স্বাধীনতা পুরস্কার পেলেন ৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান

সরকার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৩’ প্রদান করেছে।

বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে বলা হয়, ‘স্বাধীনতা পুরস্কার ২০২৩’ প্রাপ্তরা হলেন: স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে-বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) সামসুল আলম, মরহুম লে. এ জি মোহাম্মদ খুরশীদ, শহীদ খাজা নিজামউদ্দিন ভূইয়া ও মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম।

সাহিত্যে-মরহুম ড. মুহাম্মদ মঈনুদ্দিন আহমেদ (সেলিম আল দীন), সংস্কৃতিতে-পবিত্র মোহন দে, ক্রীড়ায়-এ এস এম রকিবুল হাসান এবং সমাজসেবা/জনসেবায়-ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। গবেষণা ও প্রশিক্ষণে-বেগম নাদিরা জাহান (সুরমা জাহিদ) ও ড. ফিরদৌসী কাদরী। –বাসস

Post navigation

1,343 thoughts on “স্বাধীনতা পুরস্কার পেলেন ৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *