অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নেরা

সাবিলা রওশন
ঢাকা।

কবিতাঃ অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নেরা

মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে
জেগে থাকি একাকী,
সারারাত কেটে যায় কি এক অস্থিরতায়,

বিষন্নতায় কাটে একেকটি প্রহর।
বুকের ভেতর একটা চিনচিন ব্যথা
তাড়া করে সর্বত্র,
চারপাশে অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নেরা ঘুরপাক খায় অচিন গহীনে,
ডুবে থাকি মগ্নতায়,
মন হয় উচাটন।
অপেক্ষায় থাকি একটা নতুন সূর্যোদয়ের,
চেয়ে দেখি নতুন এক অবয়বের,
অদৃশ্য চাহনিতে তাকিয়ে আছ।
মাঝে মাঝে উদয় হও আবার ভীড়ের মেলায় হারিয়ে যাও,
মেলাতে পারিনি উত্তর!
ঐ চোখে কি চেয়েছিলে বলতে,
নৈসর্গিক সৌন্দর্যে মুগ্ধ এতটাই যে
অপ্রত্যাশিত ভালোবাসায় কিছুটা
অবাক হয়েছিলাম।
ভাবনার আবডালে ওঁৎ পেতে ঠাঁই বসে আছি।
তোমার সঙ্গ পেতে,
নিঃসঙ্গ একাকীত্ব ঘুচবে সে আশায়!

অচিনপুর ডেস্ক/ জেড. কে. নিপা

Post navigation