শুধুমাত্র তোমাকে-৩

– ভাস্কর চক্রবর্তী

তোমার মাথার ওপর দিয়ে, দ্রুত, উড়ে গেল একটা এরোপ্লেন__
দূরে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখি
কি বিশাল ছায়া পড়ল তোমার শরীরে__ আর পাখিরা
এই উনিশশো একাত্তরেও ভয় পেল খুব__ সত্যি
পাখির বিষয়ে আমরা কত কম জানি__ গাছের বিষয়েও
আমরা বিশেষ কিছুই জানি না__ এক একটা গাছের সঙ্গে
সারাজীবন থেকে যেতে ইচ্ছে করে__ এক হাজার পাখির মধ্যিখানে
বসে থাকতে ইচ্ছে করে দুপুরবেলা__ সত্যি
দুপুরবেলা, আরও কত কি করতে ইচ্ছে করে__ হলুদ শাড়ি পরে
যখন তুমি দাঁড়িয়ে থাক বারান্দায়

,

Post navigation

3 thoughts on “শুধুমাত্র তোমাকে-৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *