স্বপ্নপূরণ

সাবিলা রওশন
মীরপুর, ঢাকা।

কবিতাঃ স্বপ্নপূরণ

শেষ কবে দেখা হয়েছিল
মনে আছে তোমার?
নাকি সিগারেটের কালো ধোঁয়ায়
সুখ টানে ভুলে গেছ।
তোমার সাথে আমার হঠাৎ পরিচয়ের
গল্পটা আজ কেবলমাত্র
মৃত মানুষের দেয়ালে টাঙানো
ছবিতে পরিণত হয়েছে।
আমাদের চাওয়াটা নাকি তোমার চাওয়াটা
অসহ্য রকমের বেশি বাড়াবাড়ি ছিল
বলে সম্পর্কটা আর এগোয়নি।
তুমি ভুলে গেছ তোমার নতুন চাওয়া-পাওয়ায়।
শুধু স্মৃতিটুকু আমি এখনো আঁকড়ে
বেঁচে আছি।
আমার ভালোবাসায় তো ছিল না কোন
প্রেম প্রেম খেলা।
পুরনো আসবাবপত্রের মত
যে ছুঁড়ে ফেলে দিব।
আমার চাওয়া শুধু একটাই ছিল
তোমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে
বাকিটা জীবন পার করা।
সুখ -দুঃখ নিয়ে দুজনেই
দুজনের পাশে থাকা।
হলো না সেই স্বপ্নপূরণ
আজ মুহূর্তগুলো কেবলই
অদৃশ্য হয়ে গেছে
হারিয়ে গেছে প্রবল স্রোতের সাথে ভেসে।
দূরে আরো বহুদূরে
যেখান থেকে আর যায় না তোমায় ছোঁয়া।
ভাবনাগুলো এখন উঁকি দেয়
পূর্ণিমা রাতের চাঁদ হয়ে এক কোণে।

অচিনপুর ডেস্ক / জেড. কে. নিপা

Post navigation