হৃদয় কিনারে দাঁড়িয়ে

আফতাব মল্লিক
পশ্চিমবঙ্গ,ভারত।

কবিতাঃ হৃদয় কিনারে দাঁড়িয়ে

ভালোবাসা কখনো মিথ্যে হয় না।
মিথ্যে হয়ে যায় ভালোবাসার মানুষগুলো।
আসলে হৃদয় কিনারে দাঁড়িয়ে,
যে সূর্যটাতে আমরা সকাল দেখি –
ওই একই সূর্যতে কেউ যখন পড়ন্ত বিকেল দেখে-
আর ভুলে যাওয়ার রাত পেরিয়ে নতুন সকাল দেখার প্রত্যাশা করে-
তখন আমরা তার কাছে হয়ে যাই –
এক দিনের পুরনো, কিংবা এক যুগের, হয়তোবা এক জনমের।
ভালোবাসাকে আমরা যত রঙে দেখি না কেন, যত নামে ডাকি না কেন, হৃদয় কিন্তু একটাই।
সেই হৃদয় থেকেই যখন একবার বিশ্বাস হারিয়ে যায়-
তখন একে একে হারিয়ে যেতে থাকে আবেগ, স্বপ্ন, আশা।
এমনকি বেঁচে থাকার ইচ্ছে টুকুও।
যে ভালোবাসাকে আমরা ধ্রুবতারা ভেবে
নতুন অজানায় পাড়ি দেওয়ার স্বপ্ন দেখতাম, হাতে হাত রেখে।
সেই ধ্রুবতারা কখন যেন কালপুরুষ হয়ে চিনিয়ে দেয় উত্তর আকাশকে।
যেখানে একরাশ কালো মেঘ কালবৈশাখী ডেকে
উড়িয়ে নিয়ে যায় আমাদের প্রেমের ছোট্ট কুটিরকে।
আমাদের সব সময় পাশে থাকা মুহূর্তগুলো কেমন যেন পর হয়ে যায় ধীরে ধীরে।
ডাকলেও আসে না, সেই সোনা ঝরা সকাল, গোধূলি বিকেল কিংবা পূর্ণিমা রাত।
তার অন্য কাউকে ভালো লাগার স্রোতে হারিয়ে যায়-
আমাদের ভালোবাসা, ভালোলাগা, চাওয়া-পাওয়া সবকিছু।
খুব ঘেন্না হয় নিজের ওপর তখন।
কেন হতে পারলাম না স্বার্থপর হতে তার মত।
কেন নিজেকে পাল্টাতে পারলাম না আমি, সময়ের সাথে?
কেন তাকেই ভালোবাসলাম?
যার চোখে আমি সব দিন ভাল লাগবো না!
আসলে যারা কষ্ট পাওয়াকে ভালোবেসে ফেলে, নিজের অসহায় মুহূর্তে –
তারা কখনো স্বার্থপর হতে পারে না।
তাইতো আমরা, যারা প্রতারণার আগুনে পুড়ে ও প্রতিশোধের ইচ্ছেকে বুকে আনতে পারি না-
তাদের জীবন একটাই।
কিন্তু মরণ হাজার বার হয়।
প্রতিক্ষণ, প্রতিদিন, সারাজীবন।

অচিনপুর/ জীনাতুল কুবরা নিপা

Post navigation