কবিতা ও লেখালেখি আয়েশা মুন্নির প্রাণশক্তির আরাধ্য আকাশ।
প্রকাশিত বই:
*নীলাভ দূরত্ব (কবিতা)
*অমরাবতীর কথা (গল্প)
*স্বপ্নশব (কবিতা)
*ইচ্ছে করে আকাশ ছুঁতে (শিশুতোষ ছড়া)
*গল্পে গল্পে স্বরবর্ণ (শিশুতোষ গল্প)
*কয়েন (শিশু কিশোর গল্প)
*রঙিন রোদচশমা (কবিতা)
*শিল্পস্নান (কবিতা)
*আবছায়া অন্তরালে (কবিতা)
*ভালোবাসার চারণভূমি (গল্প)
* বকুল থেকে বৃন্দাবন অতঃপর (কবিতা)
* কাঠগোলাপের ঘ্রাণ (কবিতা)
এছাড়াও অনেকগুলো যৌথ কবিতার বই ও দেশ বিদেশে তার প্রায় দুই শতাধিকের ও বেশি প্রকাশনা রয়েছে।
স্কুল জীবন থেকেই লেখালেখি সাথে সম্পৃক্ত অর্থাৎ প্রায় তিন দশক ধরে তিনি লেখালেখি করেন। এছাড়াও বিভিন্ন মানবিক সামাজিক কর্মকাণ্ডে তিনি জড়িত। পরিবার ও লেখালেখির পাশাপাশি তিনি ব্যবসা করেন।
আয়েশা মুন্নি’র পুরষ্কার ও সম্মাননার মধ্যে রয়েছে:
*খবরিকা পত্রিকার উনিশ বছর পূর্তিতে কবিতায় বিশেষ অবদানের জন্য গুণীজন সম্মননা স্মারক ২০১৮, মিরসরাই, চট্টগ্রামে।
*সমতটের কাগজের বর্ষপূর্তিতে কবিতায় বিশেষ অবদানের জন্য গুণীজন সম্মাননা ২০১৮, কুমিল্লাতে।
*জাতীয় কবি পরিষদ প্রতিষ্ঠা বার্ষিকী সাহিত্যে বিশেষ ভূমিকা পালনের জন্য বিশিষ্ট কবি সম্মননা২০১৮, ঢাকাতে।
*বিচারপতি এস এম মুজিবর রহমান সাহিত্য সম্মাননা স্মারক ২০১৮, সুপ্রীমকোর্ট, ঢাকাতে।
*কবি আব্দুল হাই মাশরেকী সাহিত্য সম্মাননা ২০১৯, জাতীয় কবিতা মঞ্চে।
*একুশে স্মারক সম্মাননা ২০১৯। ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিল, চট্টগ্রামে।
* Vocational Excellence Award – 2019 For the patriotism & dedicated effort in Bangla Poem, Rotary Club of Metropoliton Sylhet.
*শতবর্ষ রবীন্দ্র স্মরণোৎসব এ কবি সম্মাননা (১৯১৯-২০১৯)(কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর সিলেট আগমনের একশত বছর পূর্তি উপলক্ষে)।
*একুশে সম্মাননা- ২০২০ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটি। বেলদা, মেদিনীপুর, কলকাতা,ভারত।
*এসবি এসপি গ্রন্থস্মারক পুরষ্কার,২০২০, ঢাকা।
*প্রিয় বাসিনী অ্যাওয়ার্ড বাংলাদেশ ২০২০ -২০২১ ক্যাটাগরি-সাহিত্য। আয়োজনে হোয়াইট বাংলা, মিডিয়া পার্টনার এটিএন বাংলা ও এটিএন নিউজ।
দেশের প্রায় সব কটি জাতীয় দৈনিক এবং দেশের বাইরের লন্ডন আমেরিকার নিউইয়র্ক, আরব আমিরাত, কানাডা, ফ্রান্স, কলকাতা, দিল্লি, ত্রিপূ আসাম, এছাড়া অনেক বেশি বাংলা পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল- দেশ এবং দেশের অমেক জায়গায় তার লেখা ছাপা হয়েছে।
তিনি ভারতের কলকাতা থেকে প্রকাশিত “একালের ধুমকেতু” পত্রিকার বাংলাদেশের উপদেষ্টা। জাতীয় শিল্প-সাহিত্য-সংস্কৃতির মাসিক পত্রিকা “অন্বেষণ” দেশ এবং প্রবাসের সাহিত্য-সংস্কৃতির মুখপাত্র। অন্বেষণ ম্যাগাজিন পত্রিকাটি বাংলাদেশ, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও দক্ষিণ আফ্রিকা থেকে একযোগে প্রকাশিত হয়।
*তিনি সিনিয়র সহ সভাপতি, মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা ‘মানস’ সিলেট মহানগর।
তিনি অনলাইন সংগঠন- ঢাকা জাতীয় কবি পরিষদের (জাকপ) সিনিয়র পরিচালক। জাতীয় কবিতা মঞ্চ সংযুক্ত আরব আমিরাতে উপদেষ্টা। চট্টগ্রাম কবিতা পরিষদের আজীবন সদস্য। সহ সভাপতি, মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা-‘মানস’ সিলেট মহানগর।
পরিবার ও লেখালেখির পাশাপাশি তার আর একটি পরিচয় হল, তিনি একজন সফল নারী ব্যবসায়ি । এতকিছুর মাঝেও তাকে ব্যবসায়িক কাজে মনোনিবেশ করতে হয় প্রতিনিয়তই।
2 thoughts on “লেখিকা আয়েশা করিম মুন্নি”
3htlpq
v26kyw