সুধাতৃষ্ণা

নাছরীন মিতা
পাবনা।

কবিতাঃ সুধাতৃষ্ণা

এখন আর তুমি আমি হয়ত কেউই চরিতভাষ্য শুনিবার তরে

সদা মুগ্ধতায় বুঁদ হয়ে থাকি না।
মেকি অভিনয়ের অভিনেত্রী সেজে সুন্দর একটা হাসি এঁকে রাখি মুখে।
সেই হাসির অন্তরালে লুকিয়ে থাকে রাশি রাশি ক্ষতচিহ্ন।

এখন উচ্চ আধুনিকতার সভ্য সমাজে
নিঃস্বার্থের জানালায় ভারি পেরেক আঁটা।

পাই না আর গোধূলির আবির রাঙানো সেই বিকেলবেলাটা।
পাই না খুঁজে আর পর্বতগুহার মতো নিজ নীড়ে ফিরে যাওয়ার সেই পথটা।

জীবন কাটে শুধুই এখন লুকনো পলায়নী মন

আর দুঃস্বপ্নের বারান্দায় শুয়ে বসে।

এখন তুমি আমি হয়ত কেউই আর পূর্বতন মুগ্ধতায় বুঁদ হয়ে থাকি না।

তবুও এখনো
শেওলা ধরা প্রাচীরটার পথ ধরে
মাতাল ছন্দে নিরন্তর হেঁটে চলেছি।

আমি কিংবা তুমি কষ্টের
পদ্মপুকুরের ওপারে ভারসাম্যের
গোলকধাঁধায় সাজিয়ে তুলত নতুন পৃথিবী।

অচিনপুর ডেস্ক/ জেড. কে. নিপা

Post navigation