৪ ফেব্রুয়ারি মেলায় আসছে ‘অচিনপুর এক্সপ্রেস’

৪ ফেব্রুয়ারি মেলায় আসছে ‘অচিনপুর এক্সপ্রেস’
অচিনপুর ডেস্ক
ঢাকা : ৩ ফেব্রুয়ারি ২০১৯

সাহিত্যবিষয়ক অনলাইন নিউজ পোর্টাল ‘অচিনপুর.কম’ এর প্রথম প্রকাশনা ‘অচিনপুর এক্সপ্রেস’ আগামী ৪ ফেব্রুয়ারি মেলায় আসছে। ঝকঝকে প্রচ্ছদ আর অফসেট পেপারে ছাপানো ৯৬ পৃষ্ঠার এ বইটি সম্পাদনা করেছেন চার সাহিত্যকর্মী মো. আরিফুর রহমান, মোরসালিন আহমেদ, শারমীন সুলতানা ববি ও জীনাতুল কুবরা নিপা।

অমর একুশে বইমেলার পাশাপাশি এ বইটি ‘রকমারি.কম’ ও ‘বইবাজার.কম’ এ পাওয়া যাবে। মূল্য ১৮০ টাকা হলেও বিশেষ ছাড়ে সাহিত্যপ্রেমীদের জন্য ১২০ টাকা। ৩০ জন লেখকের এ বইটিতে স্থান পেয়েছে ঘরোয়া সাহিত্য, বিশ্ব সাহিত্য, গল্প, ছড়া, কবিতা, ননফিকশন, স্মৃতি কথা, সাক্ষাৎকারসহ আরো অনেক কিছু। বইটির চমৎকর প্রচ্ছদ করেছেন অচিনপুর.কম সম্পাদক মো. আরিফুর রহমান।

বিশুদ্ধ সাহিত্যচর্চার খোঁজে অবিরাম এ স্লোগানকে সামনে রেখে ‘অচিনপুর.কম’ এর প্রথম প্রকাশনা ‘অচিনপুর এক্সপ্রেস’ এ লিখেছেন মো. আরিফুর রহমান (রহস্যমানব শেক্সপিয়ার), মোস্তাফিজুর রহমান টিটু (দুই মানবী), তাবাসসুম নাজ (সুন্দরের সংজ্ঞা), ফয়েজ কবির (মিস্টার ও মিসেস মুন্সী : স্বপ্ন), শারমীন সুলতানা ববি (অন্য আলোয় আফজাল হোসেন, সাক্ষাৎকার), দুলাল মাহমুদ (অনুতাপ), আশির আহমেদ (আমেরিকান ইংরেজি শেখা), মোরসালিন আহমেদ (বইমেলার ইতিবৃত্ত), শামীম রেজা (অন্য ভুবন), শামস্ উদ্ দোহা (মাকে নিয়ে), আসিফ রহমান জয় (রুস্তম আলী ও শেষের কবিতা), মাশাওফি আমিন (তাসের ঘর), প্রণব মজুমদার (চোখের আড়ালের কষ্ট), শারমীন সুলতানা ববি (সোনালি স্মৃতি), জীনাতুল কুবরা নিপা (বইপোকা হয়ে ওঠার গল্প), শারমিন আহমেদ (মামুলি ব্যাপার)।

এদিকে কবিতা ও ছড়ার পসরা সাজিয়েছেন কবি সানাউল হক খান (আমার যোগ্যতা), আলফাজ হোসেন (নৈসর্গিক), মো. আরিফুর রহমান (জ্ঞানপাবন), আফতাব মল্লিক (তোমার পৃথিবী জুড়ে), আখতার বানু (মাস্তান), কাজী আবদুল হালিম (কয়েকটি ছবি ও একটি যুবক), জীনাতুল কুবরা নিপা (মা, তুমি আছ), টিপু রহমান (আমি না হয় অন্যরকম), শারমীন সুলতানা ববি (তুই আমার সই), ফয়েজ উল্ল্যাহ মাহমুদ (কবি ও কবিতা), ইভা আলমাস (একটি কালো কুকুর), আয়েশা আক্তার সীমা (মানবতার লংমার্চ), মেহেদুল আলম (শ্বেতশিরীষের পাহাড়), নূর এ সিকতা (গাংচিল ও নদী), মারিয়া আজাদ (কষ্টের ফেরীওয়ালা), সায়েখ শীতল (আকাশের ম্যানহোলে), সমীর সরকার (সুর), সালমা খান (মৌনচিৎকার) এবং তৈয়বা মনির (নোনাজলের ছেঁড়াপদ্ম)।

অচিনপুর এক্সপ্রেসে দেশীয় লেখকদের পাশপাশি প্রবাসী লেখকদের লেখাও প্রাধান্য দেওয়া হয়েছে। যারা দেশের বাইরে শত ব্যস্ততার মাঝেও সাহিত্যচর্চা করছেন। সুদূর কানাডা, আমেরিকা, জাপান, মালয়েশিয়া ও ভারত থেকে লেখা পাঠিয়েছেন। ‘অচিনপুর এক্সপ্রেস’ বইটি সংগ্রহে রাখার মতো।

অচিনপুর.কম/এমএ

Post navigation

12 thoughts on “৪ ফেব্রুয়ারি মেলায় আসছে ‘অচিনপুর এক্সপ্রেস’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *