স্বপ্ন

__জীবনানন্দ দাশ

পান্ডুলিপি কাছে রেখে ধূসর দীপের কাছে আমি

নিস্তব্ধ ছিলাম বসে;

শিশির পড়িতেছিল ধীরে ধীরে খশে;

নিমের শাখার থেকে একাকীতম কে পাখি নামি

উড়ে গেল কুয়াশায়, –কুয়াশার থেকে দূর –কুয়াশার আরো।

তাহারি পাখার হাওয়া প্রদীপ নিভায়ে গেলো বুঝি?

অন্ধকার হাৎড়ায়ে ধীরে-ধীরে দেশলাই খুঁজি;

যখন জ্বালিব আলো কার মুখ দেখা যাবে বলিতে কি পারো?

কার মুখ? –আমলকী শাখার পিছনে

শিঙের মতন বাঁকা নীল চাঁদ একদিন দেখেছিলো আহা,

সে-মুখ ধূসরতম আজ এই পৃথিবীর মনে।

তবু এই পৃথিবীর সব আলো একদিন নিভে গেলে পরে,

পৃথিবীর সব গল্প একদিন ফুরাবে যখন,

মানুষ রবে না আর, রবে শুধু মানুষের স্বপ্ন তখনঃ

সেই মুখ আর আমি রবো স্বপ্নের ভিতরে।

,

Post navigation

18 thoughts on “স্বপ্ন

  1. 17214 658591Can I just say exactly what a relief to get someone who really knows what theyre dealing with on the internet. You in fact know how to bring a difficulty to light and make it critical. The diet should see this and fully grasp this side on the story. I cant believe youre not far more common because you undoubtedly hold the gift. 161213

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *