জন্ম মৃত্যু ঘটনাবলী
২৮ মে গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৪৮তম (অধিবর্ষে ১৪৯তম) দিন। বছর শেষ হতে আরো ২১৭ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
- ১৭৪২ – লন্ডনে প্রথম ইনডোর সুইমিং পুল চালু।
- ১৭৫৭ – ব্রিটিশ কর্তৃক মীর জাফরকে বাংলার নবাব ঘোষণা।
- ১৮০৪ – নেপোলিয়ন বোনাপোর্ট নিজেকে ফ্রান্সের সম্রাট ঘোষণা।
- ১৮৭১ – প্যারি কমিউনের পতন ঘটে।
- ১৯১৮ – আজারবাইজান ও আর্মেনিয়া স্বাধীনতা ঘোষণা করে।
- ১৯১৯ – ভার্সাই চুক্তির মাধ্যমে প্রথম মহাযুদ্ধ সমাপ্ত।
- ১৯৩৭ – প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট একটি সুইচ টিপে ক্যালিফোর্নিয়া সানফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজ উদ্বোধন করেন।
- ১৯৪০ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির কাছে বেলজিয়াম আত্মসমর্পণ করে।
- ১৯৫২ – গ্রিসের নারীদের ভোটাধিকার অর্জিত হয়।
- ১৯৬৪ – নয়াদিল্লীতে ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং কংগ্রেস নেতা পণ্ডিত জওহারলাল নেহেরুর অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
- ১৯৬৪ – ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পিএলও গঠিত হয়।
- ১৯৮৭ – ম্যাথু রাস্ট নামে ১৯ বছর বয়সী এক অ্যামেচার বিমান চালক ক্রেমলিনের রেড স্কোয়ারে ছোট একটি সেসনা বিমান অবতরণ করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলো।
- ১৯৯১ – ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবাতে বিদ্রোহীদের ট্যাংকবহর প্রবেশ করতে থাকে এবং দেশটিতে ১৭ বছরের মার্ক্সবাদী শাসনের অবসান ঘটে।
- ১৯৯৫ – রাশিয়ার নেস্তেগস্কর শহরে প্রবল ভূমিকম্প। দুই হাজার লোকের প্রাণহানি।
- ১৯৯৬ – ভারতে বাজপেয়ী সরকারের পতন। দেবগৌড়া প্রধানমন্ত্রী নির্বাচিত।
- ১৯৯৮ – পাকিস্তান ৫টি পারমাণবিক বোমার সফল পরীক্ষা করেছে বলে ঘোষণা করে।
- ২০২৩ – নতুন দিল্লিতে বিস্তৃত পরিসরের নতুন ভারতীয় সংসদ ভবনের দ্বারোদ্ঘান হয়।
জন্ম
- ১৫২৪ – দ্বিতীয় সেলিম, অটোমান সুলতান। (মৃ. ১৫৭৪)
- ১৭৭৯ – আইরিশ কবি টমাস মুর।
- ১৮৮৩ – বিনায়ক দামোদর সাভারকর, বিপ্লবী ভারতীয় রাজনীতিবিদ এবং ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী।(মৃ.২৬/০২/১৯৬৬)
- ১৮৮৮ – জিম থর্প, আমেরিকান অ্যাথলেট। (মৃ. ১৯৫৩)
- ১৯০৭ – বিপ্লবী, গণসঙ্গীত রচয়িতা, লেখক ও বাংলাদেশে উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেন।(মৃ.০৫/০১/১৯৮২)
- ১৯০৮ – ইয়ান ফ্লেমিং, একজন বিখ্যাত ব্রিটিশ লেখক, সাংবাদিক ও নৌ-গোয়েন্দা। তিনি ব্রিটিশ কাল্পনিক গোয়েন্দা চরিত্র জেমস বন্ড চরিত্র নিমার্ণে জন্য বিখ্যাত ছিলেন।(মৃ.১২/০৮/১৯৬৪)
- ১৯১১ – বব ক্রিস্প, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। (মৃ. ১৯৯৪)
- ১৯১২ – প্যাট্রিক ভিক্টর হোয়াইট, ১৯৭৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রেলিয়ার ঔপন্যাসিক।(মৃ.৩০/০৯/১৯৯০)
- ১৯১৫ – জোসেফ গ্রিনবার্গ, প্রভাবশালী ও বিতর্কিত মার্কিন ভাষাবিজ্ঞানী ও আফ্রিকান নৃতত্ত্ববিদ। (মৃ. ২০০১)
- ১৯২৩ – এন টি রামা রাও, ভারতের জনপ্রিয় অভিনেতা, প্রযোজক, পরিচালক ও অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী।(মৃ.১৮/০১/১৯৯৬)
- ১৯২৫ – বুলেন্ত এজেভিত, তুর্কি রাজনীতিবিদ, কবি, লেখক, পণ্ডিত, সাংবাদিক এবং ১৬তম প্রধানমন্ত্রী। (মৃ. ২০০৬)
- ১৯৩০ – ফ্রাঙ্ক ড্রেক, মার্কিন জ্যোতির্বিজ্ঞানী ও জ্যোতিঃপদার্থবিজ্ঞানী।
- ১৯৩১ – ক্যারল বেকার, আমেরিকান অভিনেত্রী।
- ১৯৪২ – স্টানলি বি প্রুসিনার, মার্কিন নিউরোলজিস্ট এবং প্রাণরসায়নবিদ।
- ১৯৪৬ – কে. সচ্চিদানন্দন, ভারতীয় কবি এবং সমালোচক।
মৃত্যু
- ১৯৩৭ – অস্ট্রীয় মনোবিজ্ঞানী আলফ্রেড অ্যাডলার।
- ১৯৪২ – রমাপ্রসাদ চন্দ,ভারতীয় বাঙালি ইতিহাসবিদ ও পুরাতত্ত্ববিদ। (জ.১৫/০৮/১৮৭৩)
- ১৯৭৬ – জয়নুল আবেদিন , বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী (জ.২৯/১২/১৯১৪)
- ১৯৯৪ – সাহিত্যিক ও রাজনীতিক আসহাব উদ্দীন
671059 547523I would like to see much more posts like this!.. Wonderful blog btw! reis Subscribed.. 815203
206100 482596Enjoyed looking at this, really excellent stuff, thanks . 239744
836476 715299Woh I like your articles , saved to fav! . 247585
893255 822407Hi there, just became alert to your blog by way of Google, and identified that it is truly informative. Im gonna watch out for brussels. Ill be grateful should you continue this in future. A great deal of people is going to be benefited from your writing. Cheers! 664602
937474 952222Excellent info several thanks sharing and reaching us your subscriber list. 267018