ঐতিহ্য-রোদ্দুর কবিতা সংকলন নির্বাচিত কবিতার তালিকা প্রকাশ

শিল্প এবং সাহিত্যের বাধাহীন চর্চার জন্যই ২০১৯ সালের ১২ মে তৈরি হয়েছিল ফেসবুক ভিত্তিক সাহিত্য গ্রুপ “রোদ্দুর”। যেখানে সাহিত্য ও সংস্কৃতিমনা কিছু মানুষ একত্রিত হবেন, চর্চা করবেন এবং গড়ে তুলবেন নিজেদের একটি জগত, নিজেদের পরিবার, সর্বোপরি এক অন্য পৃথিবী।
এই অল্প বয়সেই ‘রোদ্দুর’ লেখকদের উৎসাহিত করার জন্য একুশে বইমেলা ২০২০ কে সামনে রেখে দেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান ঐতিহ্যের সাথে মিলে কয়েকটি বই প্রকাশের উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে ঐতিহ্য-রোদ্দুর সেরা পাণ্ডুলিপির ফলাফল ঘোষণা হয়েছে।
৪৫৬ টি কবিতা জমা পড়ে সেখান থেকে বাছাইকৃত কবিতা, কবিতা সংকলনের জন্য নির্বাচিত, তারই ফলাফল রোদ্দুর ওয়েবসাইটে দেয়া হয়েছে।

অচিনপুর ডেস্ক

Post navigation