হবে পৃথক পাহাড়,মাটি ও মানুষ পাবে, পেয়ে যাবে ধ্রুপদী…

পরানের পাখি

__হেলাল হাফিজ পরানের পাখি তুমি একবার সেই কথা কও,আমার সূর্যের কথা, কাঙ্খিত দিনের কথা,সুশোভন স্বপ্নের কথাটা বলো,–শুনুক মানুষ। পরানের পাখি তুমি একবার সেই কথা কও,অলক্ষ্যে কবে থেকে কোমল পাহাড়ে বসেএতোদিন খুঁটে খুঁটে খেয়েছো আমাকে আরকতো কোটি দিয়েছো ঠোকর,বিষে বিষে নীল…

নেত্রকোনা

__হেলাল হাফিজ কতো দিন তোমাকে দেখি নাতুমি ভালো আছো? সুখে আছো? বোন নেত্রকোনা। আমাকে কি চিনতে পেরেছো? আমিছিলাম তোমার এক আদরের নাগরিক নিকট-আত্মীয়আমাদের বড়ো বেশি মাখামাখি ছিলো,তারপর কী থেকে কী হলোআভাইগা কপাল শুধু বিচ্ছেদের বিষে নীল হলো। দোহাই লক্ষ্মী মেয়ে…

নিষিদ্ধ সম্পাদকীয়

– হেলাল হাফিজ এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়মিছিলের সব হাতকন্ঠপা এক নয় । সেখানে সংসারী থাকে, সংসার বিরাগী থাকে,কেউ আসে রাজপথে সাজাতে সংসার ।কেউ আসে জ্বালিয়ে বা জ্বালাতে সংসারশাশ্বত শান্তির…

নিরাশ্রয় পাচঁটি আঙুল

__হেলাল হাফিজ নিরাশ্রয় পাচঁটি আঙুল তুমি নির্দ্বিধায়অলংকার করে নাও, এ আঙুল ছলনা জানে না।একবার তোমার নোলক, দুল, হাতে চুড়িকটিদেশে বিছা করে অলংকৃত হতে দিলেবুঝবে হেলেন, এ আঙুল সহজে বাজে না। একদিন একটি বেহালা নিজেকে বাজাবে বলেআমার আঙুলে এসে দেখেছিলোতার বিষাদের…

নিখুঁত স্ট্র্যাটেজী

__হেলাল হাফিজ পতন দিয়েই আমি পতন ফেরাবো বলেমনে পড়ে একদিন জীবনের সবুজ সকালেনদীর উলটো জলে সাঁতার দিয়েছিলাম। পতন দিয়েই আমি পতন ফেরাবো বলেএকদিন যৌবনের শৈশবেইযৌবনকে বাজি ধরেজীবনের অসাধারণ স্কেচ এঁকেছিলাম। শরীরের শিরা ও ধমনী থেকে লোহিত কণিকা দিয়ে আঁকামারাত্মক উজ্জ্বল…

নাম ভূমিকায়

__হেলাল হাফিজ তাকানোর মতো করে তাকালেই চিনবে আমাকে। আমি মানুষের ব্যকরণজীবনের পুষ্পিত বিজ্ঞানআমি সভ্যতার শুভ্রতার মৌল উপাদান,আমাকে চিনতেই হবেতাকালেই চিনবে আমাকে। আমাকে না চেনা মানেমাটি আর মানুষের প্রেমের উপমা সেইঅনুপম যুদ্ধকে না চেনা। আমাকে না চেনা মানেসকালের শিশির না চেনা,ঘাসফুল,…

দুঃসময়ে আমার যৌবন

__হেলাল হাফিজ মানব জন্মের নামে হবে কলঙ্ক হবেএরকম দুঃসময়ে আমি যদি মিছিলে না যাই,উত্তর পুরুষে ভীরু কাপুরুষের উপমা হবোআমার যৌবন দিয়ে এমন দুর্দিনে আজশুধু যদি নারীকে সাজাই।

দুঃখের আরেক নাম

– হেলাল হাফিজ আমাকে স্পর্শ করো, নিবিড় স্পর্শ করো নারী।অলৌকিক কিছু নয়,নিতান্তই মানবিক যাদুর মালিক তুমিতোমার স্পর্শেই শুধু আমার উদ্ধার। আমাকে উদ্ধার করো পাপ থেকে,পঙ্কিলতা থেকে, নিশ্চিত পতন থেকে।নারী তুমি আমার ভিতরে হও প্রবাহিত দুর্বিনীত নদীর মতন,মিলেমিশে একাকার হয়ে এসো…

তোমাকেই চাই

__হেলাল হাফিজ আমি এখন অন্য মানুষ ভিন্ন ভাবে কথা বলিকথার ভেতর অকথিত অনেক কথা জড়িয়ে ফেলিএবং চলি পথ বেপথে যখন তখন। আমি এখন ভিন্ন মানুষ অন্যভাবে কথা বলিকথার ভেতর অনেক কথা লুকিয়ে ফেলি,কথার সাথে আমার এখন তুমুল খেলাউপযুক্ত সংযোজনে জীর্ণ-শীর্ণ…

তৃষ্ণা

__হেলাল হাফিজ কোনো প্রাপ্তিই পূর্ণ প্রাপ্তি নয়কোনো প্রাপ্তির দেয় না পূর্ণ তৃপ্তিসব প্রাপ্তি ও তৃপ্তি লালন করেগোপনে গহীনে তৃষ্ণা তৃষ্ণা তৃষ্ণা। আমার তো ছিলো কিছু না কিছু যে প্রাপ্যআমার তো ছিলো কাম্য স্বল্প তৃপ্তিঅথচ এ পোড়া কপালের ক্যানভাসেআজন্ম শুধু শুন্য…

তুমি ডাক দিলে

– হেলাল হাফিজ একবার ডাক দিয়ে দেখো আমি কতোটা কাঙাল,কতো হুলুস্থূল অনটন আজম্ন ভেতরে আমার। তুমি ডাক দিলেনষ্ঠ কষ্ঠ সব নিমিষেই ঝেড়ে মুছেশব্দের অধিক দ্রুত গতিতে পৌছুবোপরিণত প্রণয়ের উৎসমূল ছোঁবপথে এতোটুকু দেরিও করবো না।তুমি ডাক দিলেসীমাহীন খাঁ খাঁ নিয়ে মরোদ্যান…

তীর্থ

__হেলাল হাফিজ কেন নাড়া দিলে?নাড়ালেই নড়ে না অনেক কিছুতবু কেন এমন নাড়ালে?পৃথিবীর তিন ভাগ সমান দু’চোখ যারতাকে কেন একমাস শ্রাবণ দেখালে! এক ওভাবে নাড়ালে?যেটুকু নড়ে না তুমুলভাবে ভেতরে বাহিরেকেন তাকে সেটুকু নাড়ালে? ভয় দেখালেই ভয় পায় না অনেকে,তবু তাকে সে…

ডাকাত

__হেলাল হাফিজ তুমি কে হ?সোনালী ছনের বাড়ি তছনছ করে রাতেনির্বিচারে ঢুকে গেলে অন্দর-মহলেবেগানা পুরুষ, লাজ-শরমের মাথা খেয়েতুমি কে হে? তোমাকে তো কখনো দেখিনি আগে এ তল্লাটেমারী ও মড়কে, ঝড়ে, কাঙ্ক্ষিত বিদ্রোহে।আমাদের যুদ্ধের বছরেভিন্‌ গেরামের কতো মানুষের পদচারণায়এ বাড়ি মুখর ছিলো,…

ঘরোয়া রাজনীতি

__হেলাল হাফিজ ব্যর্থ হয়ে থাকে যদি প্রণয়ের এতো আয়োজন,আগামী মিছিলে এসোস্লোগানে স্লোগানে হবে কথোপকথন। আকালের এই কালে সাধ হলে পথে ভালোবেসো,ধ্রুপদী পিপাসা নিয়ে আসো যদিলাল শাড়িটা তোমার পড়ে এসো।

ক্যাকটাস

__হেলাল হাফিজ দারুন আলাদা একা অভিমানী এই ক্যাকটাস।যেন কোন বোবা রমণীর সখী ছিলো দীর্ঘকালকিংবা আজন্ম শুধু দেখেছে আকালএরকম ভাব-ভঙ্গি তার।ধ্রুপদী আঙিনা ব্যাপীকন্টকিত হাহাকার আর অবহেলা,যেন সে উদ্ভিদ নয়তাকালেই মনে হয় বিরান কারবালা। হয় তো কেটেছে তার মায়া ও মমতাহীন সজল…

কে

__হেলাল হাফিজ বেরিয়ে যে আসে সে তো এভাবেই আসে,দুর্বিনীত ধ্রুপদী টংকার তুলেলন্ডভন্ড করে চলে আসে মৌলিক ভ্রমণে, পথেপ্রচলিত রীতি-নীতি কিচ্ছু মানে না। আমি এক সেরকম উত্থানের অনুপম কাহিনী শুনেছি। এমন অনমনীয় পৃথক ভ্রমণে সেই পরিব্রাজকেরঅনেক অবর্ণনীয় অভিমান থাকে,টসটসে রসাল ফলের…

কবুতর

__হেলাল হাফিজ প্রতীক্ষায় থেকো না আমারআমি আসবো না, থাকলো কথার কবুতরকখনো বাইষ্যা মাসে পেয়ে অবসরনিতান্তই জানতে ইচ্ছে হলে আমার খবরপাখিকে জিজ্ঞেস করো নিরিবিলি,পক্ষপাতহীন পাখি বিস্তারিত সংবাদ জানাবেকী কী ব্যথা এবং আর্দ্রতারেখেছে দখল করে আশৈশব আমার একালা,আমি কতো একা,কতোখানি ক্ষত আর…

কবিতার কসম খেলাম

__হেলাল হাফিজ আমি আর আহত হবো না,কোনো কিছুতেই আমি শুধু আর আহত হবো না। যে নদী জলের ভারে হারাতো প্লাবনেএখন শ্রাবণে সেই জলের নদীর বুকেজলাভাবে হাহাকার দেখে আমি আহত হবো না। সবুজ সবুজ মাঠ চিরে চিরেকৃষকের রাখালের পায়ে গড়া দু’পায়া…

কবি ও কবিতা

__হেলাল হাফিজ কবির জীবন খেয়ে জীবন ধারণ করেকবিতা এমন এক পিতৃঘাতী শব্দের শরীর,কবি তবু সযত্নে কবিতাকে লালন করেন,যেমন যত্নে রাখে তীরজেনে-শুনে সব জল ভয়াল নদীর। সর্বভূক এ কবিতা কবির প্রভাত খায়দুপুর সন্ধ্যা খায়, অবশেষেনিশীথে তাকায় যেন বয়ঃসন্ধিকালের কিশোরী,কবিকে মাতাল করেশুরু…

একটি পতাকা পেলে

__হেলাল হাফিজ কথা ছিলো একটি পতাকা পেলেআমি আর লিখবো না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা কথা ছিলো একটি পতাকা পেলেভজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা মিস্ট্রেসব্যর্থ চল্লিশে বসে বলবেন,–’পেয়েছি, পেয়েছি’। কথা ছিলো একটি পতাকা পেলেপাতা কুড়োনির মেয়ে শীতের সকালেওম নেবে জাতীয় সংগীত…

উৎসর্গ

__হেলাল হাফিজ আমার কবিতা আমি দিয়ে যাবোআপনাকে, তোমাকে ও তোকে। কবিতা কি কেবল শব্দের মেলা, সংগীতের লীলা?কবিতা কি ছেলেখেলা, অবহেলা রঙিন বেলুন?কবিতা কি নোটবই, টু-ইন-ওয়ান, অভিজাত মহিলা -সেলুন? কবিতা তো অবিকল মানুষের মতোচোখ-মুখ-মন আছে, সেও বিবেক শাসিত,তারও আছে বিরহে পুষ্পিত…

Posts navigation