শ্রাবণের ভালবাসা

মাহমুদা নাছরীন মিতা
পাবনা।

কবিতাঃ শ্রাবণের ভালবাসা

শ্রাবণের কোন এক সন্ধ্যায় তুমি এলে
ওগো গগণবিহারী,
অগণিত তারার মাঝে
–এক পসলা বৃষ্টিতে ঝরে।
অসংখ্য কাব্যের শব্দ মেতে থাকো,

তুমি ছড়িয়ে থাকো মানুষের স্বপ্ন মাঝে –
রোজই বাতায়ন খুলে
হাত বাড়িয়ে ছুঁয়ে নেই তোমার মমতা।

কখনো একলা একলা বলি-

শোন হে শ্রাবণ,
তোমার বদৌলতে
শত শত কদম ফুল ফুটেছে
আজ আমার আঙিনায়।
সেদিন লুকিয়ে লুকিয়ে,

রিমঝিম বৃষ্টিতে ভিজে
শুধু তোমার জন্য এনেছি কদম ফুল,

তোমায় ভালোবেসে।
খুব যত্নে ফুলদানির পাশে রেখেছি।
তুমি শ্রাবণ, মননে, হৃদয়ের গহিনে, সদা করো বিচরণ।

যখন থাকবে না
তখন উদাসী হব, এই মথুরায়,
ভাবি কী লাভ, এতো ভালোবেসে
যদি এই শ্রাবণ-ই চলে যায়।

অচিনপুর ডেস্ক/ জেড. কে. নিপা

Post navigation